অনেক দিন পরে........

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫২:৫১ রাত

আচ্ছালামু আলাইকুম । কেমন আছেন সবাই ?

টুডে ব্লগে আসা হয় না বললেই চলে । যে দু একটা পোস্ট মাঝে মাঝে চোখে পরে "তাহা কমার্শিয়াল" । বাধ্য হয়ে দেওয়া । কিছু কাজের আশায় , কিছু লাভের আশায় । কিন্তু মন খুলে , প্রান খুলে লিখি না অনেক দিন হলো ।

বিশ্বাস করুন আমার রুমে এখন একটা কলম ও নেই । বউয়ের গিফট দেওয়া ছোট একটা বুলেট পেন ছাড়া । লিখতে মন চাইলো তাই আসলাম টুডে ব্লগেই । ফেসবুকেও যাই না খুব একটা । এসেই আগে পুরাতন কিছু পোস্ট পরে হাসলাম । অনেক মজা পেলাম । তারপর দু ছত্র লিখতে লাগলাম ।

খুবই ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে জীবনটা । অনিশ্চয়তা । মানসিক অশান্তি । সব মিলিয়ে খুবই খারাপ সময় পাড় করছি । দুয়া চাই আন্তরিক ভাবে । একটু স্বালাতে স্মরন করিয়েন । আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন ।

আর কি লিখবো ? ভালো লাগছে না লিখতে :(

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378073
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার জন্য অনেক অনেক দুয়া।
আপনার ফিরে আসা আশাবাদী করতে পারছেনা এই জাতিকে। কলম চালানো শুরু করতে না করতেই থেমে গেলেন!
জাতি ভীষণ হতাশ
378087
২৯ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৩১
378092
২৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:০৪
রাশেদ বিন জাফর লিখেছেন : এ ত দেখছি আমারি নকল
378113
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৩৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।
'বউয়ের গিফট দেওয়া ছোট একটা বুলেট পেন?' বিষয়টা কি? Thinking
378120
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৭
হতভাগা লিখেছেন : ইন শা আল্লাহ , আল্লাহ আপনার কাজ সহজ করে দেবেন - আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File