হে রিযিকদাতা
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৬ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:৪৬ সন্ধ্যা
আমি বিহ্বল করুণার বেড়াজালে নিয়ন্ত্রিত
রিক্ততাকে সিক্তবরণ তোমার প্রেম
ভালবাসা না থাকলে কখনো সুন্দরকে অংকণ করাও যায় না
তোমার সৃজন এই জগত সংসার
তুমি ফুলে-ফলে আহার-বিহারে ভরিয়ে রেখেছো
জম্মের পূর্বেই তার অন্নের তালিকা রেখেছো পবিত্র করে
অবয়ব দানে তোমার কারিশমা মিরাকল।
জন্ম থেকে ঘড়িঘন্টা অবদি জীবন
পরিচালনার তেল বা রিজিক দানে নেই তো সুক্ষতম গড়মিল
পৃথিবীর উপরি ভাগের অথবা জলের-ভূগর্ভের
কোথায়ও কোন ঘাটতি রাখনি যে
আমি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি
কী করে ক্ষুত-পিপাসা মেটাও যার যা প্র্রয়োজন
পূর্ণতায় ভরিয়ে দাও সবখানে।
বিষয়: সাহিত্য
১২০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্ধেকটা মুছে দিলে কেমন হয়
কবি-সাহিত্যিকরা হলেন ভাষার শিক্ষক,
তাঁদের লেখা থেকে অন্যেরা বানান শিখেন
বানানভুল দেখলে খুব কষ্ট লাগে!!
মন্তব্য করতে লগইন করুন