সাজসজ্জা যদি উম্মুল মুমিনীনদের মত হয়, তবে সেই সাজসজ্জায় দোষ কোথায়? এসো সাজি আল্লাহর রঙে।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৩ অক্টোবর, ২০১৫, ০৭:৫৮:০১ সন্ধ্যা



"শিরোনাম কি দিব?" বুঝতেই পারছিলাম না। মাথায় একবার এটা আসে, তো আবার অন্যটা। আজ সত্যলিখন আপুর অসাধারণ একটা লেখা পড়লাম। শিরোনাম, "ইসলাম নারীদের সাজসজ্জার অন্তরায় নয়।" এটা আপুর লেখার লিংক Click this linkআপুর লেখায় ছোট একটা কমেন্ট করতে গিয়ে একটা ব্লগই লিখে ফেলেছি। Happy আপু বললেন, এটা আরেকটু এডিট করে একটা ব্লগ লিখে ফেল। প্রিয় ভাইয়া আর আপুরা দোয়া করুন যেন কিছু একটা লিখতে পারি। :(

কয়েকদিন আগে আমার এক বোনের সাথে কথা হচ্ছিল সাজসজ্জা নিয়ে। সে লিপস্টিক মেখে-সাজুগুজু করে অনলাইনে একটা ছবি আপলোড করেছে। (নাহ! অন্য কিছু কল্পনা করবেননা। আমাদের ব্লগার মুফতি ফখরুল সাহেবের দৃষ্টিতে সব ঠিক, কারণ বোনের মাথায় একটা হিজাব বসানো ছিল Happy )আমি তো আবার মৌলবাদি তাই সব কিছুর মাঝেই মৌলবাদের ভাইরাস ঢুকিয়ে দেই। তাই চিন্তা করলাম বোনের মাথাতেও মৌলবাদের ভাইরাস ঢুকাই। দেন অপারেশন শুরু। (বি কেয়ারফুল ভাইয়া-আপুরা, Otherwise আপনাদের মাথাতেও কিন্তু মৌলবাদ ঢুকিয়ে দিব বলে দিলাম Happy )

বোনকে বললাম, এটা কি দিয়েছ??

বোন: মানে কি! চোখ নেই তোমার? আমার ফটো, সুন্দর না??

আমি: নাহ! তোমাকে তো ফিমেল এলিয়েন মনে হচ্ছে।

বোন: এলিয়েন!! ছি! ই! ই!

আমি: আচ্ছা তোমাকে একটু সাজসজ্জার ব্যাপারে টিপস দেই আরো সুন্দর লাগবে তোমাকে।

বোন: ইয়া টিপস! বল বল।

আমি: তোমাকে সাজতে হবে উম্মুল মুমিনীনদের মত, তাহলে দেখবে অনেক সুন্দর হয়ে যাবে তুমি।

বোন: উম্মুল মুমিনীন! মানে রাসূল ﷺ এর স্ত্রীগণের কথা বলছ? উনারা সা"আ"আ"জ তো??

আমি: কেন উনারা কি দেখতে খারাপ ছিল নাকি? সাজবেনা কেন?

বোন: হ্যা! তাওতো ঠিক।

আমি: আচ্ছা উম্মুল মুমিনীনদের সাজসজ্জার ব্যাপারে কথা বলার আগে তোমাকে একটা প্রশ্ন করব। তোমার বার্ষিক কসমেটিসক এর পেছনে কত টাকা খরচ হয়?

বোন: হুম! তাতো হিসাব করিনি।

আমি: তুমি কি জান শুধুমাত্র আমেরিকাতেই ২০১৬ সালে কসমেটিকস পণ্যের উপরই বার্ষিক মুনাফা ৬২.৪৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে?

বোন: হায় আল্লাহ! বল কি? এতো টাকা?

আমি: হ্যা! এবার সারা বিশ্বের কথা চিন্তা কর। বিশ্বব্যাপী কসমেটিসক পণ্যের একচেটিয়া আধিপত্য মূলত ইহুদি কোম্পানিগুলোর হাতে। এই বিপুল পরিমাণ টাকার অনেক বড় একটা অংশই কিন্তু চলে যাবে ইজরাইলের হাতে। যা দিয়ে ইজরাইল সরকার নতুন নতুন অত্যাধুনিক অস্ত্রের যোগান বৃদ্ধি করবে আর ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন, গ্রেফতার, তাদের ঘরবাড়ি ধ্বংশ এবং নতুন ইহুদি বসতি স্হাপনের কাজে লাগাবে। আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়ার লাখ লাখ মানুষ যুদ্ধ-দারিদ্রতা, অর্থাভাব ও খাদ্যাভাবের মাঝে দিন কাটাচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্হান, শিক্ষা, চিকিৎসা সহ প্রতিটি মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। অথচ আমরা কত বিপুল পরিমাণ টাকা নিজেদের মুখ-ঠোট ঘষামাজার জন্য ব্যয় করছি। সুরা ইসরায় দেখ কি বলা হচ্ছে,

