নামাজ প্রসঙ্গে একটি প্রিয় আরবী সঙ্গীতের ভাবানুবাদ

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৮ নভেম্বর, ২০১৪, ১০:২১:১৪ সকাল

নামাজ-অর্চনা, গড়ে জীবন-ব্যঞ্জনা,

স্রষ্টার সন্তোষে, সুশোভিত বন্ধনে, যেন বিনীত প্রার্থনা।

আমার স্থিরতা, তোমার ঘনিষ্টতা, হলে পরে সংকীর্ণ,

আমি নুইয়ে পড়ি কিবলা'তে, যেন প্রাণ বিদীর্ণ!

-জেগে উঠো হে বিলাল!

দাও আজান, যা দেয় সুখের শ্লোগান,

ডেকে উঠো আরো একবার;

"আল্লাহু আকবার"!

তোমার জ্যোতি, দেখি আমি পাঁচবারে, প্রতিদিন-প্রতিরাতে;

কষ্ট ভোলানো, অশ্রু দমানো, নামাজ-ইবাদাতে।

সে মধুর আমন্ত্রণ, আমায় টানে তোমার দুয়ারে;

কামনা করি- আমার আত্মা মিশে যাবে তোমার আদেশে।

ও প্রভূ! ও খোদা! আমি চাই ভালবাসা;

তোমার মহান সততা ও অবারিত মর্যাদায়

দূর কর মনের বিচলতা।

তোমার জন্যে, ছুটি আমি নামাজে

করজোড়ে, ক্ষমা চাই শত পাপে,

জানি, তোমাতেই শেষ ঠিকানা।

আমার সম্মান, যেন আমার রুকু ও সেজদা'র শান,

তাতে ঝরে আমার স্বাধীনতার গান।

সব তোমার দান, ওগো প্রভূ মহান!

এই নামাজ, ফিরিয়ে দেয় জীবনের তান।

-জেগে উঠো হে বিলাল!

ডেকে উঠো আরো একবার,

বলো, "আল্লাহু আকবার"!

যখন ব্যথায় মরি, চোখে অশ্রু ধরি,

আমি জানি, তুমি নির্দ্বিধায় পাশে থাকো।

পরম সহানুভূতিতে- আমার দুঃখকে সুপ্ত রাখো।

ওহ- আমি ছিলাম পথভ্রষ্ট,

কেউ ছিলনা আমার সাথে!

আমি ছিলাম অন্ধ.-অবিদিত,

তোমার দয়ায়, আমি চলি জ্ঞানের পথে!

ও প্রভূ! ও খোদা! আমি চাই ভালবাসা-

তোমার প্রেমের সততা ও অসীম উদারতায়

দূর কর বিচলতা।

নামাজ, এ আমার অনুনয় উপাসনা,

তোমার ক্ষমা লাভে, এ যে বিমল প্রার্থনা!

আহ, নামাজ! প্রিয় জীবন-সাজ,

তোমার প্রাঙ্গণে, আমি তুলি আওয়াজ;

আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282242
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৪
এস এম আবু নাছের লিখেছেন : মাশাআল্লাহ! অনেক সুন্দর হয়েছে।
282308
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ভাইজান
282326
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আহ, নামাজ! প্রিয় জীবন-সাজ,
তোমার প্রাঙ্গণে, আমি তুলি আওয়াজ;
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

পড়ে মনটা ভরে গেলো। Rose Rose
282341
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : جزاك الله خيرا ياأخى الكريم على حسن رأيك، اللهم تقبل منا ماهو تحبه وترضاه
282415
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৩
আফরা লিখেছেন : মাশাআল্লাহ! অনেক সুন্দর হয়েছে ।আরো বেশি বেশি লিখুন ।
282424
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। লেখালেখিটা আমার জন্য বিশাল এক আবেগের ব্যপার! আর সেখানে আপনাদের উৎসাহ আমার জন্য বিশাল প্রেরণা হয়ে থাকবে। ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File