বিন্দু থেকে সিন্ধু
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৩ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:৪৬ রাত
১. এক বিন্দু প্রেম-সুধা তুমি প্রিয়
তোমার সিন্ধুর প্রেমের ধারায় বহমান।
২. সিন্ধুর খুঁজে বিন্দুর বিন্দু হবো প্রিয়
আমার মধ্যে তোমায় খুঁজে খুঁজে।
৩. আমি প্রেমের পরমানু হবো
ভালবাসার এটোম হবো প্রিয়
বিস্ফোরণ চর্তুদিক।
৪. ধূলায় যখন মিশে যাব
তুমি এক কণা বিন্দু থেকে তুলবে
সেদিন নতুন প্রাণ পাবো
বলো কতটা প্রেমের টানে?
৫. বিন্দু হবো বিন্দু হবো
প্রেম দরিয়ার সিন্ধু হবো প্রিয়
মিশবো প্রেমসাগরে।
বিষয়: সাহিত্য
১৪৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন