অবাক হলুম.. ...সোনার বাংলা ব্লগের সম্পাদকের পরিনতি হবে এই ব্লগের সম্পাদকের।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৪ নভেম্বর, ২০১৪, ০৩:০০:৩৬ দুপুর
লিখবো না ভাবছিলাম, তার পরেও লিখছি এটা আমার দায়িত্ব ভাবলাম তাই।
আমাদের একজন ব্লগার তিনি সকালে একটা পোস্ট দিয়েছেন আশুরা নিয়ে।
তিনি সম্পাদক বরাবর অনেক বাজে কথাই বলেছেন এবং হুমকিও দিয়েছেন যে "সম্পাদকের অবস্থা হবে সোনার বাংলাদেশ ব্লগের সম্পাদকের মতো এবং তিনি তাদের সাথে যুদ্ধ করবেন"
এই লেখার কমেন্টে ব্লগার "বিবেক" খুব দারুন একটা কমেন্ট করেছেন শালীন ভাষায়। এবং আমিও কমেন্ট করেছি।
সমস্যা হচ্ছে ফখরুল সাহেব প্রথমে যে লেখাগুলো দিয়েছিলো এবং যার পরিপ্রেক্ষিতে "বিবেক" সাহেব কমেন্ট করেছিলো হঠাৎ করে ফখরুল সাহেব তার লেখা এডিট করে অশালীন অংশ বাদ দিয়েছেন ফলে ভাবটা এমন হয়েছে
"ফখরুল হয়ে থাকলেন বিজ্ঞ লেখক আর আমরা হয়ে থাকলাম নিন্দুক পাঠক হিসেবে"
তাই দেখুন ফখরুলের প্রথম লেখার স্কৃণশর্ট এবং শয়তান কাকে বলে দেখে রাখুন।
পোস্টের প্রথম অংশ:
পোস্টে মাঝের অংশ আগের মতোই আছে তাই লিংক গিয়ে দেখুন Click this link
পোস্টের শেষের অংশ:
=====================
অবাক হই, কিভাবে একজন ব্লগার এভাবে বলতে পারে !!!!!! তার পরেও কি আপনাদের শয়তান চিনতে অনেক দুরে যেতে হবে!!!!!
বিষয়: বিবিধ
২৬৭৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগ্রাসিভ হ্যাডার:
শান্ত শয়তানি হ্যাডার:
গালি দেয়া ঠিক না জেনেও অনিচ্ছাকৃত ভাবেই এসে যায় কিছু খারাপ শব্দ 'ফখরুল ইসলাম সাহেবের' লেখনী পড়লে! ব্যাটা নিজে কে এতো বড়ো জাননেওয়ালা মনে করে!
নিজের মতকেই একমাত্র সঠিক সাব্যস্ত করতে চায় বিশ্রী ভাবে!
ওর লেখাটা আমিও পড়ে শুধু রিপোর্ট করেছি!
ওর আক্রমণাত্মক বক্তব্য মৃতের শরীরেও রাগ জাগাবে!
আশা করি ভালো আছেন।
লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।
[আমার কাছে আপনার কিছু পাঠানোর কথা ছিল। আমি অপেক্ষায় রয়েছি...]
তবে ব্লগের পরিবেশটা সূস্থ্য ও মার্জিত রাখার দায়ভার মডু মামাদেরই নিতে হবে।
ধন্যবাদ।
ধন্যবাদ ইমরান ভাই ভাইয়া ।
ধন্যবাদ আফরা
আমারতো ওর লেখা দেখলে মেয়ে নিয়ে অবসেসড তীব্র মানসিক রোগি মনে হয়।
ধন্যবাদ ইমরান ভাই ভাইয়া ।
অ. ট : এহেম .... রাইয়ান আপুকে মনে হয় ভুলেই গেছেন , ভাইয়া !
হ্যা এটা ঠিক বলছেন, এরখম পচাগন্ধযুক্ত পোস্ট এরিয়ে যাওয়াই বেস্ট। আল্লাহ আপনাকে উত্তম জাজায়েখায়ের দান করুন, আমীন।
আসল কথা হচ্ছে পানি রাখার মাঠির কলসির হান্ধা ভেঙ্গে গেলে মেরামতের মাধ্যমে জোড়া লাগানো যায়। কিন্তু কোন কলসির তলা ভেঙ্গে ঝড়ে পরলে সেই কলসিকে আর মেরামত করে ঠিক করা যায় না। ফকরুল এবং তার সমগোত্রীয় মানব গার্বেজগুলোর অবস্থা হচ্ছে ভেঙ্গে পড়া তলাবিহীন কলসির মতই। এসব বলদদের পাগলামীপূর্ণ প্রলাপে ডিবেইটে না যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
মন্তব্য করতে লগইন করুন