আর আত্বীয়-স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকীন (যাদের কিছুই নেই) ও মুসাফিরদেরকেও, আর অপব্যয়ে অপচয় করোনা।

অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি নাখোশ। (সুরা ইসরা/বনী ইজরাইল: ২৬-২৭)


পরবর্তী ২৮ থেকে ৩৯ আয়াত পর্যন্ত যা যা করতে মানা করা হয়েছে আমরা তার সবই করছি অথবা পরোক্ষভাবে সাহায্য করছি। তোমার কি মনে হয় আল্লাহ আমদের ছেড়ে দিবেন?? যেখানে আল্লাহ বলছেন: কান, চোখ আর অন্তর- এগুলোর সকল বিষয়ে অবশ্যই জিঙ্গাসাবাদ করা হবে। (সূরা ইসরা: ৩৬)

বোন: হ্যা! আসলেই ভয়ের ব্যাপার।

আমি: আচ্ছা এবার টপিক ঘুরাই। তুমি দেখবে মেয়েরা কখনো নিজের সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট হতে পারেনা। আপন দুই বোনের মাঝেও দেখবে বিয়ের আগে এবং বিয়ের পরেও সৌন্দর্য নিয়ে প্রতিযোগীতা বা ঈর্ষার সম্পর্ক থাকে। তোমার বান্ধবীকে যদি একটু বেশি সুন্দর লাগে, বা তোমার সামনেই অন্য কেউ বলে বসে, তাকে সুন্দর লাগছে, তুমি একটু ঈর্ষা অনুভব করবেই। যৌথ ফ্যামিলির এক বাড়িতে দুই ভাইয়ের দুই বউ। সৌন্দর্যের ব্যাপারে এই দুই বউ সবসময় একজন অন্যজনকে ঈর্ষা করবে। শ্বশূর-শাশুড়ির কাছে বেশি সুন্দরী বউ বেশি প্রাধান্য পাবে। আবার বাড়িতে ননদ থাকলে সেউ ভাবীদের সাথে সুন্দরী প্রতিযোগীতায় লিপ্ত হবে। এসব আমাদের দেশের চিরাচরিত প্রথা।

বোন: হুম!

আমি: কিন্তু রাসূল ﷺ এর ঘরের দিকে তাকাও। একই বাড়িতে একই ছাদের নীচে ১১ জন নারী। তুমি কি এমন কোন হাদিস পেয়েছ যেটা বলছে, এই ১১ জন নারী সৌন্দর্য নিয়ে একে অপরের সাথে প্রতিযোগীতায় লিপ্ত হতেন? আয়েশা (রাঃ) যয়নাব (রাঃ) থেকে বেশি সুন্দরী তাই যয়নাব (রাঃ) তাকে ঈর্ষা করতেন, বা আয়েশা (রাঃ) নিজের সৌন্দর্যের বড়াই করতেন? যাকে বেশি সুন্দরী মনে হবে তাকে রাসূল ﷺ বেশি প্রাধান্য দিবেন, এই আশায় তার ১১ জন স্ত্রী সারাদিন হাত-মুখ-ঠোট ঘষাঘষি বা রূপচর্চায় ব্যস্ত থাকতেন? অথবা ১১ জন নারীর এমন রূপচর্চা দেখে রাসূল ﷺ এর মেয়ে ফাতিমা (রাঃ) ঈর্ষা অনুভব করতেন তাই তাদের সাথে সৌন্দর্য প্রতিযোগীতায় তিনিও লিপ্ত হতেন?

বোন: নাহ! এমন তো ছিলনা।

আমি: হ্যা! তারা প্রতিযোগীতা করতেন আল্লাহর ইবাদাতের ক্ষেত্রে, রাসূল ﷺ এর উম্মাত হিসেবে তার আদেশ-নিষেধ মেনে চলার ক্ষেত্রে, দান-দাক্ষিণ্যে কে কার চেয়ে বেশি অগ্রগামী হতে পারেন_ এই ব্যাপারে। কুরআন-হাদিসের জ্ঞান প্রচারে-প্রসারে। এসবই ছিল তাদের মধ্যকার প্রতিযোগীতার বিষয়। দীনের ক্ষেত্রে উৎকর্ষে, তাকওয়ায়, সত্যবাদিতায়,আত্বীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে, আমানতদারী ও দান-খয়রাতের ক্ষেত্রেই ছিল তাদের মধ্যকার অধিকাংশ প্রতিযোগীতা।

আয়েশা (রাঃ) বলেন, রাসূল ﷺ বলতেন, পরকালে তোমাদের মাঝে তাই সাথেই আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে, যার হাত অধিক লম্বা। তাই আমরা উম্মুল মুমিনীনরা নিজেদের হাত মিলিয়ে দেখতাম এটা জানার জন্য "কার হাত অধিক লম্বা?" অবশেষে আমরা নবী ﷺ এর কথার আসল অর্থ বুঝলাম, আসলে আমাদের মাঝে যয়নাব (রাঃ) এর অধিক লম্বা। কারণ তিনি নিজ হাতে নিজের সকল কাজ করতেন এবং প্রচুর পরিমাণ দান-খয়রাত করতেন।(বুখারী-মুসলিম) যখন উমার (রাঃ) রাসূল ﷺ এর বিধবা স্ত্রীদের জন্য ভাতা নির্ধারণ করলেন এবং সেই হিসাবে ১২০০০ দিরহাম যয়নাব (রাঃ) এর নিকট পাঠালেন যয়নাব (রাঃ) তার সমস্ত কিছুই গরীবদের মাঝে দান করে দিলেন।

ফুফু আয়েশা (রাঃ) এর আর্থিক কষ্টের খবর জেনে ভাতিজা আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ) ১ লক্ষ দিরহাম উপহার হিসেবে নিয়ে আসেন। সেদিনটি আয়েশা (রাঃ) রোজা ছিলেন। সারাদিন ভরে তিনি ১ লাখ দিরহাম গরীবদের মাঝে বিলিয়ে দিলেন সন্ধায় ইফতারীর সময় দেখা গেল তার ঘরে কোন খাবার নেই।

বোন: সুবহানআল্লাহ! ঘুম! এরা কি আসলেই মানুষ!!

আমি: হ্যা! এরা মানুষ ছিল, এরাই ছিল মুসলিম। আমরাও মুসলিম কিন্তু আজ আমাদের আদর্শ কারা? লেডি গাগা, টেইলর সুইফট, শাকিরা। আফসোস! তাইনা?

বোন: হ্যা!

আমি: আল্লাহ কুরআনে বলেছেন, তিনি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং দান করেছেন পোশাক-পরিচ্ছদ, দিয়েছেন ভাষার জ্ঞান, শিখিয়েছেন জ্ঞান-বিজ্ঞান।

হ্যা! পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ বলেছেন: তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেওনা।

সাহাবীগণ সবচেয়ে পরিচ্ছন্ন, ভাল কাপড়টাই ব্যবহার করতেন নামাজ পড়ার জন্য। আমি সবসময় ওযু, গোসল, নামাজ, রোজার মাঝে থাকি। আমার পোশাক-পরিচ্ছদ হোক পরিচ্ছন্ন-মার্জিত, চরিত্র হোক সুন্দর। এটাই হয়ত প্রকৃত সৌন্দর্য। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ( আয়াত: ২৯) অর্থাৎ, ইসলাম প্রাকৃতিক জিনিস দিয়ে স্বাভাবিক রূপচর্চা ও সাজসজ্জায় নিষেধ করেনি তবে কৃত্রিম রূপচর্চায় নিষেধাজ্ঞা জারি করেছে।

ব্রুফ্লাক বা ভ্রুর পশম উঠিয়ে তা চিকন করা, পরচুলা লাগানো, ট্যাটু করা বা শরীরে উল্কি করা, দাঁত কেটে সরু করা এসবই হল কৃত্রিম রূপচর্চা, যা আজ আমাদের নারীদের মাঝে বিউটি পার্লার নামক কালচারের মাধ্যমে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। যে সকল নারী এসব রূপচর্চায় জড়িত ও যারা এতে সাহায্যকারী, সকলকে রাসূল ﷺ আল্লাহর দৃষ্টিতে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন। যখন থেকে বনূ ইজরাইলের নারীরা এসবে জড়িয়ে পরে তখনই তাদের ধ্বংশের দ্বার উন্মুক্ত হয়।

বোন: হুম! আচ্ছা ঘুম! লিপস্টিক কি হারাম?

আমি: লিপস্টিকের ব্যাপারে অনেক বিতর্ক আছে। অধিকাংশ আলেমই হারাম বলেছেন, তবে কেউ কেউ শর্তসাপেক্ষে হালাল বলেছেন। এসব শর্ত পুরণ করেও আবার লিপিস্টিক বানানো কঠিন।

# গবেষণায় দেখা গেছে লিপিস্টিক ঠোটের ত্বকের সুরক্ষাস্তর রিমুভ করে ফলাফলস্বরূপ ঠোটের ত্বক শুকিয়ে যায়, ফাটল ধরায়, ঠোট ফুলে যায়। তাই এটা শরীরের জন্য ক্ষতিকর জিনিস। আর শরীরের জন্য সমস্ত ক্ষতিকারণ জিনিসই আল্লাহ পবিত্র কোরানে হারাম করেছেন।

