রাহাফদের পরিণাম হবে ভয়ন্কর।।।
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৮:২৮ দুপুর
গত কয়েক সপ্তাহ আগে সারা বিশ্ব জুড়ো যে খবরটা সবচে বেশি আলোড়ন তুলে ছিল তা ছিল এক সৌদি টিনএজ মেয়ের পরিবার থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেয়ার খবর। পারিবারিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করার সাথে সাথে সে নাকি ইসলাম ধর্মও ত্যাগ করেছে। যতটুকু জানা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে তার পালানোর কারন (১) সৌদিদের কঠোর শাসন আর (২) নিজের বল্গাহীন ভোগ বিলাসীতার মোহ। কানাডায় সে সকালে কি দিয়ে নাস্তা করে তাও বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়, অদ্ভুত!
সুরা আলে ইমরানের ১৯৬ -১৯৭ নং আয়াতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এভাবে.. .. ..
ﻟَﺎ ﻳَﻐُﺮَّﻧَّﻚَ ﺗَﻘَﻠُّﺐُ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ۟ ﻓِﻰ ﭐﻟْﺒِﻠَٰﺪِ
ﻣَﺘَٰﻊٌ ﻗَﻠِﻴﻞٌ ﺛُﻢَّ ﻣَﺄْﻭَﻯٰﻬُﻢْ ﺟَﻬَﻨَّﻢُۚ ﻭَﺑِﺌْﺲَ ﭐﻟْﻤِﻬَﺎﺩُ
যারা অবিশ্বাসী হয়েছে তাদের নগর সমূহে প্রত্যাগমন যেন তোমাদেরকে প্রতারিত না করে।এটা মাত্র কয়েকদিনের সম্ভোগ; অনন্তর তাদের অবস্থান জাহান্নাম এবং ওটা নিকৃষ্ট স্থান।" একই বিষয়ে সুরা মুমিনুন এ বলা হয়েছে,
ﺍﻟَّﺬِﻳۡﻦَ ﻛَﻔَﺮُﻭۡﺍ ﻓَﻠَﺎ ﻳَﻐۡﺮُﺭۡﻙَ ﺗَﻘَﻠُّﺒُﻬُﻢۡ ﻓِﻰۡ ﺍﻟۡﺒِﻠَﺎﺩِ ﴾
যারা কুফরী করেছে এরপরও দুনিয়ার বিভিন্ন দেশে তাদের চলাফেরা যেন তোমাদেরকে প্রতারিত না করে। সুরা নং ৪০, আয়াত - ৪।
আসলে ভোগবাদ এমন এক ধ্বংসাত্বক ব্যাপার যা মানুষকে পশুতে পরিণত করে নিমিষেই। না হয় যে দেশে আল্লাহর প্রিয় রাসূল সা: এর আগমন, যে দেশে পবিত্র কুরআন মাজিদ নাযিল হলো, যে দেশে কাবা শরিফ অবস্থিত সে দেশের মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবার দু:সাহস পায় কি করে। আবু জাহেল, উতবা শাইবাদের প্রেতাত্মারা সেখানে এখনো সক্রিয়।
সুরা মুহাম্মদের ১২ নং আয়াতে বিষয়টি মহান আল্লাহ তুলে ধরেছেন এভাবে......
ﻭَﺍﻟَّﺬِﻳۡﻦَ ﻛَﻔَﺮُﻭۡﺍ ﻳَﺘَﻤَﺘَّﻌُﻮۡﻥَ ﻭَﻳَﺎۡﻛُﻠُﻮۡﻥَ ﻛَﻤَﺎ ﺗَﺎۡﻛُﻞُ ﺍﻟۡﺎَﻧۡﻌَﺎﻡُ ﻭَﺍﻟﻨَّﺎﺭُ ﻣَﺜۡﻮًﻯ ﻟَّﻬُﻢۡ﴾
"আর যারা কুফরি করে তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু - জানোয়ারের মত উদর পূর্তি করে; তাদের বাসস্থান হবে জাহান্নাম।" সুরা নং ৪৭, আয়াত- ১২।
তসলিমা নাসরিনের মত রাহাফরা এই দুনিয়াকেই সবকিছু ভেবে বসে আছে। তাদের মত যারাই দুনায়ার মোহে পড়ে ইসলাম থেকে বের হয়ে যাবে পরিণামে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনবে।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতারিত হয়ে আবার ফিরে আসাটা বিস্ময়কর নয়।
সেজন্যই দেখা যায় - ইসলাম ধর্মের নিয়ম যেটা সে ফলো করতে ইচ্ছুক নয় সেটার বাইরে / বিপরীতে যদি কোন আইন তৈরি হয় বা সমাজ ব্যবস্থা থাকে সেটার জন্য সে ফ্যাসিনেটেড থাকে এবং সমর্থন করে।
তাই দেখা যায় , যেখানে মেয়েদের সাজগোজ যেখানে শুধু মাত্
মন্তব্য করতে লগইন করুন