জাপানী আদলে বাংলা হাইকু (৭৬১- ৭৮১)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:৩৯:৪৯ রাত
৭৬১. কদর রাত
মত্ত প্রেমিক জন
প্রভু দর্শনে।
৭৬২. প্রেমের বাঁশি
কেঁদে কেঁদে জানায়
মলিন কথা।
৭৬৩. কাঁঠের খাট
ঝরের ঢেউ নাচে
বুকে কাঁপন।
৭৬৪. জেদী সংঘর্ষ
শিংয়ের বাজনা বাজে
পাখিরা গায়।
৭৬৫. কাব্য আবাস
গভীরে লেখাছিল
কাবার প্রাণ।
৭৬৬. একটু বাতাস
মায়ের দুধ চাইতে
অজৈব সার।
৭৬৭. একগাদা বিল
গ্যাস চুলায় রান্না
তামাটে স্বাদ।
৭৬৮. আগ্নেয়গিরি
লাভার স্রোত যেন
গলিত লোহা।
৭৬৯. সিরিয়া যুদ্ধ-
গণতন্ত্র উদ্ধার
কঙ্কাল চিহ্ন।
৭৭০. কোন পক্ষের-
সিরিয়া আইএসএস
না ম্যাচাকার?
৭৭১. প্রেমের জন্য
ব্যবস্থা করা যাক
একটি গোলাপ।
৭৭২. গোধূলী বেলা-
লালচে ছায়া পর্বত
রংধনু রূপ।
৭৭৩. সুবর্ণ ফুল
ঝরে পাপড়ি-শাখায়
সে প্রজাপতি।
৭৭৪. অগভীর সী
যুদ্ধ যুদ্ধ মহড়া
পুটি-বোয়াল।
৭৭৫. দখল গ্রহ
চষে সাগর জল
টার্গেট স্থল।
৭৭৬. বিজ্ঞান যাত্রা -
সূর্য নাগালে পেলে
অণুও জ্বালত।
৭৭৭. চলছে ইঞ্জিন
গেটের তালা কাঁধে
ঘাসে ফরাস।
৭৭৮. ছোট্ট কুটির
ঝোঁপে খড়ে সকাল
স্বর্ণ আকাশ।
৭৭৯. শহর ক্ষেত্র
মরা পাইন শাখা
অচেনা বন্ধু।
৭৮০. পাহাড় নাচে
সময় থমকে যায়
বাড়িরা সাজে ।
৭৮১. কোরান পাঠ -
অদ্ভুত লোকালয়
খ্যাতি অন্বেষ।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা বেশী ভালো লাগলো-
(কোরান পাঠ)
মন্তব্য করতে লগইন করুন