ইরানি নায়িকাদের এত শক্তি কোথায়

লিখেছেন লিখেছেন সেলাপতি ০৮ এপ্রিল, ২০১৭, ১২:২৪:৫৩ দুপুর



কেউ যদি আমাদের নায়িকা জয়া আহসানকে জিগগের করে আমাদের চলচ্চিত্র কতটা আদুনিক হল আতটা আগাইল বা কতটা উপরে উ্ঠেছে তাহলে তিনি গালের জমিন প্র্রসারিত করিয়া জবাবটি দিবেন এইভাবে যে ;

আগে কোন নয়িকা নায়কদের জড়িয়ে ধরতে ইতস্তত করতো এখন আমরা ঋতিমতো হামড়ে পড়ছি নায়কদের উপর সো এখন আমরা বেশ আধুনিক আগানোর কথা বললে বলবো এখন আমরা ব্রা হাফপেন্ট পরেই নাচানাচি করতে পারছি আর যাদি উপরে উঠার কথা বললে বলবো স্কাটতো এখন রানের গোড়ায় চলে গিয়েছে সো পছিয়ে পড়ার প্রশ্নই আসেনা ।

আর প্রথম আলোতে তো এটাকে বিশাল ফিচার দিবে বাংলাদেশের এক লম্বর নায়িকার দৃষিটতে বাংলা সিনেমার আগ্রগতি বেশ হয়েছে । কিন্তু তাকে যদি বলেন ইরানি রায়িকারা যে বোরকা পরে এভাবে পৃথিবীর তাবৎ শক্তিশালাদের পিছনে ফেলে অস্কার পর্যন্ত নিয়ে আসছে তা কো শক্তির গুনে ? তিনি বলবেন নো নো তাদের অবশ্যই বোরখা খুলে ছবি কারা উচিত । আরো বলবেন তারা আমাদের মতো এতো সুন্দর নয় তাই নিজেকে ঢেকে রাখে । তারা শক্তি লুকিয়ে রাখছে ।

img]http://www.newsbangla.net/blog/bloggeruploadedimage/Warid/1491631868.jpg[/img]















বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382583
০৮ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:১৭
হতভাগা লিখেছেন : নাচতে নামলে ঘোমটা দিলে চলে ?

বোরকা পড়েই যদি বাজিমাৎ করে তাহলে বোরকা ছাড়া বা আরও এগুলে তো হলিউড বলিউড ছেড়ে সবাই তেহলিউডের ছবিই দেখবে
382603
১১ এপ্রিল ২০১৭ দুপুর ০২:১৪
সেলাপতি লিখেছেন : জব্বর কইযে দাদা
382685
১৫ এপ্রিল ২০১৭ রাত ০১:০৯
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File