হুম! আমি হয়তো আর মানুষ নই
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৮ অক্টোবর, ২০১৫, ০৮:৪৬:৫১ রাত
আমি হয়তো আর মানুষ নই
হুম! আমি হয়তো আর মানুষ নই ।
আমার কাছে সত্য আর মিথ্যার ফারাক কই
হুম! আমি হয়তো আর মানুষ নই
জালিমের জুলুম দেখে আমি চুপ রই
হুম! আমি হয়তো আর মানুষ নই
নরকের কীটরা পৃথিবী ঘোরায় ছন্দ লই
হুম! আমি হয়তো আর মানুষ নই
অন্ধকারের সিঁড়ি খুঁজি ফেলে রেখে আলোর মই
হুম! আমি হয়তো আর মানুষ নই
বিবেকের বিচার বিসর্জনে আনন্দিত হই
হুম! আমি হয়তো আর মানুষ নই
আমি হয়তো আর মানুষ নই
বিষয়: বিবিধ
১৭৮৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিথ্যার নাটক জগৎ ময়
প্রশ্নের বাণে জর্জড়িত হই
অবাক হয়ে তাকিয়ে রই
আমি হয়তো আর মানুষ নই!
আমি ও মিছে চেষ্টা করলাম ছন্দ মিলানোর! আপনার টা খুব চমৎকার হয়েছে।
শুকরিয়া সুন্দর ছড়াটির জন্য!
আমারটার চেয়ে আপনারটা বেশী সুন্দর হয়েছে।
মানুষ ঠিকই ভাই, কিন্তু মানবতা নেই।
ধন্যবাদ
আফরাকেও অনেক ধন্যবাদ আপু।
সরি!!!!
কচুরীপানার চেয়েও কম প্রয়োজনীয় কোনোমতে বেচে থাকা মেরুদন্ডহীন প্রানীর বিবরণ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
সুন্দর কমেন্ট করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন