বাংলাদেশের জেলাত্তবধক গান (নোয়াখালীর আঞ্চলিক গান)
লিখেছেন লিখেছেন ফখরুল ০৪ নভেম্বর, ২০১৪, ০১:৪২:৫৩ দুপুর
হাসেম প্রফেসর, বাংলা আঞ্চলিক গানের এক কিংবদন্তী
আঞ্চলিক গানে নোয়াখালীও বেশ অগ্রসর। এখানে অবশ্য চট্টগ্রামের মতো একঝাঁক গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী নেই। হাতেগোনা দু-চারজন মাত্র। শ্যামসুন্দর বৈষ্ণব ষাটের দশকে নোয়াখালীর আঞ্চলিক গান শুরু করেছিলেন। পরে সত্তরের দশকে মোহাম্মদ হাশেম এ গানের হাল ধরেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তার হাতে নোয়াখালীর আঞ্চলিক গান প্রচার ও প্রসারিত হয়েছে। বেতারে, টেলিভিশনে, মঞ্চে ও অনুষ্ঠানে তিনি এখনো নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশন করছেন। তাকে বলা হয় ‘নোয়াখাইল্লা সঙ্গীত সম্রাট’। তার ‘আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই।/হেনী মাইজদী চৌমুনী নাম কে হুনে নাই।’ গানটি মানুষের মুখে মুখে। তার রচিত, সুরারোপিত ও গীত ক’টি গান হচ্ছে রিকশাআলা কুচকাই চালা/ইস্টিশন যাইয়াম, ইক্কিন ঢেক্কর ঢেক্কর চালাই গেলে/গাঁড়ি হেল করইয়াম।/ ন’টার গাড়ি ক’টায় ছাড়ে/কতি হারবিনি/ঐ তো লাগে ঝিকঝিক করি/রেইল আইয়েরনি।/ আরেককানা জোরে চালা চা খাবাইয়াম/
ডুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী/আলী এক মায়ের এক হুত/মরি গেলে টুক্কুরুত/মাও কান্দে বউও কান্দে/ কান্দে গো হালাহালী।/
এতদ্ব্যতীত নোয়াখালীর আঞ্চলিক গানের আরেকজন গীতিকার উল্লেখযোগ্য, তার নাম সুভাস সরকার। তার বিখ্যাত গানটি হচ্ছে ‘আঙ্গোবাড়ি নোয়াখালী/বাড়ি নোয়াখালী/ জিয়ানে যাই মনে হড়ে/কেমনে থাক্কাইয়াম ভুলি/আঙ্গোবাড়ি নোয়াখালী।’ গান লেখেননি, কিন্তু গেয়ে যাচ্ছেন এমন একজন উল্লেখযোগ্য শিল্পী হচ্ছেন শাহনাজ হাশেম। উপরে যাদের কথা বলেছি তারা সবাই রেডিও-টিভির তালিকাভুক্ত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী।
এই আঞ্চলিক গানের ধারায় রংপুর, সিলেট ও খুলনার শিল্পীরা কিছু আঞ্চলিক গান সৃষ্টি, সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন, তবে চট্টগ্রাম-নোয়াখালীর আঞ্চলিক গানের মতো সুখ্যাতি অর্জন করতে পারেননি। সংশ্লিষ্ট অঞ্চলের বেতারে আঞ্চলিক গানের একটি অনুষ্ঠান থাকায় ওইসব অঞ্চলে আঞ্চলিক গানের কিছুটা চর্চা হচ্ছে।
আঞ্চলিক সংস্কৃতি ফুটে ওঠে আঞ্চলিক গানে। আঞ্চলিক সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে পুষ্ট করে। তাই আঞ্চলিক গানের চর্চা ও সাধনাকে স্বীকৃতি দিতে হবে। জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে প্রথাগত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এ দিকেও নজর দিতে হবে।
সংগ্রহ।
বিষয়: বিবিধ
৪০৩৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়ভিত্তিক সুন্দর উপস্হাপনা ভালো লাগলো!
অনেক ভাল লাগা রেখে গেলাম!!!
(২বার হয়েছে লেখা,এডিট করে দিলে ভাল হয়।)
'আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই।/হেনী মাইজদী চৌমুনী নাম কে হুনে নাই।' --এই গানটি ছাড়া আর কোনটি শুনিনি।
চমৎকার লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আম্নেরে অনেক ধইন্নবাদ। অ্যাঁর পোস্টে মন্তব্য করনেরলাই।
আপু আপনার তো ভাল লাগল পোষ্ট টি-- তাই আপনার জন্য আমার কন্ঠে গাওয়া এই গান টি
আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে রাখুন ।আমীন ।
মন্তব্য করতে লগইন করুন