# লিপিস্টিক তৈরীর অন্যতম উপাদান শুকরের চর্বি, যা হারাম। যদি কেউ দাবি করে তারা শুকরের চর্বি ব্যবহার করেনা, তবে সেটিও সন্দেহজনক কারণ আমরা দেখছিনা আর সন্দেহজনক জিনিস মুমিনরা এড়িয়ে চলে।

# সবচেয়ে কথা এটা সুন্নাহ সম্মত না, ইহুদি-খৃষ্টানদের কালচার। রাসূল (সাঃ) বলেছেন, তোমরা বিধর্মীদের কৃষ্টি-কালচার অনুসরণ করোনা, প্রতিটা ব্যাপারে তাদের বিরোধীতা কর। কিয়ামতের অন্যতম আলামত হল আমরা তাদের কৃষ্টি-কালচারের প্রত্যেকটি জিনিস অন্ধভাবে গ্রহণ করব, এমনকি তারা গুঁইসাপের গর্তে প্রবেশ করলে আমরাও তার অনুসরণ করব, কাজেই এটাও হারাম নিঃসন্দেহে।

বোন: হ্যা! ঠিকই বলেছ এসব আসলে আমরা শো অফের জন্যই করছি। নিজেকে ফেৎনা হিসেবে উপস্হাপন করছি।

আমি: দেখ, সবচেয়ে সুন্দর হচ্ছেন আল্লাহ! আর তিনি নিজেই কিন্তু ৭০ টি পর্দা দ্বারা নিজের সৌন্দর্য আড়াল করে রাখেন। তাই যদি সাজি উম্মুল মুমিনীনদের মত, যদি সাজাই নিজেকে আল্লাহর রঙে, তাতে ক্ষতি কি????

চলুক তবে এই সাজ যতদিননা মৃত্যু আলাদা করে। Happy

জাঝাক আল্লাহ

আসসালামু আলাইকুম।

বিষয়: বিবিধ

৪২২৩ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346947
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৩
288179
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। জাঝাক আল্লাহ ভাইয়া প্রথম মন্তব্যের জন্য। Good Luck Good Luck
346960
২৩ অক্টোবর ২০১৫ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। যে অর্থ এইসব তথাকথিত সেীন্দর্যের জন্য ব্যয় হয় সে অর্থে অনেক উন্নয়ন সম্ভব।
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৫
288180
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যা! একদম সত্যি কথাটাই বলেছেন। বিনোদন আর রূপচর্চার পেছনে আমরা যে টাকা উড়াই তা দিয়ে হয়ত কয়েকটা পদ্মা সেতু বানানো যেত।Good Luck Good Luck
346965
২৩ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৯
অপি বাইদান লিখেছেন : মেয়েরা কি ধরনের সাজসজ্জা নিবে সেটাকি দাড়িওলা মুমিন ছাগুদের জিজ্ঞাসা করে করতে হবে নাকি? সত্তসব আজাইরা প্যাচাল।
২৩ অক্টোবর ২০১৫ রাত ১১:২১
288136
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ঐ জাহান্নামের কীট তুই যখন স্মার্ট তখন মুমিন মার্কা লেখায় ঢুকস কেন? তরে কেউ দাওয়াত দিছে? তুই কেমনে জানলি আমি মেয়ে না ছেলে?? কেমনেই বা দেখলি আমার দাড়ি?? বলদ, মদন তোরে মানা করি আমার লেখায় কমেন্ট করবিনা তর গায়ে লাগেনা? আমি কারো লেখায় কমেণ্ট করলেও তুই নীচে যাইয়া আমার কমেণ্টে কমেন্ট করস। তোর লজ্জা নাই? আমার পিছে কুত্তার মত লাইগা থাকস কেন তুই? কয় টাকা পাস?? এরপর থেকে ব্লক খাবি কইলাম। তোর জেন্ডারের ঠিক আছে? তুই একবার ফুয়াদ পাশা তো পরেরদিনই পরীবাণু। তুই কি হিজড়া? এত জেন্ডার সংকটে ভুগস??
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৬
288668
জ্ঞানের কথা লিখেছেন : এ সত্যি একজন শেরারুন নাস।
346966
২৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৫
শিকারিমন লিখেছেন : নারীদের রূপের ব্যাপারে ভালই লিখলেন। অপি ভাইদান তো খেপলো আপনার উপর। এই বার পুরুষদের রূপ নিয়ে কিছু একটা লিখেন ,দেখি কাজে লাগে কিনা।
ধন্যবাদ। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০১
288181
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অপি আমার পেছনে ৩-৪ বছর ধরেই লেগে আছে। ও অনেকবার আমার সাথে তর্কে হেরেছে হাদিস নিয়ে মিথ্যাচার করতে গিয়ে আমার কাছে ধরা খেয়েছে। আলহামদুলিল্লাহ, তাই হয়ত আমার উপর অন্যসাবার থেকে রাগটা ওর বেশী। কাল ওকে ব্লকড করেছি আমার পোস্টে কমেন্ট করতে পারছেনা কিন্তু দেখেন আমি যার যার লেখায় কমেন্ট করেছি, ও কিন্তু এখনো খুজেঁ খুজেঁ সেখানে গিয়েও আমার কমেন্টের নীচে পাল্টা কমেন্ট করছে। পুরুষদের নিয়েও তো লিখেছি। এই ব্লগে সবাই সেটা খুব স্বাভাবিক ভাবেই নিয়েছে কিন্তু অন্য ব্লগে উল্টা অনেক পুরুষ আমার উপর চটেছে। এটা লিংক লেখাটার। http://www.bdfirst.net/blog/blogdetail/detail/3557/warrior2013/68839
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১৪
288185
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : http://www.bdfirst.net/blog/blogdetail/detail/3557/warrior2013/68839#.VitH2ezzyF4
346969
২৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ!
এত চমৎকার একটা পোস্ট পড়লাম যে কাজ হাতে থাকা সত্ত্বেও অনলাইন না হয়ে পারলাম না! অ Roseসা Roseধা Roseর ণ Rose! মাশা আল্লাহ! Thumbs Up

