খ্রিষ্টান বাবা এবং হিন্দু মায়ের ঘরে জন্ম নেওয়া মেয়েটিকে সাজানো হয়েছে মুসলিম!!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৫ অক্টোবর, ২০১৪, ০৩:০৮:১১ দুপুর
গতকাল নিউজ ফিল্ডে একটি পেইজের নাম দেখে খুব আগ্রহ সহকরে পেইজটিতে ক্লিক করলাম। পেইজটির নাম দেওয়া হয়েছে "যে কারণে মুসলিম মেয়েটি হিন্দু ধর্ম গ্রহন করল" ।
আমার আগ্রহের কারণ হল জীবনে কখনো শুনি নাই যে কোন মানুষ ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়েছে। যদিও অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে। সেটা ভিন্ন বিষয় কারণ তারা হিন্দু ধর্ম কে গ্রহন করেনি। গ্রহন করেছে হিন্দু ছেলেকে।
পেইজটিতে গিয়ে দেখিযে মেয়েটি আর কেউ নয় ইন্ডিয়ার নাম করা নায়িকা দিয়া মির্জ। ইন্ডিয়ান নায়ক সালমান খান, শাহরুখ খান দের ইসলাম আমাদের জানা আছে। কেমন ধর্মপ্রান তারা!!!! তাদের শুধু মাত্র "খান" উপাদি দিয়ে বিবেচান করলে শুধু মাত্র নামের শেষে খানের জন্য মুসলিম বলতে পারি। সেই হিসেবে দিয়া মির্জাও এক হবে সেটা ধরে নিয়েছিলম।
কিন্তু এই পেইজের এডমিন (হিন্দুরা) দিয়া মির্জাকে একেবারে হুজুরের মেয়ে বানিয়ে দিল। আরো বলা হল ইসলামকে ঘৃনার সাথে প্রাত্যাখান করে হিন্দু ধর্ম গ্রহন করেছে। এমন ভাবে বলা হল যাতে দিয়া মির্জা আগে একে বারে ধর্মপ্রান মুসলিম ছিল। এবং এর মধ্য দিয়ে প্রমানিত হল হিন্দু ধর্ম পৃথিবীর একমাত্র সত্য ধর্ম।
এর নিচে আরেটা স্টাটাসে দেখলাম সিলেটেও নাকি এক মুসলিম মেয়ে হিন্দু ধর্ম গ্রহন করেছে। যদিও কোন নিউজ লিংক বা মেয়েটির পরিচয় দেয়নি। আরাে বলা হয়েছে বর্তমানে নাকি হিন্দু ধর্মের জয় জয়কার চলতেছে। সকল মুসলিম মেয়েদের কে হিন্দু হয়ে যাবার জন্য আহবানও করা হয়েছে
এমন ভাবে স্টেটাস টি দিয়েছে যা দেখে মনে হবে দিয়া মির্জা কে একেবারে দেবীদের আসনে বসাতে চাচ্ছে।
স্টেটাসের লাইকের বন্যা বইয়ে দিচ্ছে হিন্দুরা। কমেন্টও জয় গুরু, জয় সনাতনধর্মসহ বুক ফুলিয়ে মন্তব্য করতেছে। এমন কি ইসলামকেও গালাগালি করতেছে অনেকে। সেখানে কিছু মুসলিমও গিয়ে ইসলামকে গালাগালির প্রতিবাদ করে তাদের মন্তব্যর জবাব দিচ্ছে।
তখন আমি ইউকিপিডিয়াতে চার্চ করে দেখলাম দিয়া মির্জার জন্ম এক ক্যাথলিক খিষ্ট্রান বাবা এবং বাঙ্গালী হিন্দু মার পরিবারে। অথ্যাৎ সেখানেও ধরা খেয়ে ফেলেছে
লিংক Dia Mirza
তখন আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে এই ধরনের মিথ্যাচার করে সাম্প্রদায়িকাতে উসকে না দেবার জন্য অনুরোধ করি। কিন্তু সাথে সাথে আমার মন্তব্যটি মুছে দিয়ে আমাকে পেইজটিতে ব্যান করে।
যখন হিন্দু মেয়েরা ইসলাম গ্রহনের জন্য দল বেধে মুসলিম ছেলেদের বিয়ে করে তখন হিন্দুরা বলিস "লাভ জিহাদ"। এখন একজন খিষ্টান মেয়েকে মুসলিম বানিয়ে প্রচার করতেছে।
বিষয়: বিবিধ
৬৬১২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন