তাপসীকে লেখা খোলা চিঠি

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৪ নভেম্বর, ২০১৪, ০১:২৭:০৪ দুপুর

তাপসী

তুই বলেছিলি এখন থেকে ভাল থাকার চেষ্টা করবেন।আচ্ছা তুই বল চেষ্টা করে কি ভাল থাকা যায়?ভাল থাকা না থাকা তো সম্পূৃর্ন মনের ব্যাপার তাইনা।ভাল থাকার চেষ্টা করে যদি ভাল থাকা যেত তাহলে এই জাগতিক বিশ্বে বেশির ভাগ মানুষই ভাল থাকতো।তার পরও তোর কথা মতই ভাল থাকার চেষ্টা করি।মন খারাপ হলেই বই পড়ি না হয় গান শুনি।

জানিস আমিনা ভাল থাকার ভাল একটা উপায় পেয়েছি। উপায়টা হল কঠিন স্বার্থপর হওয়া।আমরা সকলেই কম বেশি স্বার্থপর।যারা স্বার্থপর বেশি তারাই জগতে সুখি বেশি।

,এখন দুপুর গুলো কি তোর আগের মতই কাটে নাকি ঘুমিয়ে কাটস? আমার দুপুর গুলি এখন ঘুমিয়েই কাটে।বই পড়াটাও আজকাল হয় না।

মানুষের সাথে এখন খুব একটা মিশি না।আর নতুন করে সম্পর্ক করা তো কবেই বাদ দিয়েছি,কারনটা তো তুই জানিস।কবির ভাষায় বলি

সম্পর্ক মানেই যে সুখ তা নয়

কিছু কিছু সম্পর্ক

মনের যত অসুখেরও কারন হয়।

আমি জানি তুইও এখন আর নতুন করে কারও সাথে সম্পর্ক করিস না।ভাল থাকিস আজ আর লিখছি না।ও হ্যা শুনলাম তুই নাকি ভাল থাকার অভিনয়টা ভালই শিখেছিস?

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281073
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Rose Bee
281077
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
কাহাফ লিখেছেন :
সুন্দর বলেছেন......"যারা স্বার্থপর বেশী,তারাই জগতে সুখী বেশী!"
অনেক ধন্যবাদ আপনাকে..... m/ m/ m/
281147
০৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
আফরা লিখেছেন : তাপসীকে খোলা চিঠি লিখেন কেন ব্লগে গোপন চিঠি লিখে পোস্টে পাঠিয়ে দেন । এটা তো আমাদের পড়ার দরকার নেই তাপসীর পড়া দরকার ।
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
224950
মোস্তফা সোহলে লিখেছেন : আপু চিঠিও একটা সাহিত্য তাই সেটা সবার সাথে শেয়ার করার জন্যই এটা ব্লগে দেওয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File