কাশ্মীর সমস্যার সমাধান কি?

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০২:০০ সকাল



কাশ্মীরে উগ্রবাদী হামলায় আধা সামরিক বাহিনীর ৪৪ জনের নিহত হওয়ার ঘটনায় আমরাও ব্যথিত, সাথে তাদের জন্য নিন্দা। কিন্তু ভারতীয় বাহিনী যে বছরের পর বছর অন্যায় ভাবে হাজার হাজার স্বাধীনতাকামী কাশ্মীরি যুবককে হত্যা করে আসছে তার কি কোন বিচার ভারত করেছে? এই সেনাদের রক্তের রং যেমন লাল তেমনি কাশ্মীরের লক্ষ লক্ষ শহিদের রক্তের রংও লাল। কাশ্মীরিদের রক্ত চিংড়ি মাছের মত সাদা নয়।

কাশ্মীরিদের অপরাধ কি? নিজ ভূখণ্ডে তারা চরমভাবে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত শোষিত। পাকিস্তান যেভাবে বাংলাদেশকে শোষণ করেছিল তার চেয়ে হাজার গুন শোষণ করছে ভারত কাশ্মীরকে।



ভারত যত চেষ্টাই করুক না কেন সামরিক উপায়ে কাশ্মীরে তারা শান্তি আনতে পারবেনা যতদিন না তারা সমস্যার মূলে যাবে। কাশ্মীর সমস্যার সমাধান হলো ভারতের কাশ্মীর ছেড়ে চলে যাওয়া। কাশ্মীরকে স্বাধিকার ফিরিয়ে দেয়া। নচেৎ উভয়ের রক্ত ঝরতেই থাকবে কিন্তু কেউ জিতবে না।



বিষয়: বিবিধ

৭৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386481
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:২৪
আনসারী লিখেছেন : সমাধান একটাই স্বাধীনতা
২৪ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:০১
318310
নিমু মাহবুব লিখেছেন : মন্তব্যের জন্য মুবারাকবাদ। Hope to see you at another post.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File