আমিরিকায় সমকামীতার বৈধতা দিলে আমাদের সমস্যা কি?
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৯ জুন, ২০১৫, ০৯:৩৯:৫১ রাত

গতকাল আমার এক ফেবু ফ্রেন্ড তার প্রোফাইল পিক চেঞ্জ করে রংধনু রংয়ের একটি প্রােফইল পিক দিয়েছে দেখলাম । আজ দেখলাম সমকামীদের পক্ষে সাফায় গেয়ে মিলিয়ে দেড়-হাত লম্বা এক স্টেটাস দিয়েছে।
আমি মনোযোগ দিয়ে লেখাটি পড়ে দেখলাম যেখানে তিনি সত্য-মিথ্যা এবং অর্ধ সত্য সংমিশ্রন ঘঠিয়ে লেখাটিতে সমকামিতাকে অনেক উন্নত এবং ইন্টারেস্টিং বিষয় হিসেবে উত্থাপন করেছে।
তখন আমি স্টেটাসটিতে কমেন্টস করে বললাম "দাদা- আর উই গে?"
দাদা আমার কমেন্টসটি পড়ে আমার উপর এমন ভবে ক্ষেপে উঠল যেন কাছে পেলে মন হয় নির্ঘাত খুন করে ফেলত। আমাকে বিয়াদব-তিয়াদব বলে অনেক গুলো গালি দিয়ে আমাকে ব্লক মারে। শুধু তাই নয় আমার এক কলিগকে ফোন করে আমার বিরোদ্ধে নালিশও করেছে যে আমি নাকি তাকে "গে টাইপের লোক" বলেছি। এখানে বলে রাখি আমার এই ফেইচবুক ফ্রেন্ডটি আমার ঐ কলিগের আত্বীয় এবং আমার সাথে তার একটি ব্যাপারেও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। যার কারনে বেশিক্ষন ব্লক করে রাখতে পারেনি। ৪ ঘন্ট পর দেখতেছি ব্লক রিমুভ কের দিয়েছে। তখন আমি তার প্রোফাইল চেক করে সমকামিতা পক্ষে দেওয়া স্টেটাস টি আর খুজে ফেলাম না। অথ্যাৎ ডিলিট করে দিয়েছি।
তখন আমি হ্যালো বলে ইনবক্সে নক করলাম। ম্যাসেজটি সিন হওয়ার পরপর সে আবারো আমাকে ব্লক মারে
।
এখন আমার প্রশ্ন হল সমকামিতা যদি এতই উন্নত এবং ইন্টারেস্টিং বিষয় হয়ে থাকে তবে সে আমার উপর এতটাই ক্ষেপে গেল কেন?
দাদাকে গে টাইপের বলাতে যখন এত রেগে গেল তারমানে কি এটা দাড়ায় না যে সমকামিতা খুব খারাপ/অসভ্য একটি অভ্যাস?
ইসলাম পন্থিদের কাছে আমার অনুরোধ,
আমেরিকায় সমকামী বিয়ের অনুমোদন দিয়েছে তাদিয়ে আপনার বা আমার কিছুই যায় আসে না। হোমোসেক্স বা সমকামীতা এটা আমেরিকানদের জন্য নতুন কিছু না , এটা ওদের সংস্কৃতি । ওদের স্মার্টনেস হলো বিলিয়ে দেওয়া। দয়াকরে এইসব ফালতু বিষয় প্রচার করবেন না , বিষ্টা নাড়াচাড়ার জিনিষ না , ত্যাগের জিনিষ , ত্যাগেই করুন তাতেই মঙ্গল ।
অনেকে আছে রংধনুর পিকচার কভার ফটোতে লাগিয়ে , ,পাশে ছোট্র করে লিখে দিচ্ছেন "ওটাকে না বলুন ।
রংধনুর যে বিশেষ কোন অর্থ আছে এটা আগে জানতাম না , ইসলামপন্থিরা প্রচার করে তা শিখিয়েছেন।
তবে আমি মনে করি এসব ফলতু বিষয় নিয়ে মুসলিমদের বাড়াবাড়ি করার কিছুই নেই। একটি কথা মনে রাখা দরকার যে "বিপরিত ধর্মী চার্জ পরাষ্পরকে আকর্ষন করে এবং সমধর্মী চার্জ পরাষ্পরকে বিকর্ষন করে"।
ঠিক তদ্রুপ সমলিঙ্গের বিয়ে কখনো সমাজে স্থায়ী লাভ করবে না কারন সমধর্মী চার্জ পরাষ্পরকে বিকর্ষন করে।
কিন্তু আমাদের বাড়াবাড়ির কারনে কিছু ইসলাম বিদ্ধেষি মানুষ জিত করে এটা কে জাযেজ করার চেষ্টা করতেছে। আমার থেকে গেলে অটোমেটিকলি তারাও থেমে যাবে।
একটি কথা মনে রাখবেন, "প্রচারেই প্রসার" । তসলিমা নাসরিন তার লেখা দিয়ে কখনো বিখ্যাত হতে পারেনি। বিখ্যাত হয়েছে আমাদের অতিরঞ্জিত আলোচনা সমালোচনার করনে। কোন বিষয়ে যদি বাধ্য হয়ে প্রতিবাদ করতে হয় তবে আমার মত ইউক পয়েন্টে হিট করুন।
বিষয়: বিবিধ
২২৩৩ বার পঠিত, ২০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সমস্যাটা হচ্ছে এই দেশের তথাকথিত আধুনিকরা এর মাধ্যমে নিজেদের জাতে তুলতে চায়!!
এদিকে, মুমিনের আল্লা মাইনকা চিপায় পরেছে। 'কওমে লুতের' ভয় দেখিয়ে আমেরিকার ধারে কাছে যেতে সাহস পান্না তিনি।
ঘাবড়ে গেলেন নাকি! সমকামিদের কতল করে ঈমানী দায়িত্ব পালন করবেন্না? সমকামিতার অভিযোগে আপনার আল্লা নাকি কওমে লুত ধ্বংস করেছে, তাহলে আমেরিকার ক্ষেত্রে আল্লার এত ভয় কেন?
মন্তব্য করতে লগইন করুন