কথোপথণটি অনেক গঠনমূলক হয়েছে। Angel

আমাদের মহিলা সমাজ এতোই বোকা(? )আক্কেল-বুদ্ধিহীনা রুপ প্রদর্শণের প্রতিযোগিতায় তারা যে সময়, শ্রম এবং অর্থ ব্যয় -নষ্ট করছে তার খানিকটাও যদি সঠিক দ্বীন শিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করতো তবে তাঁরাই সঠিক অর্থে আদর্শ মুসলিমাহ হতে পারতো!
পাশ্চাত্য সভ্যতা ও অনুসরণ এর মূল কারণ! টিভি-বিজ্ঞাপন-সিনেমা তো আছেই!
আল্লাহ আমাদের হিফাজত করুণ!

পরিশেষে একটি আয়ত দিয়ে সমাপ্তি টানছি-

"আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে? আমরা তাঁরই এবাদত করি।"

---- সুরা বাকারাঃ ১৩৮

Praying Good Luck Star
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৬
288182
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপু। তোমার কমেন্ট পাওয়া আমার জন্য সবসময় স্পেশাল কিছু। মানুষের কাছে আমি ভাল, কিন্তু আল্লাহর কাছে মন্দ, এমন মানুষ হয়ে বাঁচতে চাইনা। দোয়া করবে যেন মানুষের কাছেও যেমন আমি, আল্লাহর কাছেও যেন তেমন হতে পারি তাহলেই হয়ত জীবনটাকে অর্থবহ মনে হবে। জাঝাক আল্লাহ আমার প্রিয় বড় বোন মুকিম আপি। Good Luck Good Luck
346982
২৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৩০
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত সুন্দর হেদায়েত ও সতর্কতায় পরি পূর্ণ৷ আল্লাহ আপনাকে এর উচিৎ বদলা দিন৷
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৮
288183
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চাচাজান, আসসালামু আলাইকুম। হেদায়েতের কথা বলতে গিয়ে মানুষকে যদি উল্টা বোঝাতে যাই তুমি আসলে পাপ করছ, খারাপ কাজ করছ, তখন ফলাফল ঘটবে উল্টা। মানুষ হেদায়েতের বদলে উল্টা গোমরাহীর ছায়াতলে আশ্রয় নিবে। তাই সতর্ক হয়েই কথা বলতে হবে। চাচাজান, আপনার মন্তব্য পাওয়া সৌভাগ্যের ব্যাপার। জাঝাক আল্লাহ। Good Luck Good Luck
346983
২৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৮
সত্যলিখন লিখেছেন :
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১১
288184
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আমার লেখায় সম্ভবত আপনি আজ প্রথম কমেন্ট করলেন। ভাল লাগছে অনেক। কিন্তু লেখাটার মূল প্রেরণাতো আপনারই। আল্লাহ আমাদের নারীদের হেদায়াত করুন, সঠিক বুঝ দান করুন এবং অবশ্যই জীবনে মুমিন জীবনসঙ্গী দিয়ে দীনের অর্ধস্হান পূরণ করুন। জাঝাক আল্লাহ। Good Luck Good Luck
২৬ অক্টোবর ২০১৫ রাত ১২:০৮
288318
সত্যলিখন লিখেছেন :

