খ্রিষ্টান বাবা এবং হিন্দু মায়ের ঘরে জন্ম নেওয়া মেয়েটিকে সাজানো হয়েছে মুসলিম!!!!

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২৫ অক্টোবর, ২০১৪, ০৩:০৮:১১ দুপুর



গতকাল নিউজ ফিল্ডে একটি পেইজের নাম দেখে খুব আগ্রহ সহকরে পেইজটিতে ক্লিক করলাম। পেইজটির নাম দেওয়া হয়েছে "যে কারণে মুসলিম মেয়েটি হিন্দু ধর্ম গ্রহন করল"

আমার আগ্রহের কারণ হল জীবনে কখনো শুনি নাই যে কোন মানুষ ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়েছে। যদিও অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে। সেটা ভিন্ন বিষয় কারণ তারা হিন্দু ধর্ম কে গ্রহন করেনি। গ্রহন করেছে হিন্দু ছেলেকে।

পেইজটিতে গিয়ে দেখিযে মেয়েটি আর কেউ নয় ইন্ডিয়ার নাম করা নায়িকা দিয়া মির্জ। ইন্ডিয়ান নায়ক সালমান খান, শাহরুখ খান দের ইসলাম আমাদের জানা আছে। কেমন ধর্মপ্রান তারা!!!! তাদের শুধু মাত্র "খান" উপাদি দিয়ে বিবেচান করলে শুধু মাত্র নামের শেষে খানের জন্য মুসলিম বলতে পারি। সেই হিসেবে দিয়া মির্জাও এক হবে সেটা ধরে নিয়েছিলম।

কিন্তু এই পেইজের এডমিন (হিন্দুরা) দিয়া মির্জাকে একেবারে হুজুরের মেয়ে বানিয়ে দিল। আরো বলা হল ইসলামকে ঘৃনার সাথে প্রাত্যাখান করে হিন্দু ধর্ম গ্রহন করেছে। এমন ভাবে বলা হল যাতে দিয়া মির্জা আগে একে বারে ধর্মপ্রান মুসলিম ছিল। এবং এর মধ্য দিয়ে প্রমানিত হল হিন্দু ধর্ম পৃথিবীর একমাত্র সত্য ধর্ম।

এর নিচে আরেটা স্টাটাসে দেখলাম সিলেটেও নাকি এক মুসলিম মেয়ে হিন্দু ধর্ম গ্রহন করেছে। যদিও কোন নিউজ লিংক বা মেয়েটির পরিচয় দেয়নি। আরাে বলা হয়েছে বর্তমানে নাকি হিন্দু ধর্মের জয় জয়কার চলতেছে। সকল মুসলিম মেয়েদের কে হিন্দু হয়ে যাবার জন্য আহবানও করা হয়েছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

এমন ভাবে স্টেটাস টি দিয়েছে যা দেখে মনে হবে দিয়া মির্জা কে একেবারে দেবীদের আসনে বসাতে চাচ্ছে।

স্টেটাসের লাইকের বন্যা বইয়ে দিচ্ছে হিন্দুরা। কমেন্টও জয় গুরু, জয় সনাতনধর্মসহ বুক ফুলিয়ে মন্তব্য করতেছে। এমন কি ইসলামকেও গালাগালি করতেছে অনেকে। সেখানে কিছু মুসলিমও গিয়ে ইসলামকে গালাগালির প্রতিবাদ করে তাদের মন্তব্যর জবাব দিচ্ছে।

তখন আমি ইউকিপিডিয়াতে চার্চ করে দেখলাম দিয়া মির্জার জন্ম এক ক্যাথলিক খিষ্ট্রান বাবা এবং বাঙ্গালী হিন্দু মার পরিবারে। অথ্যাৎ সেখানেও ধরা খেয়ে ফেলেছে Winking Winking Winking Winking Winking

লিংক Dia Mirza

তখন আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে এই ধরনের মিথ্যাচার করে সাম্প্রদায়িকাতে উসকে না দেবার জন্য অনুরোধ করি। কিন্তু সাথে সাথে আমার মন্তব্যটি মুছে দিয়ে আমাকে পেইজটিতে ব্যান করে। Wave Wave Wave

যখন হিন্দু মেয়েরা ইসলাম গ্রহনের জন্য দল বেধে মুসলিম ছেলেদের বিয়ে করে তখন হিন্দুরা বলিস "লাভ জিহাদ"। এখন একজন খিষ্টান মেয়েকে মুসলিম বানিয়ে প্রচার করতেছে।

