বিয়ে করলে কি মানুষের বুদ্ধি শুদ্ধি কমে যায়..
লিখেছেন লিখেছেন বিবেকবান ২৩ অক্টোবর, ২০১৫, ০৯:০৭:৩২ রাত
বিয়ে করলে কি মানুষের বুদ্ধি শুদ্ধি কমে যায়..
................কিছু উদাহরণঃ
১।বউয়ের ছবি দিয়ে লিখে দিচ্ছে এই আমার বউ......
২।ছবিগুলো সবই নায়ক-নায়িকার স্টাইলে......
৩।নিজের বেড রুমের ছবি......
৪। বউয়ের ঘাড়ে চড়া,গলায় হাত দিয়ে এছাড়া নানা প্রকার সেনসেটিভ ছবি...
৫।নানা প্রকার রোমান্সের ছবি......
এরা কি দুধের সাধ ঘোলে মেটানোর মত বউকে প্রেমিক বানায়ে সমাজের সামনে তুলে ধরছে ......
ভাইয়া কমেন্ট করার সময় সবাই নানা রসাত্বক ভাষা ব্যবহার করছে ... যেমনঃ ভাটাভাটি, খুব সুন্দর ইত্যাদি ইত্যাদি কিন্তু গোপনে ঠিকই আপনাকে মগা মনে করছে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করছে .....
আর এই সকল ছবি দেখলে অবিবাহিতদের ও কিঞ্চিত ক্ষতি হয় আর কি তারা হইতো আফসোস করবে ইস যদি এমন একখান বউ পাইতাম...।।কি দরকার অন্যকে বিধা কষ্ট দিয়ে......
আপনার স্ত্রী আপনার প্রাইভেট সম্পদ একে পাবলিক বানাবেন না... আর বানানো বা না বানানো আপনার ইচ্ছা............
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সরল কথাগুলো কেনোযে ভাইদের মাথায় ঢুকে না বুঝি নাহ!
সবাই তো আর বিবেকবান নয়! বেকুবীতে অবগাহন করা অনেক ব্যক্তিই এই কাজটি করে!
আপনার কথার সাথে একমত আমিও!
নিজেদের বেকুবী এভাবেই কেন প্রকাশ করতে হবে!!!
বউও চায় তার ছ্যাবলা স্বামী এটা করুক । তাহলে তারও একটা সুযোগ এলো জেনে নেবার যে তার মার্কেট প্রাইস কেমন হত বা এখন কেমন হতে পারে ।
মন্তব্য করতে লগইন করুন