প্রেম কি শুধুই মানব-মানবীর??????????
লিখেছেন লিখেছেন স্বপ্নিল আকাশ ২৯ জুন, ২০১৫, ১১:৪৪:৫৫ রাত
প্রেম,ভালবাসা,ইশক,মুহাব্বত সবই ভিন্ন ভিন্ন
দুটি অস্তিত্বকে একই বিন্দুতে এসে বেধে রাখে।
রুপ-রস আর রঙে সাজিয়ে কল্পনায় গাইতে থাকে
হাজারো সুখ সঙ্গীতের।
তবে প্রেম কি শুধু মানব-মানবী,
কপোত-কপোতীর ফ্রেমে আবদ্ধ?
তাহলে প্রকৃতি প্রেমী,সাগর প্রেমী,নদী প্রেমী
ও জীব প্রেমী বলা হয় কেন???
অস্বীকার করার অক্ষমতা থাকা স্বত্ত্বেও যেটাকে
অস্বীকার করা হয় তা হল খোদা প্রেম বা স্রষ্টার প্রেম.
অন্য সকল প্রেমই তো স্রষ্টার সৃষ্টি জগতের দুটি
অস্তিত্ত্বের মিলন।
যা সৃষ্টি জগতের দুটি অস্তিত্ত্বের মিলনকে রোমাঞ্চকর
পরিণতির দিকে ধাবিত করার জন্য গড়েছে
প্রেমের তাজমহল।
র্জীণ কুটিরে বাস করেও প্রেমিকের বাহুডোরে
আবদ্ধ অবস্থায় রাতের সিন্ধ মায়ায় জোৎস্নার
অবগাহনকে মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে!!!
দুটি স্বত্ত্বার মিলনকে সামনে দাঁড় করিয়ে দিয়ে
একজন অপরে যেমন মিলে যাচ্ছে,তেমনি দিচ্ছে
সর্বোচ্চ প্রিয় জীবন পর্যন্ত।
প্রিয়তমাকে ভালবেসেই যেতে পারে ফাঁসির কাষ্ঠে।
একবার ভেবে দেখুন তো---------------
স্রষ্টা নিজেই একটি অমর স্বত্ত্বা।আর আমরা তার সৃষ্টি
একেকটি অস্বিত্ব।
তাহলে সৃষ্টি যদি স্রষ্টার কাছে ভালবাসা পেতে চাই,হতে চায় তাঁর প্রিয়,আর এজন্য তাঁর ইচ্ছার কাছে সর্মপন করে যদি জীবন দেয় তাহলে তাকি
প্রেম বা ভালবাসা হতে পারে না???
প্রেমের অমর টানে যদি রাজকুমার প্রাসাদ ছেড়ে বেদের মেয়েকে
নিয়ে অজানায় পাড়ি দেয়,রাখালের বাশিঁর সুর শুনে কুমারী রানী হাত ধরে পালিয়ে গিয়ে কুটিরে বাসের স্বপ্ন দেখে তাহলে---
স্রষ্টার প্রেমে পাগল হয়ে প্রেমিক সৃষ্টি অস্বিত্ব যদি সবটুকু
উজাড় করে আত্মসমর্পন করে,মোহনীয়,মায়াবী অকল্পনীয়
সুখের আধার জান্নাতের লোভে যদি সব ত্যাগ-কষ্ট
স্বীকার করে তাহলে কেন তাকে সাম্প্রদায়িকতার তালিকা
ভুক্ত করতে হবে???
সংর্কীন এ চিন্তাধারা শুধুমাত্র কেন সৃষ্টি জগতকে কেন্দ্র
করেই গড়ে উঠবে????
স্রষ্টার অস্বিত্ব আর তাঁর প্রেমে অবগাহন কি বিবেচ্য নয়?
এ বোধ বা অনুভূতিই আপনাকে,আমাকে সৃষ্টি
ও স্রষ্টার এক অর্পূব মিলনের পথ দেখাবে........................
....................................................................................
যার সমাপ্তিতে শুধুই তৃপ্তি আর প্রাণোচ্ছল হাসি।।।।।।।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন