জাপানী আদলে বাংলা হাইকু (৭৮২ - ৭৯৬)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৩ নভেম্বর, ২০১৫, ০২:৪৩:৪৬ দুপুর
৭৮২. শিশির বিন্দু
সংক্ষিপ্ত সময়
প্রাপ্তির স্বাদ।
৭৮৩. বাজের থাবা
অপেক্ষা দেড়গজ মাটি
বিন্দু শিশির।
৭৮৪. প্রভুর যুদ্ধ
ক্ষুদ্র পাখি- কংকর
আসহাবে ফিল।
৭৮৫. অঝোর ধারা
বালু মিশ্রিত জল
রিমঝিম ছন্দ।
৭৮৬. সাহসী বৃদ্ধ
হাঙ্গর মাছ বড়শি
যুদ্ধের চিহ্ন।
৭৮৭. দৃঢ় বিশ্বাস-
কবর অতিক্রমে
তোমাকে পাবো।
৭৮৮. পত্রের মৃত্যু
পত্রে জাগে অঙ্কুর
সবুজ বিশ্ব।
৭৮৯. . নানা বর্ণের-
রক্তের রং এক
মৃত্যু স্বারক।
৭৯০. যুদ্ধে হুংকার-
প্রেমের জন্যে হও
হুলো বিড়াল।
৭৯১. ডেংগুর স্পর্শ
মৃত্যুর হাতছানি
দীর্ঘ কবর।
৭৯২. পাতারা ঝরবে
মাটির উর্বরতা
জৈবিক ঘাস।
৭৯৩. বেল তলায়-
প্রচুর বায়ু বয়
ন্যাড়া হৃদকম্প।
৭৯৪. যখন ঠান্ডা -
দেহে কাঁপন কান্তি
চা, পানি, তাপ।
৭৯৫. ঠান্ডা কুয়াশা-
কবরে শ্যাওলা দৃশ্য
বিষন্ন বৃদ্ধ।
৭৯৬. দৃষ্টি নন্দন-
পর্বত-জলপ্রপাত
শীতের জ্যোস্না।
বিষয়: সাহিত্য
১২৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন