প্রিয় টুডে ব্লগের মডু মামু ও বিবাহিত ব্লগার
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৪:৫৭ রাত
টুডে ব্লগ প্রিয় একটি ব্লগ আমার সোনার বাংলা ব্লগটি বন্ধ হওয়ার পর থেকেই টুডে ব্লগই আমাদের ঠিকানা হয়ে আছে অনেকদিন ধরে,
শুরুতেই এই ব্লগের যাত্রা ভালই ছিল কিন্তু হঠাত্ করে কিছু ঝড় তুফান এসে থমকে দিলো এই ব্লগকে,
এক সময় যে ব্লগার গুলি রিতিমত এক্টিভ থাকতো আজ ওরা বিলুপ্ত হয়ে গিয়েছে এই ব্লগ থেকে। কে জানে ওদের মধ্যে কয়জন বেঁচে আছে কয়জন মারা গিয়েছে,
যাইহোক বর্তমানে প্রিয় মডু মামু কিছু কথা আপনাদের না বলে পারচ্ছি না, ব্লগের যে হাল এমন অবস্থায় যদি চলতে থাকে তাহলে খুব দ্রুত ডায়নাসরের মতো বিলুপ্ত ব্লগ হয়ে যাবে টুডে ব্লগ।
প্লিজ মডু মামু নতুন ব্লগারদের প্রথম পাতায় লেখার সুযোগ করে দিন, এতে ব্লগের জন্য ভাল হবে কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে টুডে ব্লগ আমি মনে করি।
আর মাঝে মধ্যে এডমিন প্যানেল থেকে কিছু একটা লেখা আশা করছি আমি। এডমিন প্যানেল থেকে লেখা পেলে অনেকেই আনন্দিত হয়।
আর বিবাহিত ভাইয়েরা বউ পেয়ে ব্লগ ভুলে গেলেন, যখন আপনাদের বউ ছিল না তখন টুডে ব্লগ ছিল। আজ আপনাদের বউ হয়েছে অতচ আজ টুডে ব্লগ নেই। আপনারা বউ পেয়ে ব্লগ ভুলে গেলেন। অভিশাপ লাগবে এই অবিবাহিত আমার......বলে দিলাম কিন্ত পীর মুর্শিদ কারো গায়ে লেখা থাকে না অভিশাপ লাগলে লেগেও যেতে পারে বলা যায় না
বিষয়: বিবিধ
৬৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ অবিবাহিত বলে ব্রাউজারও সমস্যা করে।
ধন্যবাদ আপনাকে অনেকদিন পর দেখলাম আপনাকে ব্লগে ভাল লাগলো
মন্তব্য করতে লগইন করুন