জানা-অজানা তথ্য -জেনে রাখার মতো
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ অক্টোবর, ২০১৫, ০৭:৪৭:২৬ সন্ধ্যা
০১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা করে:
(ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়
(খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে
(গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে
(ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়
(ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে
(চ) ১ সের ২ ছটাক পানি পান করে
(ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে
(জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে
(ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়
০২. মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে
০৩. একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান
০৪. হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়. এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত.
০৫. মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি.
০৬. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
০৭. মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
০৮. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
০৯. একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।
১০. স্বাভাবিক জ়ীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।
১১. মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।
১২. একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
১৩. জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।
১৪. জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেকটা তথ্য দিতে পারি আওয়ামি লিগ এর সদস্যরা এই সময় কমপক্ষে একবার বঙ্গবন্ধূ ও তার কন্যার নাম নেয়!!!
আপনার সাথে সহমত পোষন করলাম
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
আমি পরে আপনাকে জানাব কারন পড়েছিলাম সেই লিংকটা আবার খুজতে হবে
মন্তব্য করতে লগইন করুন