বিন্দু থেকে সিন্ধু
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৬ অক্টোবর, ২০১৫, ১০:০৪:১৩ রাত
৬. আমার ভেতর তুমি প্রিয়
তোমার মধ্যে না
আমি তুমি...তুমি আমি
আমার মধ্যে হ্যাঁ।
৭. তুমি প্রমাণের নিক্তি শুধু
আমার কঠিন শোক
আমিত্ব প্রমাণে লাগে শুধু
প্রেমের মোহন ভুখ।
৮. এক বিন্দু প্রেম সুধা...এক ফোটা জল
জন্ম-মৃত্যু সবই তোমার প্রিয়
তোকে কেমনে ভুলি বল্?
৯. এক সাগর হৃদয় দিয়ে প্রিয়
এক বিন্দু ভালবাসাই যথেষ্ট।
১০. প্রেম সাগরে সাতার কেঁটে
ডুবেছিল মনসুর... যার বাক্য ‘হকহক আনাল হক’
মৃত্যু প্রহরে সেদিন..
প্রিয় তুমি মহা তুমি শুনতে বন্ধু-কন্ঠ
তোমার ছিল কী শখ?
বিষয়: সাহিত্য
১৪৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
1 + 1 + 1 (খালি পেটে) ১৪ দিন
৮,১০ একটু সমস্যা আছে ....।
জানিনা আপনাকে বোঝাতে পেরেছি কি না!
হৃদয় জুড়ে মাখামাখি,
তোমার প্রেমের চাতক পাখি
জলে ভেজাই দুইটা আখি,
তুমি পাখি দিবা ফাকি
জানি তবু গায়না মাখি,
প্রেমের পাগল পাপের পাপি
হুশ থাকিতে নাওনা মাপি,
প্রেম বিরহ এবার ছাড়ো
মাবুদ মাওলার প্রেমে পরো।
>> কবি জুলফিকার পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন