হে মহাপরাক্রমশালী

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০১ অক্টোবর, ২০১৫, ০৮:৩৭:০২ রাত



আমি সেই মহাপরাক্রমশালীর কথা বলছি

যিনি পৃথিবীর একনিষ্ঠ স্রষ্টা তার সৃষ্টি জগত সংসার

যেদিন চুণ বিচুর্ণে নিশ্চিন্ন হবে

অথৈই সমুদ্র থেকে যিনি পূণরায় মৃত থেকে জীবিত করবেন

সেই দিন ইচ্ছা-অনিচ্ছার পরিবতন ঘটানোর আর কেউই থাকবে না

রবে না অহংকার করার মতো কোন রাজা-বাদশা দুনিয়ার প্রতাপশালী...

তিনি সীমা লংঘনকারীর শাস্তি দেওয়ার একক ক্ষমতাধর

তার দাঁড়িপাল্লায় একবিন্দু এদিক ওদিকের মুযোগ নেই

সেই দুর্যোগময় সেই ভয়ংকর দিনের ঘোষণাকারী

আমি বাদশা! আমি অহংকারী! আমি প্রতাপশালী। তিনি এবং তিনিই

ওহে পৃথিবীর অধিবাসী! ঘড়িঘন্টা আসন্নের আর বাকি কই?

এদেহে মন্দের পুঁজ জমাট বেঁধেছে... ঝেড়ে ফেলে দেই

এসো নতজানু হই.. করুনা ভিক্ষুক হয়ে ভিক্ষা মাগি..কাঁদি

তবু যদি সেদিনের সুশীতল ছায়ার ও-পরশটুকু পাই।

বিষয়: সাহিত্য

১০৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343992
০১ অক্টোবর ২০১৫ রাত ১০:২০
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর বলেছেন প্রিয় ভাইয়া ,চলমান সময়ে ঈমান নিয়ে কবরে যাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে । আল্লাহ আমাদের সঠিক পথে হেদায়ত করুন । অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪১
286158
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক দিন পর এখানে এসে মনটা ভরে গেছে। ধন্যবাদ আবদুল গাফ্ফার ভাই।
344012
০২ অক্টোবর ২০১৫ রাত ০২:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অল্প কথায় সুন্দর লিখেছেন, ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৩
286159
মোঃজুলফিকার আলী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম। ভাইজান, সুন্দর অনুভূতি প্রকাশ করে ঋণী করেছেন। অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
344041
০২ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মনের কথাগুলো বললেন দাদা...অসাধারন...,মনটাই ফলটাইম খারাপ থাকে।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৩
286160
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনাদেরকে পেয়ে আসলে আমার মনটা ভাল হয়ে গেছে। ধন্যবাদ। মনকে একটু হালকা করুন। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File