নব্য বড় লোক এবং দারোয়ান ( বন্ধ হয়ে যাওয়া সোনার বাংলা ব্লগের পাতা থেকে)

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৪ অক্টোবর, ২০১৫, ০৮:৩৭:০২ রাত



এততবড় স্পর্দা! তোর ময়লা জামা লাগে মোর গায়,

ভুল হয়ে গেছে, স্যার, দয়া করে ক্ষমা করুন আমায়।

আরে তোর সারা জীবনের দারোয়ানির পয়সায় হবেনা এ জামা,

জানি আঙ্গুল ফুলে তালগাছ হওয়ার আপনিও উপমা।

কি? অপমান!! তুই জানিস আমি কে, আছে মোর কত?

এ কূপমন্ডূক আপনারে লয়ে নহে অপরিজ্ঞাত।

মুখে মুখে তর্ক করিস অতবড় নয় তোর মুখ,

আপনার বাবা কপিলেরও ছিল আমার মত দুঃখ।

ওরে ছোট লোক, তোর মুখে আমার বাবার নাম,

বিধাতার নামও মুখে নিতে নহে বদনাম।

বাবা টোকাই ছিল বলে আমিও কি আছি তা?

অন্যায়, অপথে-কুপথে যশ-কড়ি কামানো, বাতুলতা।

থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, কি তোর সাহস!!

ভুল না করে মাপ চেয়েছি, হয়নি যখন আপস।

দেখেছিস মোর ক্ষমতা? দেখতে চাস আবার??

তব এ হাতখানি পড়েনি মোর গালে পড়েছে তব বাবার।

ফেসবুকে নিমু মাহবুব।

বিষয়: বিবিধ

১৫৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347079
২৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০৮
অবাক মুসাফীর লিখেছেন : দয়া করে সোনার বাংলা ব্লগের ক্‌যাচাল বন্ধ করেন...!
২৫ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৩
288235
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : চলুক না ভাই, ভালো লাগছে তো...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File