যালিম শাসক ও তাদের সৈন্যবাহিনীর পরিণতি

লিখেছেন লিখেছেন নীল দরিয়ার মাঝি ০৮ নভেম্বর, ২০১৪, ১০:২৬:১২ সকাল

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহপাক পৃথিবীতে অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষকে বানিয়েছেন সেরা, দিয়েছেন জ্ঞান –বুদ্ধি ও বিবেক। সেই বিবেক-বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলবে যাকে আমরা ইবাদত বলে থাকি। আরো পরিষ্কারভাবে বলতে গেলে সামাজিক জীব হিসাবে মানুষ স্রষ্টার দেয়া জ্ঞান-বুদ্ধি কাজে লাগিয়ে তারই বিধান অণুযায়ী পৃথিবীর অন্যান্য সৃষ্টি যা আল্লাহপাক মানুষের অধীন করে দিয়েছেন সে গুলোকে ব্যবহার করে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি নিশ্চিত করবে যাকে আমরা চুড়ান্ত ইবাদত বা খেলাফাত বলে থাকি। এই প্রক্রিয়ায় শ্রেষ্ঠগুণ সম্পন্ন একদল লোক সেই খিলাফাতের কর্ণধার হবে এবং অন্যরা তার আণুগত্য করবে যার মাধ্যমে পৃথিবীর ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হবে যেহেতু যিনি পৃথিবী বানিয়েছেন কেবল তিনিই পারেন এই পৃথিবীর ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন করতে। নেতা বা শাসকের আনুগত্য শর্তহীণ নয় বরং শর্ত সাপেক্ষে। শর্ত হলো শাসক যতক্ষন পর্যন্ত আল্লাহ ও তার রাসুল (স) নীতির উপর প্রতিষ্টিত থেকে শাসন পরিচালনা করবেন ততক্ষন পর্যন্ত তার আনুগত্য করা যাবে । আর তিনি যদি তার উল্টো করেন , মানুষের স্বাভাবিক ইচ্ছার বিপরীত আইন প্রণয়ন করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেন তাহলে তিনি যালিম ও স্বৈরশাসক হিসাবে স্বীকৃত হবেন এবং মানুষের আনুগত্যলাভের অধিকার হারাবেন। এ ব্যপারে আল্লাহ তায়ালা বলেন-

“যারা আল্লাহর নাযিল করা আইন অণুযায়ী ফায়সালা(বিচার) করে না তারাই জালেম ” (মায়িদা-৪৫)।

“যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোন সংস্কার সাধন করে না তাদের আনুগত্য করো না৷” (আশ-শুআরা-১৫১-১৫২)।

এধরনের আল্লাহ বিমুখ সীমালঙ্ঘণকারী স্বৈরশাসকের আনুগত্য প্রসঙ্গে আল্লাহ আরো বলেন-

“এমন কোনো লোকের আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ করেছে এবং যার কর্মপদ্ধতি কখনো উগ্র, কখনো উদাসীন ” (আল কাহফ-২৮)।

কেবল বৈধ শাসকের বৈধ হুকুমেরই আনুগত্য করা যাবে। সূরা মায়িদার ২নং আয়াতে বলা হয়েছে- “নেকী ও আল্লাহভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগীতা করো এবং গুনাহ ও সীমালংঘনের কাজে কাউকে সহযো্গিতা করো না৷ আল্লাহকে ভয় করো৷ তাঁর শাস্তি বড়ই কঠোর ”

(চলবে..।)

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282324
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে। লিখতে থাকুন আর আমরাও জ্ঞান আহরণ করতে থাকি। Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File