346988
২৪ অক্টোবর ২০১৫ রাত ০২:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : মানুষ নিজের আবরু রক্ষা করে চলবে, এটাই ধর্মীয় বিধান। মহিলা এবং পুরুষের পোশাকের ক্ষেত্রে শালীন ও মার্জিত পোশাকই তাকওয়ার পোশাক। ধর্মীয় বিধান পালনের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা যে যতটা যত্নশীল হবে পোশাকের ব্যাপারেও সে ততটা শালীন এবং মার্জিত হবে। ধন্যবাদ রইল Rose Good Luck
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১৫
288186
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আপু কত্তদিন পর!! ভুলেই গিয়েছিলেন তাইনা?? হ্যা! সমস্যা এখানেই পুরুষরা বিশ্বাস করে বসে আছে পর্দা, মার্জিত পোশাক এসব নারীর জন্য ফরজ তাই তারা নিজেদের দিকে নজর দেননা। এটা একটা ভন্ডামি ছেলেদের। কিছুদিন আগে একটা লেখা দিয়েছিলাম। বেশ গালমন্দ হজম করেছি অন্য ব্লগে। http://www.bdfirst.net/blog/blogdetail/detail/3557/warrior2013/68839#.VitH2ezzyF4
আবার তো হারিয়ে যাবেন। জাঝাক আল্লাহ আপি। Good Luck Good Luck
347023
২৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, যথার্থ বলেছেন, সহমত

দোয়া করি, জাযাকুমুল্লাহ..
২৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১৭
288187
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দোয়া করবেন ভাইয়া আমার চরিত্রটা যেন মানুষের চোখে একরকম আর আল্লাহর দৃষ্টিতে আরেকরকম না হয়। জাঝাক আল্লাহ। Good Luck Good Luck
২৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৫
288193
আবু সাইফ লিখেছেন : ছোটবেলায় শিক্ষক একটি দো্য়া শিখিয়েছেন-
আল্লাহুম্মাজআলনী ফী আইনান না-সি কাবীরাওঁ ওয়া ফী আইনী সগীরা
[হে আল্লাহ, মানুষের চোখে আমাকে বড় দেখাও এবং আমার নিজের চোখে ছোট-ই রাখো]

এটি রসূলুল্লাহ সঃﷺ এর কোন হাদীসের/ দোয়ার অংশ কিনা মনে করতে পারছিনা
১০
347334
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৩
জ্ঞানের কথা লিখেছেন : আপনাকে যে পাবে সে নিশ্চই একজন আল্লাহর পক্ষথেকে রহমত লাভ করবে। আল্লাহ আপনাকে সালাফদের পথকে অনুস্বরণ করার বোঝার তাওফিক দিন।
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৪
288585
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। আমীন ইয়া রব। ভাইয়া এর মাঝে আবার পাওয়া না পাওয়া টানলেন কেন? একাই তো ভাল আছি। শান্তিটা আপাতত নষ্ট করার ইচ্ছে নেই। ভাল থাকার জন্য আল্লাহর সাথে সম্পর্কটা কত গভীর এটাই মূল। জাঝাক আল্লাহ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৪
288666
জ্ঞানের কথা লিখেছেন : অর্ধেক দ্বীন পূর্ণকারী- উম্মতের অন্তভূক্ত কারী-বংশধর উৎপাদন কারী-মায়ার বাধন তৈরি কারী-খালিদ বিন ওয়ালিদের মত বংশ বিস্তার কারী-কাজ কে কি বাদ দিতে পারবেন? আর এগুলো বাদ দিলে কি সালাফদের পথে চলা হবে?
ইসলাম সহজ তাই সহজটি গ্রহন করুন।
যে পাবে তার জন্য আল্লাহর রহমত-বরকত হিসেবে আপনি হয়ে উঠুন এই একটু দুআ করলাম।
১১
347348
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৬
হতভাগা লিখেছেন : এসব কথা মহিলাদের এক কান দিয়ে ঢুকবে আরেক কান দিয়ে বের হবে ।

পারেসোনার স্পা কাহিনীও মহিলাদের পারলারে যাওয়া ঠেকাতে পারে নি ।

বিয়ের আগে সব মহিলারাই এরকম গুডি গুডি ইমেজ আনে । বিয়ের পর সব খুল্লাম খুল্লা । বিয়ের জন্য সাজতেই ঘন্টা চারেক সময় নেয় ১৫-২০ হাজার টাকা খরচ করে।

২৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩০
288543
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Worried Worried ভাইয়া আপনি কি নারী বিদ্বেশি নাকি? হ্যা! কিন্তু এসবের জন্য তো পুরুষেরাও দায়ী। পুরুষ অভিভাবকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নারীদের এসবে উৎসাহ দেন বা বাঁধা দেননা। কিন্তু জেন্ডারের দোষারোপ বাদ দিয়ে নারী-পুরুষ নির্বিশেষে যদি সবাই একজন অন্যজনকে দায়িত্বের ব্যাপারে সচেতন করেন, তাহলেই কিন্তু এসব সমস্যা কমে আসে। আপনার কথা সবসময়ই অন্যরকম হয়। জাঝাক আল্লাহ ভাইয়া Good Luck Good Luck
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৮
288587
হতভাগা লিখেছেন : একের বোঝা অন্যে বইবে না - এটা মনে হয় জানেন ।

আমাদের সমস্যা হল মেয়েদের কোন বিপথে যাওয়া নিয়ে পুরুষদের দোষারোপ না করলে স্ট্যাটাস বজায় থাকে না । উল্টো দিকে ছেলেদের সাফল্যে মেয়েদের অবদান আছে বলে প্রচার করা হয় ।
ফ্যাশন জাতীয় জিনিসের প্রতি নারীদের আকর্ষন অন্য সব কিছুর চেয়ে বেশী এবং স্বামীর কাছ থেকে তারা যে পরিমান খসায় তার ৮০% এই রিলেটেড । এটার জন্য নারীরা কি করতে পারে তা আমরা আশে পাশে তাকালেই দেখি বা বুঝতে পারি ,জানতে পারি ।

আমি যে নারী বিদ্বেষী (একটা বিশেষ স্টেজের) এটা মনে হয় আপনিই সবার শেষে জানলেন ।
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২১
288672
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "একের বোঝা অন্যে বইবে না" এটাই তো আমিও বলছি_ কিছু মেয়ের জন্য সবাইকে দুষছেন কেন? সব মানুষই তো আলাদা। সবাই আলাদা ডিএনএ বহণ করে। প্রত্যেকেই নিজের কাজের জন্য সে নিজেই দায়ী। সব পুরুষের শারিরিক কাঠামো এক বলেই যে, সবাই এক হবে এটাও যেমন সম্পূর্ণ ভুল, তেমনি সব নারীও একরকম না ভাইয়া। যাইহোক আল্লাহ আমাদের ভুল বুঝাবুঝি, হিংসা-বিদ্বেষ পরিহার করে এক উম্মাহ এর অংশ হবার তৌফিক দান করুক। জাঝাক আল্লাহ ভাইয়া।Good Luck Good Luck
১২
347417
২৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩১
288544
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার মূল্যবান উপস্হিতি ও উৎসাহমূলক মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ। Good Luck Good Luck
১৩
347503
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৪:২০
সাদাচোখে লিখেছেন : আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মন ভরে যাবার মত একটা লিখা হয়েছে। আমার খুব ইচ্ছা করছে আমার সব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে এ লিখাটি পড়াতে।

আল্লাহ আপনার লিখনী শক্তিকে আরো বাড়িয়ে দিক। আসসালামুআলাইকুম।
২৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৩
288545
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার হৃদয়গ্রাহী মন্তব্য ও আন্তরিক দোয়া আমাকেও অনেক উৎসাহিত করল। জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
১৪
347846
৩০ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৯
মিজবাহ লিখেছেন : মাশাআল্লাহ, সাদাচোখের কল্যানে অসাধারন লিখাটি পড়ে খুবই ভাল লাগল। অন্যদের সাথে শেয়ার করতে ভুলবনা ইনশাআল্লাহ।

জাজাকুম আল্লাহ খাইরান
০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৭
289460
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। লেখাটি আসলে আমার এক বোনের সাথে নিছকই কথোপকথোন ছিল। সবাই লেখাটিকে এত সুন্দরভাবে গ্রহণ করবে, এটা চিন্তা করিনি। জাঝাক আল্লাহ হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য। Good Luck
১৫
348012
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৯
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপি। কেমন আছেন?

আপনার লিখাটি পড়ে অনেক উপকৃত হলাম। এ সমস্ত প্রয়োজনীয় লিখাগুলি স্টিকি হওয়া খুবই দরকার। জানি না, মডুরা কোন মনমানসিকতার।

সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর।

০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:৪২
289461
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। জ্বি ভাইয়া! ভাল আছি। আপনি কেমন আছেন? আমার লেখা আগেও কখনো স্টিকি হয়নি, আর জানি হবেওনা। ব্লগ মডুরা আমাকে সম্ভবত খুব একটা ভাল চোখে দেখেনা। বিশেষ করে ''ইসলামী গণতন্ত্র, আমরা কি নিজেদের ধোঁকা দিচ্ছিনা?'' লেখাটা লেখার পরে অনেকেই আমার লেখায় মন্তব্য করাও বন্ধ করে দিয়েছেন, সেখানে মডুরা আমাকে ব্লাকলিস্টে ফেলে রাখবে, এটাই খুব স্বাভাবিক। জাঝাক আল্লাহ ভাইয়া। আমার আপনাদের কাছে পেলেই ভাল লাগে। জাঝাক আল্লাহ।
১৬
348549
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৩
মিশু লিখেছেন : আব্দুল্লাহ রা: থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সব নারীর উপর লানত করেছেন, যারা অঙ্গে উলকি আঁকে এবং যে আঁকায় এবং সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে।
তিরমিযী: ২৭১৯
উম্মুল মু’মিনীন আয়েশা রা: বর্ণনা করেন, এক আনসারী মহিলা তাঁর মেয়ে বিয়ে দিল। অতঃপর সে রোগাক্রান্ত হলে তার চুল পড়ে যায়। মহিলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে আরজ করল, তার স্বামী চুল খুবই পছন্দ করে। আমি কি তাঁর মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দিব? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: যে কৃত্রিম চুল লাগায় তাকে অভিশাপ দেয়া হয়েছে।
মুসলিম: ৫৪০৬
ইসলাম কখনোই মিথ্যাকে প্রশ্রয় দেয় না। তাতে পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতার ঘাটতি দেখা যায়। আজ সৌন্দর্য বৃদ্ধির জন্য পার্লারে যেয়ে যেভাবে শরীরকে সতর ছাড়া করা হয় তা একজন নারীর কাছেও লজ্জাজনক মনে হয়। শালীনতা থাকে না বললেই চলে। আয়েশা রা: যেমন ছিলেন স্লীম ফিগারের তেমনি ছিলেন দুধে আলতা রঙধারিণী। কিন্তু সম্মানীতা উম্মুল মু’মিনীন পবিত্র ও শালীনতার জীবন যাপন করেছেন। যেদিন রাসূল সা: তাঁর সঙ্গে রাত্রি যাপন করতে আসতেন তিঁনি সেদিন নববধূর মত পরিপাটি হয়ে থাকতেন।
আমাদের এই দুনিয়ার জীবনে সে আদর্শকে আমলে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ পরিবার ব্যবস্থাতে যেভাবে কোন্দল চলে আসছে তার একটি কারণ দাম্পত্য জীবনে ইসলামের অনুসরণ না করা, পর্দার নীতি না মেনে চলা।
জাযাকাল্লাহী খাইরান। খুব সুন্দর ও সময়োপযুগী বিষয় হয়েছে। সময় কত দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে,এখনও কত কাজ বাকী,এত সময় কিভাবে নষ্ট করতে মন চায় বোনদের যেটা জাহান্নামের রাস্তা সুগম করে দিতে পারে?
০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:৪৯
289462
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার খুব সুন্দর পর্যালোচনাটি একদম যথার্থ। আসলেই আমাদের বোনেরা বিয়ের আগে যতটা নিজেকে মেলে ধরেন, বিয়ের পর কেমন জানি আলুথালু হয়ে পরেন হাজবেন্ডের সামনে। অতচ বাইরে যাবার সময় কড়া মেকাপ,লিপিস্টিক মেখে বের হন পরের হাজবেন্ড বা ১৮ টু বুড়ো সবার নজর কাড়ার জন্য। পুরুষদের অবস্হা হয়েছে যে, তার কাছেও ঘরের বউ ভাল লাগেনা, নজর থাকে মেকাপ, লিপিস্টিকে ঘর থেকে বের হওয়া অন্যের বউদের প্রতি। আর কেন জানি মনে হয় পুরুষরাও দায়ী। তারাও ঘরে এসে বউয়ের সামনে নিজেকে পরিষ্কার-পরিপাটি করতে মোটেও পছন্দ করেন না। আসলেই সব কিছু অদ্ভুত। জাঝাক আল্লাহ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
১৭
349310
১১ নভেম্বর ২০১৫ রাত ১২:৫০
রফিক ফয়েজী লিখেছেন : আলহামদুলিল্লাহ।অত্যন্ত সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:১০
290244
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। ব্লগে এখন বসা হয়না তাই এত দেরীতে উত্তর দিচ্ছি। কেমন আছেন ভাইয়া? অনেক দিন পর আপনাকে দেখছি। জাঝাক আল্লাহ ভাইয়া মন্তব্য প্রদানের জন্য। Good Luck
১৮
351485
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমি এত্ত সুন্দর পোস্টের জন্য কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি! বলতে পারেন এমন যোগ্যতাও নেই। মুগ্ধ হয়ে পড়েছি এক নি:শ্বাসে!আল্লাহ আপনার লেখনি শক্তি আরো বাড়িয়ে দিন। আমিন।
০৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
293217
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আসসালামু আলাইকু। আপনি অন্নেক গুণী ব্লগার সত্যি বলছি ভাইয়া। আমি হয়ত ব্লগীয় অভিজ্ঞতা আর পাঠকের মানষিকতা বুঝে কোন সমস্যা নিয়ে কথা বলি। এর বেশি কিছুই না। জাঝাক আল্লাহ।Good Luck
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৬
293314
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি অনেক বড় মাপের মানুষ, তাই সবাইকে সুদৃষ্টিতে দেখেন।আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে। আমি এখনও বলতে গেলে ব্লগের জন্য কাঁচা্-ই বোধ হয়। এখনো অনেক কমতি আছে। আপনাকে আবারো ধন্যবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File