"মেঘ দেখে করিস নারে ভয় তার আড়ালে সূর্য্য হাসে "।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০২ মার্চ, ২০১৪, ১১:৪০:৪২ সকাল
"মেঘ দেখে করিস নারে ভয় তার আড়ালে সূর্য্য হাসে "।
বাংলাদেশের চারিদিকে এই নির্বাচনের মাধ্যমে মানুষ বুকের ভিতর হাজার ব্যাথা বেদনা যন্ত্রনার তুষের আগুন মাটি চাপা দিয়ে মুখবদ্ধ করে তাদের মতামত ভেলোট পেপারের মাধ্যমে প্রকাশ করেছেন। আমরা অনেকেই নির্বোধের মত সকাল সন্ধ্যা হত্যা খুন গুম দেখে ভেবে নিয়েছি যে , সত্য ন্যায়ের সুর্যটা মনে হয় অস্তমিত হয়ে ওমাবশ্যার অমানিশার ঘোর অন্ধকারের মাঝে আমাদের ফেলে দিয়েছে। আর বুঝি কোন দিন কোন দিগন্তে ইসলামের কলেমা খচিত শান্তির পতাকা আর উঠবে না।
"মেঘ দেখে করিস নারে ভয় তার আড়ালে সূর্য্য হাসে "।
আকাশের ঘন কালো মেঘ দেখে ভয়ে যদি পথিক পথ চলা ভুলে যায় । সামনে আর অগ্রসর না হয় সেই মাঝ পথেই যদি তার পথ চলার সমাপ্তি টেনে দেন তা হলে সেই পথিক কোন দিন তার লক্ষ্যস্থল জান্নাতে গিয়ে পৌছতে পারবে না । পথ যত দুর্গম আর বন্ধুর হোক না কেন তাকে সেই পথ সাহসীকতার সাথে আল্লাহর উপর দৃড় মনোবল রেখে অগ্রসর হতে হবে । যত বাধা বিপত্তি আসুক না কেন মুসলিম জাতি বীরের জাতি দুনিয়ার সব শক্তির সাথে লড়াই করার সাহস হিম্মত আমাদের থাকতে হবে । কারন আল্লাহ আমাদের সাথে আছেন । তাই আমাদের কিসের ভয় ডর । জান্নাতের তুলনায় দুনিয়াতে আমাদের হারাবার মত মুল্যবান কিছুই নেই আর পাবার মতও কিছু নেই । আমার জান মাল সবই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করা তাই আমিও আমার নয় ।
বাংলাদেশের সহজ সরল ইসলাম প্রিয় মানুষএর সাদা মন গুলো মিছিল করে জানিয়ে দিল তারা এই অন্যায় জুলুম নির্যাতন শোষন স্বৈরাচারিতার মেনে নিবে না । তাই জনগন ভেলোটের মাধ্যমে হায়নাদের রক্ত চোক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের সঠিক জবাব দিয়ে সত্যের ও ন্যায়ের বিজয়ের পথ খুলে দিল। দেশের সরকার দেশের জনগনের জানমালের রক্ষক হয়ে এখন জনগনের জান মাল এর ভক্ষক হয়ে গেল। তাই অবিরত শুধু খুন গুম জেল জুলুম ছাড়া আর শান্তির সুখের কিছুই শুনা যাচ্ছে না । আর শান্তিকামী সুনাগরিক মানুষ গুলো দিকবিদিক শান্তির নিরাপত্তার জন্য প্রতিনিধি হিসাবে ভাল সৎ ও যোগ্য আল্লাহভীরু মানুষ খুজে বেড়াচ্ছে ।
আল্লাহ যাদের হেদায়াত দিয়েছেন কোরান সুন্নাহর মাধ্যমে , যাদের আল্লাহর কাছে জবাব দিহিতার ভয় আছেন , যাদের চরিত্র রাসুল সাঃ এর আদর্শের অনুকরনীয় করতে প্রান পন চেষ্টা করেন। সেই সৎ ও যোগ্য লোকেরাই একমাত্র আল্লাহর কাছে জবাব দিহিতার ভয়ে মানুষের জান মালের হেফাজত দায়িত্ব কে নিজের জানের চেয়েও বেশি মুল্যবান মনে করেন । আর তাই বাংলার মানুষ এবার সব মিথ্যা অপবা্দ ও মিথ্যা প্রহসন নাটকের ইতি টেনে দিয়েছেন ।
যা সাংবাদিক মাহফুজ উল্লাহ সহ অনেক জ্ঞানী গুনিরা বুঝতে পেরেছেন । আর অঘোর ঘুমে যারা বেহুশ আছেন সেই সব নাস্তিক আর যারা জেগে ঘুমান সেই সব মুনাফিক মুশরিক রা শুধু বুঝতে পারেন নাই বা বুঝেও না বুঝার বান ধরে আছেন । তাই একজন বলেই ফেললেন ," মানুষ কি বুঝে যে , বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ভোট দেয় তা উনার মাথার বুদ্ধিতে কুলায় না বুঝার মত ।
আল্লাহ আমাদের হেদায়াত দান করে সিরাতুল মুস্তাকিমের পথে চলে হুদাল্লিন মুত্তাকিন হবার তাওফিক দান করুন
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
পথ যত দুর্গম আর বন্ধুর হোক না কেন তাকে সেই পথ সাহসীকতার সাথে আল্লাহর উপর দৃড় মনোবল রেখে অগ্রসর হতে হবে । যত বাধা বিপত্তি আসুক না কেন মুসলিম জাতি বীরের জাতি দুনিয়ার সব শক্তির সাথে লড়াই করার সাহস হিম্মত আমাদের থাকতে হবে । কারন আল্লাহ আমাদের সাথে আছেন । তাই আমাদের কিসের ভয় ডর ।
অনেক অনেক ধন্যবাদ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
যে সব আধা পাগল বেকুব বিভিন্ন টিভি টকশো ও মিডিয়াতে গলাবাজি করে ইসলাম ও ইসলামপন্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বলদ বললেও হয়তো একটু বেশী সম্মান দেয়া হবে মনে হয়। এসব নাস্তিক বলদ আর সেমি নাস্তিক সেকিউলারদের মাথায় মগজ নেই। তাদের আক্কেলের মধ্যে যেন কুকুরে মলত্যাগ করেছে। মগজের পরিবর্তে ময়লা আছে তাদের মাথায়। দেশ, মাটি ও দেশের মানুষের অন্তরের চাওয়া ও মূখের ভাষা বুঝতে অক্ষম এই অপদার্থগুলো। এরা সব সময় স্রোতের বিপরীতে গিয়ে ভিনদেশী কৃষ্টিকালচারের লালন ও বিস্তার ঘটবার জন্য আধাজ্বল খেয়ে অস্তির। ল্যান্ডিয়ানদের গোলামী আর দাসী হয়েই যেন তারা তৃপ্তিবোধ করে। এসব আবালদের কোন শিকড় নেই এদেশের মাটি ও মানুষের ভিতর।
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
ইসলাম ছাড়া থাকবে না কিছু সেই দিন
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/2662/sottolikhon
মন্তব্য করতে লগইন করুন