ব্যবসা নিয়ে ভাবনাঃ৩ (নুফা এড কি সত্যিই পেমেন্ট করে ?)
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০২ ডিসেম্বর, ২০১৫, ০১:০৬:৩৮ রাত
MLM ব্যবসা দিয়ে একটা সময় মানুষকে পথের ফকির বানিয়ে দিয়েছিলো কিছু কোম্পানী । হুট করে কোন এলাকায় আস্তানা গেড়ে সুন্দর অফিস নিয়ে টাকা কামাইয়ে রাতের মধ্যেই চম্পট । অনলাইনেও পিটিসি নিয়ে অনেক কিছু হয়েছে । কিছুদিন আগে আমাদের এড ডট কম কেমন করে আসলো আর কেমন করে চলে গেলো কিছুই বুঝতে পারি নি । তবে কিছু টাকা পাইতাম তোলার আগেই দেখি হাওয়া ।
হাতে অনেক গুলো সাইট । ভাবলাম ছোট খাটো কিছু এড দিলে হালকা কিছু পেলে মন্দ হবে না । অন্তত ফুচকা খাওয়ার বিলটা উঠবে :D । যে ভাবা সেই কাজ । গুগল এডসেন্স নিয়ে ভেজালে না নেমে খুজতে শুরু করলাম দেশি কোম্পানী । পেয়েও গেলাম । নুফা এড । প্রথম নজরেই অথেনটিক মনে হলো । কারন তাদের পাবলিশার জনকন্ঠের মতো জাতীয় পত্রিকা । আরো একটু খোজাখুজি করলাম । দেখলাম ব্লগার মারুফের রিভিউ । মোটামুটি অথেনটিক মনে করে একাউন্ট খুললাম । একটা এপ্রুভ করলাম । আর সময় হলো না কাজ কর্ম করার । কোডটা বসিয়ে দিলা। কিন্তু আবার সরাতে বাধ্য হলাম । কারন বেশির ভাগ সময়ই এড নাই :( আবার কিছু ডিজাইন করছিলাম তাই এদিকে নজর ছিলো না ।
আরেক দিন ফ্রি সময়ে গেলাম সাইটে । কেনো যেনো খটকা লাগলো । Advertiser এর কোন পরিবর্তন নাই । সর্বশেষ আজও দেখি জবএইড বিডি, famysanit আর ভিডিও ৪ ইউ নামক একটা ইউটিউব চ্যানেল । মোট তিনটা ।
সময় ছিল তাই নেমে পড়লাম গবেষনায়
আমার দৃষ্টিতে যা যা আটকে গেলোঃ ১
নুফা এডে পাবলিশারের হোমে একটা নাম আছে বিশ্বজিত । ইমেইল । ।নুফা এড , জবএইড বিডি,famysanit তিনটা ডোমেইনের মালিক এডমিন তিনি
সিদ্ধান্তঃ ১
আচ্ছা ধরে নিলাম Kumar Bisshojit Paul সকল সাইট গুলো ডেভলপিং করেছে কিংবা তিনিই সব ডোমেইন কিনেছেন তাহলে এটা স্বীকার করতে হবে তিনটি প্রতিষ্ঠানই একই মালিক কিংবা নিকটজনের ।
আমার দৃষ্টিতে যা যা আটকে গেলোঃ ২
ভিডিও ফর ইউ নামক একটি Advertiser এর নাম লিখা আছে নুফা এডের সাইটে । click this link
সাবস্ক্রাইবার মাত্র ৪৪ টি ভিউ হয়েছে 41,783 তাও আবার হিজড়াদের নিয়ে একটি ভিডিওতেই ভিউ ৩৬,৬৪৪ । এই চ্যানেল এর গুগল + পেজে মোট দুইটা ফলোয়ার । যার দুইটাই খুলনা এলাকার । স্ক্রীনশর্ট দেখুন
