ইউনিভার্সেল ট্রুথ-স্বরণ আছে কি?-পর্ব-৩
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৮ নভেম্বর, ২০১৪, ০৮:৫৭:২২ সকাল
ইউনিভার্সেল ট্রুথ-স্বরণ আছে কি?-পর্ব-২
পূর্ববর্তী পর্বে আমরা যেনেছি কিভাবে মাইয়েতকে গোসল করানো হয়। এবার জনবো কিভাবে মাইয়েতকে কাফন পড়ানো হয়।
কাফন দেয়ার পদ্ধতি:
১. মৃত ব্যক্তিকে কাফন পরানো ওয়াজিব। আর তা হবে তার পরিত্যাক্ত সম্পত্তি থেকে। যাবতীয় ঋণ, ওছিয়ত এবং মীরাছ বন্টনের আগে কাফনের খরচ তার সম্পত্তি থেকে গ্রহণ করতে হবে।
২. মৃতের সম্পত্তি থেকে যদি কাফনের খরচ না হয় তবে তার পিতা বা ছেলে বা দাদার উপর দায়িত্ব বর্তাবে। যদি এমন কাউকে না পাওয়া যায় তবে বায়তুল মাল থেকে প্রদান করবে। তাও যদি না পাওয়া যায় তবে যে কোন মুসলমান প্রদান করতে পারে।
৩. পুরুষকে তিনটি লেফাফা বা কাপড়ে কাফন পরানো মুস্তাহাব। কেননা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সুতী সাদা তিনটি কাপড়েই কাফন দেয়া হয়েছিল। (বুখারী ও মুসলিম) কাফনের কাপড়ে সুগন্ধি মিশ্রিত করা মুস্তাহাব। প্রথমে সাতটি ফিতা বিছিয়ে দিবে। তারপর (ফিতাগুলোর উপর) কাপড় তিনটি একটির উপর অন্যটি বিছাবে।
অত:পর মাইয়্যেতকে চিৎ করে শুইয়ে দিবে। এসময় তার লজ্জাস্থানের উপর একটি অতিরিক্ত কাপড় রেখে দিবে।
তার নাক, কান, লজ্জাস্থান প্রভৃতি জায়গায় সুগন্ধি যুক্ত তুলা লাগিয়ে দেয়া মুস্তাহাব। সম্ভব হলে সমস্ত শরীরে সুগন্ধি লাগাবে। তারপর প্রথম কাপড়টির ডান দিক আগে উঠাবে, এরপর বাম দিকের কাপড়। এভাবে দ্বিতীয় ও তৃতীয় কাপড়ে করবে।
তারপর অতিরিক্ত কাপড়টি টেনে নিবে এবং ফিতাগুলো দিয়ে গিরা দিবে। আর তা কবরে রাখার পর খুলে দিবে। ফিতার সংখ্যা সাতের কম হলেও অসুবিধা নেই। (যেমন দেখুন নিচের ছবিটি)
এভাবে মৃত ব্যক্তিকে ৭টি বাঁধন দিবে
৪. মহিলাকে পাঁচটি কাপড়ে কাফন দিবে। লুংগি যা নীচের দিকে থাকবে, খেমার বা ওড়না যা দিয়ে মাথা ঢাঁকবে, কামীছ (জামা) এবং দুটি বড় লেফাফা বা কাপড়। (অবশ্য তিন কাপড়েও তাকে কাফন দেয়া জায়েয)।
----------------
পরবর্তিতে আমরা জানবো জানাজার পদ্ধতি ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
২০৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"জন্মিলে মরিতেই হবে!" অলংঘণীয় এই সত্য কে জানার পরেও মিথ্যে স্বপ্নে বিভোর হয়ে যাই আমরা!
স্বীয় যথার্থ করণীয় ভুলে যাই একেবারেই!
দ্বীনি একান্ত দরকারী ইলম টুকুও অর্জনের সময় হয় না যেন!
আমাদের শেষ পরিণতি মৃত্যু ও তৎসংশ্লিষ্ট বিষয়াবলী ধারাবাহিক ভাবে উপস্হাপন করায় জাযাকাল্লাহু খাইরান জানাই আপনাকে!!!
অনেক কিছু জানতে পারলাম এ পর্বটি থেকে। জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন