জাপানী আদলে বাংলা হাইকু (797 -820)

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৬ নভেম্বর, ২০১৫, ০২:৩১:৩৫ দুপুর

797. ইতিহাসের-

নির্যাস যে জ্ঞান

ভবিতব্যের।

798. সর্ব নিম্নই-

সর্বাচ্চাষণের শুরু

শান্তি অন্বেষা।

799. উৎকৃষ্ট বীজ-

হৃষ্টপুষ্ট সজীব

চারা জম্মায়।

800. যেথা উত্থান-

আকড়ে থাকলেও দেখ

পতন সেথা।

801. নিষ্ঠার কাজ-

উত্তম ব্যবহার

সহজ চলা।

802. সদুপদেশ-

যেম্নি উচিত নয়

বিয়ে ও যুদ্ধে।

803. জীবনে মেঘ

রোদের একটু আশ

বেভুল নয়।

804. হাতেমতাইর-

স্বহস্তে উপার্জন

মহত দান।

805. দানের চেয়ে

ঋণের পরিশোধ

অনেক মূল্য।

806. মহত লোক

পৃথিবীর সবখানে

একাকি নয়।

807. ঋতুর শিক্ষা

ঋতুতে নেয়া... সেই

প্রকৃত জ্ঞানী।

808. সামান্ন সেই-

যে একা.. ঐক্য নেই

সাধনে কষ্ট।

809. খোদার সৃষ্টি

দর্শনে গবেষণা

পূণ্য অর্জন।

810. ধন দৌলত

বারবার ফিরে আসে

কর্মই বন্ধু।

811. গোলাপ কাঁটা

স্ত্রীর তীক্ষ্ণ কথায়

অন্তরে গাঁথে।

812. যৌবনে কান্না

শুধু দুঃখ..বার্ধ্যক্যে

কান্নাহীনেই...।

813. লোভী ডাকাত-

আর কাপুরুষতা

নারীর মতো।

814. বিড়াল বনে-

ভাম.. লংকায় গেলে

রাক্ষস সাজে।

815. কুৎসিত মন-

বাদে... কুৎসিত মুখ

অতি উজ্জ্বল।

816. ফসলে গল্প

তৃপ্তি বেশী কৃষকে

ভিন্নতে নয়।

817. কোকিল কন্ঠ

ভালবাসে সবাই

অশ্রুতে ভেজা।

818. কোরআন শাসন-

একমাত্র দৃঢ় সত্য

শান্তির পথ।

819. কৌতুহলেই-

অজানা জানতে স্পৃহা

বিজ্ঞান যাত্রা।

820. মানুষে বোঁঝা-

ক্রোধকে হালকা করে

সহজ হওয়া।

বিষয়: সাহিত্য

১৫৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349932
১৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৪
নাবিক লিখেছেন : আগের মতোই ভালো লাগলো, ধন্যবাদ।।
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
290416
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে সুন্দর অনুভূতি ব্যক্ত করে মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
349941
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
290429
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য অনেক ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ ভাইকে। ভাল থাকুন।
349950
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নীতিকথার মতই লাগছে। অনেক ধন্যবাদ..
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
290427
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File