সিদ্ধান্তঃ ২ এটির অন্যান্য ভিডিওতে প্রমান হয় এটি জবএইড বিডির সঙ্গে সংযুক্ত । আর জব এইড বিডি ডোমেইনের মালিক ও নুফা এডের ডোমেইনের মালিক একই । অর্থাৎ Advertiser এর সংখ্যা তিনটি এবং প্রত্যেকটিই নুফা এড এর সাথে সম্পর্কযুক্ত ।
আমার দৃষ্টিতে যা যা আটকে গেলোঃ ৩
পাবলিশারের লিস্টঃ
জনকন্ঠের ডিজাইন করেছে যারাঃ
সিদ্ধান্তঃ ৩
দেখা গেলো জনকন্ঠ অনলাইন ভার্সন ডিজাইন করেছে বিকিরন নামক একটি প্রতিষ্ঠান । প্রথম স্ক্রীন শর্টটি দেখুন । ডোমেইনের মালিকের কোম্পানী বিকিরন । অর্থাৎ জানা গেলো বিকিরন হলো নুফা এডের মালিকানাধীন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান । আবার আইটি পার্টনার হিসাবে famysanit এর নাম । মানে দুয়ে দুয়ে চার । মূলটা একই হয়ে গেলো ।
[নুফা এড জনকন্ঠকে পাবলিশার হিসাবে দেখালেও জনকন্ঠে নুফার কোন এড নেই । বিকিরনের দুইটা । আর গুগল এডসেন্সের কয়েকটা আছে । ]
[ব্লগার মারূফের একটা পোস্ট দেখেছিলাম নুফার গুনগান গাইতে । তখন সাইটে এডও ছিল । এখন তার সাইটে নুফার কোন এড নেই । কিন্তু নুফা এডের সাইটে মারুফের সাইট পাবলিশার হিসাবে দেখাচ্ছে :( ]
আমার দৃষ্টিতে যা যা আটকে গেলোঃ ৪
জনকন্ঠের পরেই একটি পত্রিকার কথা বলা আছে জেনিউজবিডি ডট কম ।
[Developed By বিকিরন]
[এখানেও নুফার এড নেই]
জেনিউজ এর সম্পাদক আর famysanit এর MD একই ব্যাক্তি ।
সিদ্ধান্তঃ৪
জেনিউজের সম্পাদকের নিজের ডেভলপিং প্রতিষ্ঠান থাকতেও তিনি বিকিরনে ডেভলপ করালেন ? ডোমেইনের মালিক খুজতে যাই নি :p । মানে দুয়ে দুয়ে চারই হয় ।মানে এটিও নুফা এড সংশ্লিষ্ট ।
আচ্ছা আর কিছু দেখা যাকঃ
প্রিয় পাবলিশারবৃন্দ,
প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
আমরা নতুন করে শুরু করার প্রায়াসে আজ(৩১ আগষ্ট)বকেয়া বিলের অর্ধেক ব্যাংকে জমা দিয়েছি বিইএফটি এন ফরম্যাটে, কাল পরশুর মধ্যে আপনাদের স্ব স্ব একাউন্টে পেয়ে যাবেন। যদিও পুরোটা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা পেরে উঠিনি। এজন্য দু:খিত। বকেয়া বিল শীঘ্রই দেওয়া হবে।
বিকাশের পেমেন্ট ২ সেপ্টেম্বরের মধ্যে ধারাবাহিকভাবে সবার কাছে পৌছে যাবে।
আপনারা জেনে আনন্দিত হবেন আরো বৃহৎপরিসরে ঢেলে সাজানো হচ্ছে নুফা এ্যাড ডট কম কে।
আগামী অক্টোবর থেকে নতুন রঙে, নতুন ঢঙে পথ চলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের আইটি ও মার্কেটিং টিম।
পরিবর্তন আসছে অফিসিয়াল কাঠামোয়, ঠিকানায়, মালিকানায় সহ সবক্ষেত্রে....
আমরা সিদ্ধান্ত নিয়েছি ::
১. অক্টোবরে যেয়ে জুলাই, আগষ্ট, সেপ্টেম্বরের বিল জেনারেট করা হবে।
২. যদি কোন পাবলিশার অনিশ্চয়তায় ভোগেন তাহলে এ্যাড ব্যবহার বন্ধ রাখতে পারেন।
যাদের বিল বকেয়া আছে বা অন্য কোন সমস্যা জানাতে মেইল করুন: nufaad
আগামীর পথ চলায় আপনাদের সহযোগীতা, সহমর্মিতা কাম্য।
ধন্যবাদান্তে
ব্যবস্থাপনা পরিচালক
নুফা এ্যাড ডট কম।
[এই নোটিশটি এখনও ড্যাশবোর্ডে আছে :D ]
গাতি জানতে চায় এতো দিনের বকেয়া কেনো পড়ে ? তারা কি পাবলিশারদের বাকীতে এড দিতে দেন
?
আচ্ছা একটা উলটাপালটা হিসেব করি :3 । নুফা এডের এলাক্সা র্যাংক Rank in Bangladesh 1,273 । মানে খুব খারাপ না । ভিজিটর আছে মোটামুটি । আচ্ছা এবার দেখি তাদের পাবলিশারের সংখ্যা ১০১৮+ [তাদের মতে] ।
এডভার্টাইজারের কাছ থেকে তারা নেয়
CPM= 40Tk
CPC= 12tk
আর দেয় .৪০ পয়সা PC
1018 টি অয়েবসাইটে মাত্র ১০০ টা করে ক্লিক পড়লে মোট ক্লিক পড়তেছে ১০১৮০০*.৪০= ৪০৭২০ টাকা প্রত্যেকদিন পাবলিশারকে দিতে হবে যদি ১০০ টা করে ক্লিক পরে গড়ে ।
আর CPC তে তাদের ইনকাম ১০১৮০০*১২=১২,২১৬০০
এহেম এহেম । মানে Advertiser প্রতিষ্ঠান গুলো আলাদা মালিকের হলেও এতো টাকা দিয়ে কেউ এড দিবে ? এবং অয়েবসাইট জন্মের পর থেকে চালানোর পয়সা হবে ? আর পাবলিশারের টাকাটাও যদি সঠিকভাবে দেয় তাইলে ৪০ হাজার টাকা প্রত্যহ দিয়া দুইটা অয়েবসাইট আর একটা ইউটিউব একাউন্টে কেডা এড দিবে :3 ?
তাদের নোটিশে "আমরা সিদ্ধান্ত নিয়েছি ::
১. অক্টোবরে যেয়ে জুলাই, আগষ্ট, সেপ্টেম্বরের বিল জেনারেট করা হবে।" চিন্তা করুন কতো টাকার মামলা ঝুলে আছে !!!!
"আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি নুফা এডের সাথে সংযুক্ত সকলের কাছে । প্রসঙ্গে যুক্ত হওয়া ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠানকে হেয় করা আমার মোটেও ইচ্ছে নেই । আমার উদ্দেশ্য আসলেই কি এভাবে নিজেদের প্রতিষ্ঠানকে Advertiser বানিয়ে ১০১৮ টি অয়েবসাইটের বিল পেমেন্ট করা কিভাবে সম্ভব এটার বিশ্লেষন করা ।"
আরো কিছু লেখাঃ
ব্যবসা নিয়ে ভাবনাঃ ১ (১৫ টাকার ঔষুধে লাভ ৬৮০০ টাকা)
ব্যবসা নিয়ে ভাবনাঃ ২ (বইয়ের ব্যবসা ও ভাবনা)
ওয়েব পেজ ডিজাইন (HTML)
নিজে নিজে এনড্রয়েড শিখি-www.AmaderBoi.com
ইন্টারনেটে আত্মকর্মসংস্থান
ইন্টারনেটে ঘরে বসেই আয়
পূর্বে প্রকাশিত
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন