তৃষ্ণার্ত চাতক
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০২ মার্চ, ২০১৪, ১১:৩৮:৫৮ সকাল
এ পৃথিবীর কত যে অচেনাকে চিনিয়েছ
কত অজানাকে জানিয়েছ তুমি
ঠাঁই দিয়েছ পান্থশালার
অতীতকে ঝেড়ে ঝাড়ে চলেছি যখন আলোর সন্ধান
তুমি যেই পুরাতন নতুনের চেয়ে আর উজ্জ্বলতর
দূরের দিগন্ত আপন নিরিখে ধরা দাও।
তোমার সৃজিত এ ভূবন এক চিত্রকল্প
আদি অনন্ত তোমার চিরচেনা তুলির আঁচড়
জীবনের প্রতি পদক্ষেপে যখন যেখায় নিয়ে গেছ.....
পরিচিত করায়ে মোহরে জড়ায়েছ সকল অন্তর।
যদি একবার তোমায় চিনতে পারি প্রিয়
কোন ভুল কোন ভয়.. কোন শঙ্কা থাকবে না মনে
বাধাহীন সংসার.. সকল কিছুই সহজতর.. ধন্য হবো
তুমি পরিচিত করে তুলবে সেদিন
আমি রবো তৃষ্ণার্ত চাতক দৃষ্টি মেলে।
বিষয়: সাহিত্য
১২৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিহে তোমার কবিতার আডডায়
এসে হই বিভোর,
বাকহীনের মত ভাবি কি লিখবো
মিলেনা ছন্দ মোর।
তবুও ভাবি লিখি দু কলম
জমে উঠুক এ আসর,
কবির জন্য কবিতাই শ্রেস্ঠ
কাবিতায় পুর্ন ঘর।
তোমার কবিতায় হই বিমোহিত
লিখে যাও জীবনের ছবি
শব্দ বুননে তুমি অনন্য, তাই
তুমিই এ যুগের কবি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন