বুকভরা কষ্ট নিয়ে চলে গেছ তুমি না ফেরার দেশে....

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০২ মার্চ, ২০১৪, ০১:০৩:২১ দুপুর

মেজভাই তোমার আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী।তোমাকে খুব মিস করতেছি। জানি আমার উপর তোমার খুব অভিমান ছিল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু তুমি হয়ত জাননা আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। তুমি কি জানতে যতটা কষ্ট তুমি পেয়েছ তার ছেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আমি খুব আশ্চার্য্য হতাম যখন আমি তোমার সাথে খারাপ আচরণ করার পরও তুমি আমার সাথে স্বাভাবিক আচরণই করতে। আমারা সবাই জানতাম তোমার কোন দোষ ছিল না। কিন্তু যার দোষ ছিল তাকে কিছু বলার অধিকার তো আমাদের ছিলনা। তুমি আমার ভাই তাই তোমার উপর আমার সব রাগ দেখাতাম। হয়ত তুমি ভাবতে ছোট ভাই হয়েও আমি তোমার সাথে কিভাবে এরকম আচরণ পারতাম। আমি ভাবতাম তোমাকে কষ্ট দেবার পেছনের কারণ তুমি একদিন জানতে পারবে। কিন্তু সেই সূযোগ তুমি আমাদেরকে দাওনি। ওপারে চলে গেছ নিজে সব কষ্ট নিয়ে। তুমি আর কোন দিনও ফিরে আসবেনা। আর কখনো তুমি আমার সাথে দুষ্টুমি করবেনা। পাশে থাকবেনা আগের মত সবচেয়ে কাছের বন্ধু হয়ে।

দোয়া করি আল্লাহ যাতে তোমাকে জান্নাত বাসি করে।

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185859
০৩ মার্চ ২০১৪ রাত ০৩:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আমীন!
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:২২
137810
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ আমার ভাইটির উদ্দেশ্যে দোয়া করার জন্য @সাদিয়া মুকিম
186016
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
সজল আহমেদ লিখেছেন : খোদা পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক।
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
137843
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আামিন...
ধন্যবাদ @সজল আহমেদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File