বিয়ের জন্য পাত্রী সন্ধানরত মুসলিম যুবক (২৪) ঘটকের কাছে..

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৮:২৬ সকাল

বিয়ের জন্য পাত্রী সন্ধানরত মুসলিম যুবক (২৪) ঘটকের কাছে ......

আসলে আমার রিকুয়ারমেন্ট তেমন কিছু নয় । খুব সিম্পল । মেয়ের বয়স ১৬-২০ হতে হবে । সুন্দরী হতে হবে । ফর্সা হতে হবে । আর ...... হাইট হতে হবে ৫.৪” কম করে হলেও । আর ফ্যামেলি ব্যকগ্রাউন্ড ভালো থাকতে হবে ।

নিশ্চয় এতে কারো মাথাব্যাথা থাকার কথা নয় !! কিন্তু আমার মাথাব্যাথা এমন বেশি যে ক্যাফেইন খেয়েও সারছে না ।

প্রাক্টিসিং দের জন্য এরকম রিকুয়ারমেন্ট আমার লজ্জার কারন ।

ভাই আপনি দাড়ি রেখেছেন । রাসূল সাঃ এর সুন্নাহ পালন করেন । একজন প্র্যাক্টিসিং মুসলিম । বিয়ের ব্যাপারে রাসূল সাঃ এর “তরুণীকে বিয়ে করার হাদিসটি প্রায়ই প্রোয়োগ করেন” ।

বুকে হাত রেখে বলুন তো ?

একজন বিধবা প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি আছেন কিনা ?

একজন ভাগ্যবিড়ম্বিত প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি কিনা ?

একজন অসুন্দর প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি কিনা ?

একজন খাটো প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি কিনা ?

জানি আটকে যাবেন । জবাব দেওয়ার আগে বলবেন আসলে আমি রাজি.... কিন্তু ফ্যামেলির দিকেও দেখতে হবে Winking

অথবা জবাব দিতেই চাইবেন না । কিংবা চুপ থাকবেন ।

আচ্ছা ভাই বিয়েকে আপনি এতো বড় করে দেখছেন কেনো ?

আপনি কি বিয়ের রাতেই মারা যেতে পারেন না ?

নাকি মৃত্যুর খবর আপনি জানেন তাই দুনিয়ার জীবনটুকু সুখে কাটাতে চাচ্ছেন ?

কখনো কি ভেবে দেখেছে উপরোক্ত প্রাক্টিসিং মুসলিমাহদের জীবন নিয়ে ? সমাজ তাদের দূরে ঠেলে দেয় । তাদের জীবনটা কতোটা দুর্বিষহ এটা ভেবে দেখেছেন ? আপনার সামান্য ত্যাগ স্বীকারে আরেকটি জীবনে সূখের সাগর বয়ে যেতে পারে এটা কি কখনো ভেবেছেন ? নাকি আপনি শুধু সম্মুখেই প্রাক্টিসিং ? বিয়ের ব্যাপারে সুন্দরী তরুনীই শুধু কাম্য ?

নিজেকে যদি প্রাক্টিসিং ভাবেন তবে এসব দিকেও খেয়াল রাখুন । বিয়ের ব্যাপারটাই অন্তত ধোয়াশা সৃষ্টি থেকে বিরত থাকুন

click this link

বিষয়: বিবিধ

১৭৬০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352263
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : একজন বিধবা প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি।
একজন ভাগ্যবিড়ম্বিত প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি।
একজন অসুন্দর প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি।
একজন খাটো প্র্যাক্টিসিং মুসলিমাহকে বিয়ে করতে রাজি।
তবে একবার যে করেছি, এখন কী হবে?
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৩
292483
অপি বাইদান লিখেছেন : লম্পট নবী মোহাম্মদের মত সিরিয়ালি শুরু করে দিন।
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৪
292485
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : যে নিজে যেমন সে অন্যকেও তেমনই মনে করে।
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৬
292505
মুসা বিন মোস্তফা লিখেছেন : আরো করতে পারেন Happy
352264
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৭
292506
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. .
352265
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খুব জটিল সমস্যার দিকে এগুচ্ছে পূরো সমাজ!!
হাত-পা ছোঁড়াছুঁড়ি করেও কিছু করতে পারছিনা!!

কখনো কি ভেবে দেখেছে উপরোক্ত প্রাক্টিসিং মুসলিমাহদের জীবন নিয়ে ? সমাজ তাদের দূরে ঠেলে দেয় । তাদের জীবনটা কতোটা দুর্বিষহ এটা ভেবে দেখেছেন ? আপনার সামান্য ত্যাগ স্বীকারে আরেকটি জীবনে সূখের সাগর বয়ে যেতে পারে এটা কি কখনো ভেবেছেন ? নাকি আপনি শুধু সম্মুখেই প্রাক্টিসিং ? বিয়ের ব্যাপারে সুন্দরী তরুনীই শুধু কাম্য ?

নিজেকে যদি প্রাক্টিসিং ভাবেন তবে এসব দিকেও খেয়াল রাখুন । বিয়ের ব্যাপারটাই অন্তত ধোয়াশা সৃষ্টি থেকে বিরত থাকুন


শরীয়ায় যদি সীমা নির্ধারিত না থাকতো তবে আমি কয়েকশ' বিয়ে করে একটা ক্রাফট ইন্ডাস্ট্রী দিতাম! I Don't Want To See I Don't Want To See
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৮
292507
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ. . :Thinking
352266
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা আয়েশা (রাঃ) কে বিয়ে করার সুন্নত অনুসরন করতে রাজি। কিন্তু খাদিজা(রাঃ)বা সাওদা(রাঃ) কে বিয়ে করার সুন্নত এর কথা শুনলে পালাই!!
আবার আয়েশা (রাঃ) এর ন্যায় নিঃসন্তান মেয়েকে অশুভ মনে করি!!
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৮
292508
মুসা বিন মোস্তফা লিখেছেন : ১০০% সত্য .
352278
০১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৯
আবু জান্নাত লিখেছেন : জটিল প্রশ্ন।

বিয়ে মানুষ জীবনে একবারই করে, তাই কেউ হারতে চায় না। অন্যান্য দিক দিয়ে সহীহ হাদীস মানলেও এদিক দিয়ে একটু উদারতা দেখায়, কারন নিজের ব্যপারতো!

আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার তাওফীক দান করুক।

০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩০
292509
মুসা বিন মোস্তফা লিখেছেন : বিয়ে একবার নয় মরন একবার । বিয়ে প্রয়োজনে একাধিকবার হতে পারে । জ্বী তবে প্র্যাক্টিসিংদের এগিয়ে আসা উচিত Happy .
আমিন
352281
০১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০১
শফিউর রহমান লিখেছেন : কুমারী মেয়েকে বিয়ে করতে চাওয়াটা কোন দোষের নয়। একজন সাহাবী যখন একজন পূর্বে বিবাহ সম্পর্কে জড়িত একজনকে বিয়ে করে রাসূল (সাঃ)কে জানালেন, তিনি কি বলেছিলেন মনে নাই?
তবে অবস্থার প্রেক্ষিতে আমাদের নমনীয় হওয়ার দরকার পড়ে। যেমন এখন আমাদের সমাজ সেই পথেই এগুচ্ছে।
০১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩০
292510
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমি দোষ দেই নি । ধন্যবাদ মন্ত্যব্যের জন্য .
352319
০১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File