একটি অন্যরকম বিয়ের প্রজেক্ট................
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:২৫:০৮ রাত
গত বছর আব্বা আর আমি প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরতেছি।
মাঝ পথে হঠাৎ করে ঝুম বৃষ্টি পরা শুরু করল। সঙ্গে রেইন কোটও নেই,তাই বাধ্য হয়ে বাইকটাকে বৃষ্টিতে গোসল করতে দিয়ে আমরা রাস্তার পাশ্ববর্তি একটি মসজিদে আশ্রয় নিলাম। তখন রাত আনুমানিক রাত ৯ টা বাজে।
এশার নামায শেষ। রাতের নিস্তবদ্ধতা গ্রামটিকে অনেকটাই গ্রাস করে ফেলেছে। অনেকদিন থেকে আব্বা কে একটা কথা বলার কথা ভাবছিলাম। সময় এবং সুযোগের অভাবে বলা হয় নি।
আব্বা! একটা কথা বলতে চাচ্ছি আপনি কি রাগ করবেন? আব্বা হেসে বললেন,আগে তো কথাটা বল তারপর না হয়, রাগ হবো কি খুশি হবো সেই সিদ্ধান্ত নেয়া যাবে! লম্বা একটা নিশ্বাস নিয়ে বললাম,তাহলে বলেই ফেলি!
আব্বা আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বললাম,আব্বা! আমাদের আশে পাশে তো অনেক ছেলে মেয়ে প্রেম করতেছে! আর এই প্রেমের কারণে কেউ কেউ হয়তো অনৈতিক কাজও করে ফেলতেছে। কিন্তু মজার কথা হচ্ছে,তারা এখন যে কাজ করছে তা অত্যন্ত গুনাহর কাজ। কিন্তু তা যদি বিয়ের পরে করে তা হবে সোয়াবের কাজ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রেমিক প্রেমিকা যদি রাজি থাকে, তবে আমি নিজ উদ্যোগে শরীয়াহ ভিত্তিতে তাদের বিয়ের ব্যবস্থা করবো। অর্থাৎ মসজিদের ইমাম কে দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করব। আর এই বিয়ের যাবতীয় খরচ উপহার হিসেবে আমি বহন করব।
আব্বা বললেন, তুমি কি কাউকে রাজি করাতে পারছো? আমি বললাম, জি আব্বা! দু’জন দম্পতি কে আমার প্রস্তাবে রাজি করাতে পারছি। আব্বা বললেন,প্রতি বিয়েতে খরচ কত হবে? আমার সোজাসাপ্টা উত্তর, ৫ হাজার!
আব্বা বললেন,এতো টাকা তুমি কোথায় পাবা? জবাবে বললাম, দু’টি বিয়ে সম্পন্ন করার মত সামর্থ আমার আছে। আব্বা বললেন, কাজটা যেহেতু তোমার একার! আর তুমি একাই অনেক দূর এগিয়ে গেছো! তাই এই প্রজেক্টে আমি নতুন করে অংশ নিবো না। তবে তোমার প্রয়োজন হলে, এই কাজের জন্য আমার কাছ থেকে করজে হাসানা নিতে পারবা! (আলহামদুলিল্লাহ)
কিন্তু ভাগ্যের নির্মম পরহাস! আব্বার কাছে বিল পাস হওয়ার মাস খানিকের মধ্যেই আব্বা এবং মারজান চাচ্চু গ্রেফতার হলেন। তার কিছুদিন পর উকিল চাচ্চু! এরপর আমাকে করা হলো বাড়ি ছাড়া! তার কিছুদিন পর জেলান্তর। তারও কিছুদিন পর বিভাগান্তর। এরপর জীবন বাঁচানোর তাগিদে প্রতিনিয়ত ছুটছি। আর এই ছুটাছুটির মাঝে বিবাহ প্রজেক্ট প্রায় বন্ধ হয়ে গেল।
কিন্তু হাল ছাড়িনি। আলহামদুলিল্লাহ। আগামী মাসে রংপুরে দুই প্রেমিক প্রেমিকাকে বিয়ে দিয়ে প্রজেক্টের কাজ নতুন উদ্যোমে শুরু হবে ইনশা আল্লাহু তায়ালা।
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো একটা প্রজেক্ট!! জাযাকাল্লাহ..
প্রোপ্রাইটরী-তেই রেখে দিবেন, শেয়ার বিক্রী করবেন না??
তারপর অবস্থের আলোকে শেয়ার প্রাইস অফার করবেন!!
অপারেশনস ও একাউন্টস ম্যানেজমেন্ট ট্রান্সপারেন্সী নিয়ে আগে ভাবতে হবে!
সাধটা অন্তরে জিন্দা রাখি,
সাধ্যের জন্য তাঁর কাছে ধর্ণা দেই
শুরুর চেষ্টা তো হোক, বাকিটা তাঁর..
"উফাওয়্যিদ্বু আমরী ইলাল্লাহ....
মন্তব্য করতে লগইন করুন