হে মহাপরাক্রমশালী
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০১ অক্টোবর, ২০১৫, ০৮:৩৭:০২ রাত
আমি সেই মহাপরাক্রমশালীর কথা বলছি
যিনি পৃথিবীর একনিষ্ঠ স্রষ্টা তার সৃষ্টি জগত সংসার
যেদিন চুণ বিচুর্ণে নিশ্চিন্ন হবে
অথৈই সমুদ্র থেকে যিনি পূণরায় মৃত থেকে জীবিত করবেন
সেই দিন ইচ্ছা-অনিচ্ছার পরিবতন ঘটানোর আর কেউই থাকবে না
রবে না অহংকার করার মতো কোন রাজা-বাদশা দুনিয়ার প্রতাপশালী...
তিনি সীমা লংঘনকারীর শাস্তি দেওয়ার একক ক্ষমতাধর
তার দাঁড়িপাল্লায় একবিন্দু এদিক ওদিকের মুযোগ নেই
সেই দুর্যোগময় সেই ভয়ংকর দিনের ঘোষণাকারী
আমি বাদশা! আমি অহংকারী! আমি প্রতাপশালী। তিনি এবং তিনিই
ওহে পৃথিবীর অধিবাসী! ঘড়িঘন্টা আসন্নের আর বাকি কই?
এদেহে মন্দের পুঁজ জমাট বেঁধেছে... ঝেড়ে ফেলে দেই
এসো নতজানু হই.. করুনা ভিক্ষুক হয়ে ভিক্ষা মাগি..কাঁদি
তবু যদি সেদিনের সুশীতল ছায়ার ও-পরশটুকু পাই।
বিষয়: সাহিত্য
১০৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন