বিয়ে নিয়ে ইয়ে : ১

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:১৭:৫৫ দুপুর

ব্যাপারটা যদিও হাসির নয় তবুও বিয়ে প্রসংগ আসলেই ছেলে বুড়ো সকলের মুখে হাসি ফুটে ওঠে। আমার লেখাটির টাইটেল দেখেও আপনার মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠবে :D। এমনকি লেখতে গিয়ে আমিও হাসছি Rolling on the Floor Rolling on the Floor

'বিয়ে নিয়ে হাসি'র বিষয়টা সামনে আসলেই একটা ঘটনা মনে পরে। এবং হাসির মাত্রা বেড়ে যায়।

ঘটনাটা হলো মিরপুরের। সবকিছু স্মরন থাকলেও সব কিছু বলবো না। কারন কানমলা খেতেও হতে পারে Sad। যতোটুকু বলা যায় ততোটুকুই বলি, আমাদেরবই ডট কমে (AmaderBoi.com) নতুন। এমনকি ঢাকাতেও নতুন। মিরপুরের বেশ কিছু অর্ডারের প্যাকেট ডেলিভারি দিতে হবে। থাকি অখানেই। কয়েকটা দেওয়ার পরে বিপদে পরলাম। হাতের প্যাকেটির ইনভয়েচে লেখা এড্রেস খুজে পাই না। প্রায় আধাঘন্টা খুজেও পাই নি। কয়েকবার ক্লায়েন্ট ভাইয়াকে ফোনে বিরক্ত করে অবশেষে বাসা পেলাম। খানিক নাটকীয়তাই বইয়ের প্যাকেটটি দিয়ে দিলাম আন্টির হাতে। ভাইয়া ভার্সিটি। আন্টি বই দেখে বলেন কিসের বই? ইনভয়েচ এগিয়ে দিলাম। উনি বসতে দিয়ে প্যাকেট খুললেন। খুলেই প্রথমে বেড়িয়ে এলো "বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর"। আন্টি ভালো করে বইটি হাতে নিয়ে নামটি দেখলেন। অত:পর মুচকী হেসে ভিতরের পাতাগুলো দেখতে থাকলেন।

ছেলের উদ্দেশ্য আপন মনে কিছু বললেন ও।

ঘটনাটি হয়তো সিম্পল কিন্তু আমার কাছে স্মরনীয়।

আবিয়াত্তাদের উচিত এরকম বইগুলো অর্ডার করে বাবা মাকে দিয়ে রিসিভ করে নেওয়া Angel

বিয়ের কথা উঠলেই হাসি পায়। ইদানীং চৌকশ বড় ভাই,ছোট ভাই বন্ধু ও বোনেরা আমার খোজ নিতে চাইলে কেমন আছি এর পরবর্তী প্রশ্নই হয় বিয়ে সম্পর্কিত। ইদানীং ভাইয়াও আমার লেখাগুলোর অংশবিশেষ ডাইনীং এ শেয়ার করে হাসির ধুম তুলে দেয়। অর্থাৎ যেখানেই বিয়ে সেখানেই হাসি।

এই সুত্রধরে আরো কিছু যুক্তি সামনে আনছি বিয়ে করলে জীবনটা হাসিখুশি,সুন্দর হয়। দায়িত্ববোধ আসে। আল্লাহর রহমত পাওয়ার সহজ উপায় (দ্বীনকে পুর্ন করা)।

হাসি, সুখ সহ পজেটিভ শব্দ গুলো বিয়ের সাথে জড়িত। তাই হাসিখুশি থাকতে সুখী হতে বিয়ে করা উচিত Happy)

বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348583
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ের বই দিতে এই অবস্থা! "তালাকনামা" নামে একটি খুব ভাল ও জনপ্রিয় বই আছে। বিয়ের পর বউকে ওইটা উপহার পাঠালে কেমন হয়!!
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৩২
289408
মুসা বিন মোস্তফা লিখেছেন : কপালে পিডানী মিস নাই Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
348600
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। আপনার কি সব প্রকাশনীর বই সরবরাহ করেন?

লিখাটি ভালো লাগলো, আমিও হাসছিলাম Happy
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৩৩
289409
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাকুম আচ্ছালাম । জ্বী চেষ্টা করি সব দিতে Happy
348628
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:১৫
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৩৩
289410
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File