অতঃপর বিয়ে !
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৬ জুন, ২০১৬, ০২:৪৩:৩৮ দুপুর
বিয়ে নিয়ে সিরিয়াস এমন আবিয়াত্তার সংখ্যা হাতে গোনা। সারাদিন বেক্রুম বেক্রুম বলে চিল্লাইলেও পাত্রী এনে দিলে তালবাহানা দেখায়। এই সেই , ফ্যামেলি মানবে না , হেন তেন কতো কিছু।
এটা গেলো ছেলেদের কথা। মেয়েদের কথা কি আর বলবো! ওটা তো আরো ভয়ংকর ব্যাপার । "নিজের মতের পক্ষে" শুধু ইসলামকে টেনে আনার ঘটনা খুব বেশী ঘটে। ছেলের প্রত্যেকটা বিষয় যেভাবে খুটিয়ে দেখে তাতে "মেয়ে গরুর মতো দেখা" আর ছেলেকে গরুর মতো দেখার মাঝে কোন তফাৎ নাই।
আবিয়াত্তাদের এই জিনিসটা বুঝা উচিত আপনার যেরকম রিকুয়ারমেন্ট হবে সমপরিমান রিকুয়ারমেন্টের অধিকার "তারও" আছে। আপনি প্রাক্টিক্যাল মুসলিম "বিল গেটস" চাইলে তারও প্র্যাকটিক্যাল মুসলিমাহ "ক্যাটরিনা" চাওয়ার অধিকার আছে।
আপনি ফ্যামেলি, একাডেমিক সহ সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখবেন আর ভাববেন "সে" আপনাকে চোখ বন্ধ করে গ্রহন করবে?
আপনি ৫ ফিট ৮" চাইবেন আর তার কি ৫ ফিট ৬" চাওয়ার অধিকার নাই?
বিয়ের আগেই যদি নিজের অধিকার নিয়ে, নিজের পছন্দ নিয়ে এভাবে কামড়াকামড়ি করেন তবে বিয়ের পরে যে কি হবে !!!!!
সেক্রিফাইস মূলক মনোভাব না থাকলে বিয়ের আগেও যেমন খুতখুতানী থাকবে, বিয়ের পরেও এটা নির্মুল করতে পারবেন না
এতো ভাবার , খুটিয়ে দেখার খুব বেশী কিছু আছে বলে মনে করি না , কারন আল্লাহর উপর আপনার ভরসাটা যদি সেই পরিমান থাকে তবে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। স্বালাতের পরে যদি আপনার চাওয়াতে "সেইরকম" কোন মুসলিম/মুসলিমাহ কথা থাকে, এর বিপরীত পাবেন বলে মনে হয় না।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলেদের সেরকম সমস্যা নেই
মন্তব্য করতে লগইন করুন