বিন্দু থেকে সিন্ধু
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০১ নভেম্বর, ২০১৫, ০৮:০৬:৩২ রাত
১১. তোমার মহান প্রেম ক্ষুদ্রত্বকে ছুঁয়ে যায়
আমার কণিকা প্রেম বৃহত্তরকে খুঁজে ফিরে
বলতে পার ?
কতটা বড়ত্ব? কারটা?
আমি বৃহত্তরের নেশায় নত জানু হই
তুমি চেয়ে চেয়ে শুধু দেখ এ ক্ষুদ্রকে
আমি প্রেমের নেশায় মত্ত থাকি
তুমি যে আমার হৃদয় তন্ত্রিতে বাসা বাঁধ
আমার আমিত্ব তখন প্রাধান্য পায়
এ আমিকে বাদ দিয়ে তোমার অস্তিত্ব কেবল শূণ্যতা।
১২. তুমি তোমার সৃষ্টির সব কিছু খুঁতহীন তৈরি কর
আমি তোমার সৃষ্টিকে দেখে দেখে শিখি
তোমার আকাঙ্খা নেই
যেহেতু তোমার সব জানা প্রতিচ্ছবি
নাগালের সংস্পর্শে....
আমার অজানা তোমার সৃজন
আমি নিজেই নিজকে চিনিনি
তোমাকে চেনার বাসনায় মত্ত
তবে জেনে রেখ একদিন নিশ্চয়
বিশালতার মণিকোঠার তোমার ঠিকানা খুঁজে পাব।
১৩. আমি তোমার আগুনে খাঁটি হই
খাঁটি হতে শিখে গেছি...
যেম্নি সোনা খাঁটি হয় পুড়ে পুড়ে
জেনে রেখো...
তাতে আগুনের মহাত্ব বাড়ে না
বাড়ে স্বর্ণের উজ্জ্বলতার।
১৪. আমাকে পোড়াতে তোমার এতটা ভাল লাগে
জানি পরমাত্বাকে শোধন ক্রিয়া
এ সব শুধুই ....
তোমার নূরের পেলবতা
সহ্য ক্ষমতা ধারণ হজমের জন্য।
১৫. আমি নিজেকে হারিয়ে ফেলেছি নিজের কাছে
আমার হাত, পা, মাথা, জীবন-যাপন
অজানা পথঘাট মান সম্ভ্রম সব কিছু......
আমার যে কিছু নেই
কোথাও কিছু ছিল না
এসকল তোমার পরম সৃজন
তোমার সকল কিছু ।
বিষয়: সাহিত্য
১৪৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন