এই মাইলস্টনটি বাংলাদেশ ও করতে পরতো?

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০২ মার্চ, ২০১৪, ১২:১৮:১৪ দুপুর



বাংলাদেশ ও আফগানিস্থানের এশিয়া কাপ-২০১৪ খেলার ফাকে তারা জামাত করে সালাত আদায় করে নেয়। তারা আল্লাহকে স্বরণ করে নেয় তাদের কাজের মাঝেও যা সত্যিকারের মুসলিমের চরিত্র হওয়া উচিত।

আমি বলবোনা যে আমাদের বাংলাদেশি টিম প্লেয়ার রা সালাত আদায় করে না (যেহুতু আমি জানি না)। তবে তারা কোন একদিন যদি এভাবে সালাত আদায় করতো তাহলে তারা আজ মাইলস্টন হয়ে থাকতো। আর তারা পেত আল্লহর পক্ষথেকে সাহার্য্য।

সাথে গোটা বিশ্বের সবার কাছে ইসলামকে পৈছে দিত শান্তির পন্থায়। মানুষের ভুল ভাংতো তারা ইসলামেকে আরো বেশি আকড়ে ধরতো। আল্লাহ আফগান টিমকে আরো সুদৃঢ় করুন আর আমাদের টিমকেও বুঝার তাওফিক দিন আমিন।



বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185466
০২ মার্চ ২০১৪ দুপুর ১২:২৪
hasan50 লিখেছেন : great
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
137345
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ
185470
০২ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
আহমদ মুসা লিখেছেন : ভাই কোথায় আগরতলা আর কোথায় চৌকিরতলা! আফগানদের সাথে বাংগালদের তুলনা করা কি চলে? যারা বিশ্বের এক মাত্র পরাশক্তিকে নাকানি চু্বানী খাইয়ে ঠিকে আছে দুনিয়ার বুকে তাদের সাথে কি আমাদের তুলনা হয়? আমাদের চারপাশে ল্যান্ডিয়ানদের মত লেজকাটা শিয়াল জাতিকে যেখানে নম নম করে গোলামীর মত আচারণ করি রাষ্ট্রীয়ভাবে!
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
137344
ইমরান ভাই লিখেছেন : ওরা আফগান আমরা বাংলাগান তাই বেশি পার্থক্য হবার কথা নয় Tongue
185472
০২ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : এগুলো কবের ছবি?
কালকের হলে এটা 20 - 20 নয়।
পোষ্ট লিখার সময় একটু সময় নিবেন ।
না হলে পাঠক ভুল জানবে।
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
137343
ইমরান ভাই লিখেছেন : তোমার জানা থাকলে কমেন্টসে ঠিক টা দিয়ে দাও। আমি মানুষ ভুল হতেই পারে।
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৩
137360
আওণ রাহ'বার লিখেছেন : মুক্তাদিদের হাত কই???
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
137397
ইমরান ভাই লিখেছেন : সবাই যাদি সহিহ হাদিসটাকেই মেনে নিত তাহলে তো তোমার প্রশ্ন করার কোন দরকার ছিলোনা।
বাপ দাদার ট্রেডিশন, সত্য যানার পরেও ছাড়া বহত কঠিন।

নাভির নিচে হাত বাধার হাদিস যইফ তাই তার উপর আমল করা যাবে না।
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৪
137398
ইমরান ভাই লিখেছেন : আর এরা আমাদের আই কন না। আমাদের আইকন রসুল (সা) ও তার সাহাবা (রা)। এদের ভালো কাজগুলো নিতে হবে আর যা মন্দ তা পরিহার করতে হবে। আর এই ভাল মন্দ বিচারের মাফকাঠি হবে কোরআন ও সহিহ হাদিস।

যেটা যইফ সেটা বাদদিয়ে সহিহটাকে অনুসরন করার জন্য নিয়ো।
185482
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৪
137346
ইমরান ভাই লিখেছেন : আপনাকে ধন্যবাদ।

তবে আপনার কাছে একটা প্রশ্ন:

এমন কিছু পোস্ট আছে একটু আগে যে পোস্ট পড়লেন তার বীপরিত কিন্তু আপনি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। এর অর্থ কি আপনি ভুল শুদ্ধ সব কিছুকেই মেনে নেন?

(ধন্যবাদ জ্ঞাপনের বীপরিত বলছি না ‍ভুল আর শুদ্ধর কথা বলছি)
185487
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
মেঘমুক্ত আকাশ লিখেছেন : বাংলাদেশী নামাজ পরলেই জঙ্গী হবার সম্ভবনা ছিল তো। ভারতীয় সিনেমা, সিরিয়ালে হিন্দু ধর্মের আনুষ্ঠানিকতা থাকলেও বাংলাদেশের নাটক সিনেমায় ধর্মীয় বিষয় আনলেই শুরু হয়ে যায় যত সমস্যা।
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৮
137347
ইমরান ভাই লিখেছেন : খুবই চমৎকার একটা কথা বলছেন। সত্যি একদম সত্য কথা। হিন্দি সিরিয়ালের শঙ্খ বাজানোর শব্দ, উলু দেবার শব্দ, পুজার শব্দ হর হামেশই শোনা যায় বাসায় বাসায়।

মুসলিমদেরকে আমরা মুসলমানরাই জঙ্গী লেবেল লাগানোর জন্য কিছুটা দায়ী।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস এর জন্য। Love Struck Love Struck
185496
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : কালকের খেলাটি ওডিআই ছিলো ৫০ ওভারের।
আর প্রথম ছবিটায় তারা কোথায় হাত বেধেছে? Big Grin Big Grin
যাক ইমরান ভাইয়ের অজান্তেই দাওয়াত হলো Tongue Tongue
কালকে খেলার মধ্যে সর্বপ্রথম এ দৃশ্যটিই আমি দেখেছি?
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
137351
ইমরান ভাই লিখেছেন : ঠিক করে দিয়েছি ধন্যবাদ তোমাকে।
প্রথম ছবিটার ইমামকে দেখো ভালোকরে। হাত নাভি থেকে উপরেই আছে।

আর নিচের এই ছবিটার সাথে মিলিয়ে নায় কনফিউজড হবার কিছু নাই।
সঠিকটা সামনে আসলে তা মানাই সব থেকে বুদ্ধিমানের কাজ।
নাভির নিচে হাত বাধার হাদিস যইফ তাই মানা যাবে না।
নিচে দেখ....

185502
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। সুন্দর কথা বলেছেন। আসলেই নিজের কাজের উদাহরণের মাধ্যমেই ইসলামের দাওয়াত পৌছাতে হবে। জোড় করে তো ইসলাম প্রচার করা যায় না।
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
137392
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ নেহায়েৎ ভাই। খুব সঠিক কথাই বলেছেন। Love Struck Love Struck
185508
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
আওণ রাহ'বার লিখেছেন : আমি জানি হাদীস বলতে রাসুলের বানী, কার্যক্রম এবং মৌনসম্মতি। আর সেটার সহীহ বা জয়ীফ রাবীর উপর নির্ভর করে।
এভাবে বলি হাদীসটির রাবী দুর্বল।
আর একটা কথা আমি স্বল্প জ্ঞানের মধ্যে দেখেছি কিছু আহলে হাদীস ভাইরা হাদীসকে অসম্মান করেন যেটা অনুচিৎ ।
যেমনঃ
এক আহলে হাদীস ভাইকে আমি বললাম আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ি আপনি কি বলেন?
সে বললো এটি পিকুলিয়ার টাইপ আমাল। আর এটা জাল হাদীস।
[আর আমি যেটা জানি আলেমদের মধ্যেও এটা নিয়ে বিভেদ আছে কেউ বলেন যয়ীফ আবার কেউ বলেন জাল। যেমন কওমি ওলামায়ে কেরাম এই আমাল সমর্থন করেন।]
তাকে আমি বললাম ভাই আমি এ আমালটা করে ফায়দা পেয়েছি। সরাসরি ফায়দা পেয়েছি।
তিনি বলে উঠলেন মানুষ কুফরি কালাম করেও ফায়দা পায়।
আমার কথা।
ভাই একটা হলো যয়ীফ হাদীস আরেকটা কুফরি কালাম আপনি এটার সাথে ওটার তুলনা কেনো করবেন?
যয়ীফ হাদীসকেও সম্মান করুন। এভাবে অসম্মান করবেননা। ধন্যবাদ।
আর আমি ওলামায়ে দেওবন্দ কে মুহাব্বাত করি। কিন্তু কাউকে ঘৃনা করিনা বা কারো প্রতি বিদ্ধেষ নাই।
আমরা একসাথে কাজ করি আমার পাশের এক ভাই আহলে হাদীস।
তো তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়নি কখনও।
আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমাল করার কাওফিক দান করুন।
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৮
137390
ইমরান ভাই লিখেছেন : দেখ রাহবার, অনেক আহলেইলম মুহাদ্দিসিন তারা সরাসরি বলেছেন "হাদিসটি যইফ" তার পরে তারা হাদিসটির রাবির দোষত্রুটি বর্ণনা করেছেন। তাহলে তারা কি অসম্মান করেছেন? না তারা অসম্মান করেননি। তারা হাদিস যইফ বলতে হাদিসের রাবিকেই বুঝিয়েছেন। আর এটা জানা কথা হদিস যইফ হয় হাদিসের রাবি যইফ হবার কারনে।
তাই যে লাউ সেই কদু।

আর সেই ভাই তোমােকে যে যুক্তি দিয়েছে তাতে তোমার সন্ধেহ থাকলে তার কাছে দলিল নাও আর যাচাই করো। তাহলেই ব্যাস হয়ে যায়।

এটাও দেখার বিষয় অনেকের মুখের থেকে যখন কোন কথা বের হয় তা শুনতেই অনেক কস্ট লাগে কারন তার কথা বলার অভ্যাসেই রাগের ভাবে কথা বলা। এটা সবার জন্য প্রযোয্য নয়।

আর যইফ হাদিসকে কি রখম সম্মান করতে হবে তা তুমি সহিহ মুসলিমের ইমাম মুসলিমের (র) মুকাদ্দামা অধ্যায় পড়লেই পাবে ইনশাআল্লাহ।

তবে সম্মানে নাও আর অসম্মানে নাও হাদিস যইফ হিসেবে সাব্বস্ত হলে তার আমল করা যাবে না।

আমার সাথেও তো তোমার কথা কাটাকাটি হচ্ছে কই আমিকি তোমাকে কোন কটু কথা বলেছি? তুমি না মানতেই পারো কেননা তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। তবে আমার পক্ষ থেকে আল্লাহ ও তার রসুল (সা) এর কথা প্রচার করতে হবে তাই বলি। কারো কস্ট লাগলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ।

তার পরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ।
185535
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৬
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
137391
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck
১০
186017
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৫
সজল আহমেদ লিখেছেন : আফগানিস্তানই সেই রাষ্ট্র যারা ইসলামি আইন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছে।
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
137847
ইমরান ভাই লিখেছেন : হুম ঠিক বলেছেন।
১১
186555
০৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
বিদ্যালো১ লিখেছেন : thik bolechen vai. But ai jonno Iman shokto hoite hobe.
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৮
138348
ইমরান ভাই লিখেছেন : ঠিক বলেছেন আপনিও ভাই। ধন্যবাদ আপনাকে Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File