বিষয়: বিবিধ

৬৬১২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278035
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৭
অনুরণন লিখেছেন : "ইউকিপিডিয়া"তে "চার্চ" করে আর কি কি পাওয়া গেছে ভাই?
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
221848
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : লিংক দেওয়া আছে কষ্ট করে পড়ে নিন।
278037
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০০
প্রেসিডেন্ট লিখেছেন : অনুসন্ধানী পোস্টের জন্য অনেক ধন্যবাদ। তারা মিথ্যাচার আর অপপ্রচার টা ভাল পারে।
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
221880
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইদানিং দেখা যাচ্ছে হিন্দু পেইজ গুলোতে ইসলাম বা মুসলিমদের বিরোদ্ধে বিদ্ধেষ ছড়ানোটা প্রধান ইবাদত হয়ে দাড়িয়েছে।
278041
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৩
লজিকাল ভাইছা লিখেছেন : আসলে এই রাম ছাগল গুলো, পেপের- পত্রিকাও পড়ে না দেখছি । দিয়া মীর্জার বিয়ের আগেরদিন বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকায় সহ বেশ কিছু পত্রিকায়, ভারতের ইন্ডিয়া টুঁডে, টাইম অফ ইন্ডিয়া , পত্রিকায় দিয়া মীর্জার বিয়ের খবর প্রচার করেছিল, সেখানে তারা সবাই তার জন্ম পরিচয় দিয়েছিল, সে একজন আয্য ধর্মের বিশ্বাসী মানুষ, তার মা বাঙ্গালী হিন্দু। মীর্জা নাম হলেই কি সে মুসুল্মান। আর মজুমদার নাম হলেই কি সে হিন্দু? ধন্যবাদ ভাই
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৩
221881
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : রাম ছাগল বলে তো এতাে ধরা খাবার পরও কুত্তার মত ঘেউ ঘেউ করে। কিন্তু সমস্যা হচ্ছে তারা যেভাবে মিথ্যা প্রচার করতেছে তা অনেকে বিশ্বাস করেও ফেলতেছে সত্যটা না জানার কারণে
278053
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যা বলতে বলতে তাদের অবস্থা এমনই যে সত্য কি সেটা ভুলে গিয়েছে!!!
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:১১
221882
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই রকম হাজারও মিথ্যাকে তারা সত্য বলে প্রচার করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা যেভাবে মিথ্যা প্রচার করতেছে তা অনেকে বিশ্বাস করেও ফেলতেছে সত্যটা না জানার কারণে
278059
২৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৩
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ আপনাকে ইসলাম ধর্মকে অপমান ও আঘাত হানতে পারে এমন একটি ব্যাপার সবার সাথে শেয়ার করার জন্য। আল্লাহ আপনাকে এর উত্তম জাযা দিন, আমিন।
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:২২
221887
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সব হিন্দু পেইজ গুলোতে ইসলাম বা মুসলিমদের বিরোদ্ধে বিদ্ধেষ ছড়ানোটা প্রধান ইবাদত হয়ে দাড়িয়েছে। আপনি কয়েকটা পেইজ ভিজিট করলে সহজেই বুঝতে পারবেন। বানিয়ে বানিয়ে এমন সব আজগবী কাহিনী গুলো লেখে যার কোন ভিত্তি নাই।
278075
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
ক্ষনিকের যাত্রী লিখেছেন : শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইরান। Happy Good Luck Good Luck Good Luck
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:২২
221888
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
278076
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
মামুন লিখেছেন : সকলের জন্য এমন একটি সতর্কতামূলক পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Thumbs Up
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৫
221893
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কথায় আছে না সুখে থাকলে ভুতে কিলা্ই। হিন্দু দের ক্ষেত্রে এটা হয়েছে।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১৩
221987
মামুন লিখেছেন : সহমত আপনার সাথে।Good Luck
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৮
222012
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : দিয়া মির্জা সবার পরিচিত মুখ তাই সত্যটা প্রমান করতে পেরেছি। কিন্তু তারা অনেক সময় অখ্যাত কিছু মানুষ নিয়ে আষাড়ের গল্প লিখে। অখ্যাত হওয়ায় তাদের ব্যাক্তিগত সঠিক তত্ব না পাওয়ার কারণে সত্যটা প্রকাশ করতে পারতেছিনা। তাই এখন আমাদের করতে হবে যে "প্রমানিত সত্য দিয়ে সন্দেহমূকে অসত্য গুলোকে মোকাবেল করা।"Surprised
278084
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে আনেক ধন্যবাদ। Happy
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
221895
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
278092
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
শেখের পোলা লিখেছেন : অনেকের ভুল ধারনা ভেঙ্গেদেবার জন্য ধন্যবাদ৷
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
221898
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভিত্তি ছাড়া এসব কথাই কান দিবেন না। পারলে তাদের ভন্ডামি গুলো ধরে দেবার চেষ্টা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File