৫০,০০,০০০ পাঠক তাহাদের দুনিয়া জোড়া মানে এক কোটি চোখ হু হা হা হা
লিখেছেন লিখেছেন সেলাপতি ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:২৮:১৪ দুপুর
প্রোটালি পালকে তার বড় মশাই পাঠালো একটা পত্রিকা আনতে । পাল এক দৌড়ে হাজির হকারের কাছে ।
ভাই একটা শুরুয়া আলো দেন । ক্যাঠায় পাঠাইছে তরে ? হরিরাম নাকি ? হ হ !! তয়লে নে পয়সা লাগবো সৈজন্য কপিটা নিয়া্ যা। পোটালি পাল দশটি টাকা দিয়া একটি দুই টাকার বিড়ি আর আট টাকা পকেটে পোরাইয়া হাটা দিলো । বিড়ি দুইটান দিতে টের পেল ইয়া মুত্র ত্যাগের মজাদার সময় । মুতিতে বসিয়া যখন টের পেল মুত্রের ছিটকা নিজের মুখ ভিজার উক্রম তখনই খেয়াল করল তাহার তীব্রবেগের মুত্র যেখানে পড়ছে তাহা নিজের হাতে থাকা কাগজের মতোই এক খানা কাগজ । সেখানে মন্ত্রীসহ আরা উপরওয়ালাদের ছবি আছে বানী আছে ।
এক বিশাল ঘোরের মধ্যে সে মুত্র কর্ম সারিল । উঠে দাড়াতেই দেখল পিছনে বিশাল লাইন । ভাই আপনারা এই হানে ক্যান ?
একজন বলল কেন তুমি যেটার জন্য আমরাও তার জন্য আসছি !
প্রেটালি বলিল পাশে আরো জায়গা আছে ঐ খানে মুতেন না কেন ?
উত্তরে বলিল ঐখানে তো এই দামি কাগজ নাই ।
প্রোটালি অবাক হইয়া ভাবতে লাগলো এইটার উপর সবার মুতার এত শখ হইল ক্যান ।
সে পরিস্থতি বুঝার জন্য ছিুটা দুলে আসিয়া দাড়াইয়া থাকিল । আর দেখল মানুষ শখ করে মুতার জন্য আসছে লাইন বেধে । তবে যাহারা মুতিয়াছে তাহারা সবাই কাগজের উপর গোল্লা মার্কা লেখাটা পড়িয়া নিয়াছে । সাদাকালো মোছওয়ালা এক গাধাকার্টুন মার্কালোক আসিয়া বলিল এই এরা এখানে কি করিতেছে । এখানে সবাই পত্রিকা পড়িতেছে । গাধাকার্টুন হিসাব মিলাইয়া নিল একটি পত্রিকা প্রায় একশ লোক পড়ছে । চট জলদি হিসাব করে ফেলল একটি পত্রিকা ১০০ লোক পড়ে তাহলে ৫০০০০০ পত্রিকা তো ৫০০০০০০ লোকে পড়ে । এবারের প্রতিষ্ঠা বার্ষিকিতে এটাই গুটির মাইর ।
পরের দিন লাল লাল কালিতে লেখা আমাদের চোখ বুলায় পঞ্ছাশ লাখ মানুষ তার মানে ১০০০০০০০ (এক কোটি চোখ) বাজিকমাত মতি ভাই বলিলেন কাল থেকে তুমি যুগ্ন সম্পাদক ।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন