ইউনিভার্সেল ট্রুথ-স্বরণ আছে কি?-পর্ব-২

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৩ অক্টোবর, ২০১৪, ১০:১৮:০৪ সকাল

ইউনিভার্সেল ট্রুথ-স্বরণ আছে কি?

আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে

মৃতকে গোসল দেয়ার ইসলামি পদ্ধতি।



==========

১. মৃতের গোসল, কাফন, জানাযার ছালাত এবং দাফন করা ফরযে কেফায়া।

২. গোসল দেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম সেই ব্যক্তি হকদার, যার ব্যাপারে মৃত ব্যক্তি ওছিয়ত করে গিয়েছে। তারপর তার পিতা। তারপর অপরাপর নিকটাত্মীয়। আর মহিলার গোসলে প্রথম হকদার হল তার ওছিয়তকৃত মহিলা। তারপর তার মা। তারপর তার মেয়ে। তারপর অন্যান্য নিকটাত্মীয় মহিলাগণ।

৩. স্বামী-স্ত্রী পরষ্পরকে গোসল দিতে পারবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা (রা: )কে বলেন: “তোমার কোন অসুবিধা নেই, তুমি যদি আমার আগে মৃত্যু বরণ কর, তবে আমি তোমার গোসল দিব।” (আহমাদ হাদীছ ছহীহ্) আর আবু বকর (রা: ) ওছিয়ত করেছিলেন যে, তার স্ত্রী যেন তাঁকে গোসল দেয়। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক- হা/৬১৬৭)

৪. মৃত ব্যক্তি নারী হোক বা পুরুষ তার বয়স যদি সাত বছরের কম হয়, তবে যে কোন পুরুষ বা মহিলা তার গোসল দিতে পারবে।

৫. গোসলের জন্য পুরুষের ক্ষেত্রে পুরুষ আর নারীর ক্ষেত্রে নারী যদি না পাওয়া যায় তবে তার গোসল দিবে না। বরং তাকে তায়াম্মুম করিয়ে দিবে। এর পদ্ধতি হল, উপস্থিত লোকদের মধ্যে একজন তার হাত দুটি পাক মাটিতে মারবে। তারপর তা দ্বারা মৃতের মুখমন্ডল ও উভয় হাত কব্জি পর্যন্ত মাসেহ করে দিবে।

৬. কোন কাফেরকে গোসল দেয়া এবং দাফন করা মুসলমানের উপর হারাম। আল্লাহ্ বলেন:

ولاَ تُصَلِّ عَلىَ أحَدٍ مِنْهُمْ ماَتَ أبَداً

৭. “আপনি তাদের (কাফের ও মুনাফেকদের) কখনই জানাযা ছালাত আদায় করবেন না।” (তওবাহ্- ৪৮)

৮. গোসল দেয়ার সুন্নাত হল, প্রথমে তার লজ্জাস্থান ঢেঁকে দেবে, তারপর তার সমস্ত কাপড় খুলে নিবে।

অত:পর তার মাথাটা বসার মত করে উপরের দিকে উঠাবে এবং আস্তে করে পেটে চাপ দিবে, যাতে করে পেটের ময়লা বেরিয়ে যায়।

এরপর বেশী করে পানি ঢেলে তা পরিস্কার করে নিবে। তারপর হাতে কাপড় জড়িয়ে বা হাত মুজা পরে তা দিয়ে উভয় লজ্জা স্থানকে (নযর না দিয়ে) ধৌত করবে।




তারপর ‘বিসমিল্লাহ্’ বলবে এবং ছালাতের ন্যায় ওযু করাবে। তবে মুখে ও নাকে পানি প্রবেশ করাবে না। বরং ভিজা কাপড় আঙ্গুলে জড়িয়ে তা দিয়ে তার উভয় ঠোঁটের ভিতর অংশ ও দাঁত পরিস্কার করবে। একইভাবে নাকের ভিতরও পরিস্কার করবে।

৯. পানিতে কুল পাতা মিশিয়ে তা ফুটিয়ে গোসল দেয়া মুস্তাহাব।




বরই পাতা দিয়ে ফোটানো পানি দ্বারা মৃতের মাথা ও দাঁড়ি ধৌত করতে হবে।

প্রথমে শরীরের ডান পাশের সামনের দিক ধৌত করবে। (যেমন দেখুন নিচের ছবিটি)




তারপর পিছন দিক তারপর বাম দিক ধৌত করবে।




এভাবে তিনবার গোসল দিবে। প্রতিবার হালকা ভাবে পেটে হাত বুলাবে এবং ময়লা কিছু বের হলে পরিস্কার করে নিবে।

সম্পুর্ন চিত্রটি এরখম হবে...




১০. গোসলের সময় সাবান ব্যবহার করতে পারে এবং প্রয়োজন মোতাবেক তিনবারের বেশী সাত বা ততোধিক গোসল দিতে পারে। শেষবার কর্পুর মিশ্রিত করে গোসল দেয়া সুন্নাত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কন্যা যায়নাবের (রা: ) শেষ গোসলে কর্পুর মিশ্রিত করতে নির্দেশ দিয়েছিলেন। (বুখারী ও মুসলিম)

১১. মৃতের মোচ বা নখ যদি বেশী বড় থাকে তবে তা কেটে দেয়া মুস্তাহাব। তবে বগল বা নাভীর নীচের চুল কাটা যাবে না।

১২. সাত বার গোসল দেয়ার পরও যদি পেট থেকে ময়লা (পেশাব বা পায়খানা) বের হতেই থাকে তবে উক্ত স্থান ধুয়ে সেখানে তুলা বা কাপড় জড়িয়ে দিবে। তারপর তাকে ওযু করাবে।

১৩. কাফন পরানোর পরও যদি ময়লা বের হয়, তবে আর গোসল না দিয়ে সেভাবেই রেখে দিবে। কেননা তা অসুবিধার ব্যাপার।

১৪. মৃতের চুল আঁচড়ানোর দরকার নেই। তবে নারীর ক্ষেত্রে তার চুলগুলোতে তিনটি বেণী বেঁধে তা পিছনে ছড়িয়ে দিবে।

১৫. হজ্জ বা ওমরায় গিয়ে ইহরাম অবস্থায় যদি কেউ মারা যায়, তবে তাকে কুল পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দিবে। কিন্তু কোন সুগন্ধি ব্যবহার করবে না এবং পুরুষ হলে কাফনের সময় তার মাথা ঢাঁকবে না।

বিদায় হজ্জে জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাকে কোন সুগন্ধি লাগাবে না, এবং তার মাথা ঢাঁকবে না। কেননা সে ক্বিয়ামত দিবসে তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে।” (বুখারী ও মুসলিম)

১৬. শহীদ ব্যক্তিকে গোসল দিবে না, এবং তাকে তার সাথে সংশ্লিষ্ট কাপড়েই দাফন করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম “ওহুদের শহীদদের ব্যাপারে আদেশ দিয়েছিলেন যে, তাদেরকে গোসল ছাড়া তাদের পরিহিত কাপড়ে দাফন করা হবে।” (বুখারী) “এমনিভাবে তাদের ছালাতে জানাযাও পড়েন নি।” (বুখারী ও মুসলিম)

১৭. গর্ভস্থ সন্তান যদি চার মাস অতিক্রম হওয়ার পর পড়ে যায়, তবে তার গোসল ও জানাযার ছালাত আদায় করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মাতৃগর্ভে সন্তানের বয়স যখন চার মাস অতিক্রম করে তখন সেখানে একজন ফেরেস্তা প্রেরণ করা হয়। সে তাতে রূহ ফুঁকে দেয়।” (মুসলিম) আর তার বয়স যদি চার মাসের কম হয়, তবে তাতে প্রাণ না থাকার কারণে সাধারণ একটি মাংশের টুকরা গণ্য হবে। যা কোন গোসল বা জানাযা ছাড়াই যে কোন স্থানে মাটিতে গেড়ে দেয়া হবে।

১৮. মৃত ব্যক্তি আগুনে পুড়ে যাওয়ার কারণে, তার অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ড-বিখণ্ড হওয়ার কারণে বা পানি না পাওয়ার কারণে যদি তাকে গোসল দেয়া সম্ভব না হয়, তবে পূর্ব নিয়মে তাকে তায়াম্মুম করিয়ে দিবে।

=======

পরিবর্তীতে আমরা কাফনের পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

২৫১৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271081
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৯
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
215154
ইমরান ভাই লিখেছেন : Crying Crying Sad Sad Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৯
215355
পবিত্র লিখেছেন : যেখানেই যায় শুধু পিচ্চিদের মতন কান্নকাটি! Tongue Tongue
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:০১
215387
ইমরান ভাই লিখেছেন : @পবিত্র, ঠিকই বলছেন বিলাই তো আসলেই পিচ্চি Tongue Tongue
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩২
215419
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পবিত্রপুনি পিচ্চি হলেও বড়দের মতো করেই কান্দে বুঝি Surprised Surprised phbbbbt phbbbbt
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৩
215420
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছবি দেখে কারও অসুবিধা হওয়ার কথা নয়, কারা পিচ্ছি Winking Tongue @ইমরু দাদা, @পবিত্র
271082
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ১৬নং পয়েন্ট এ মনেহয় কিছু শব্দ বাদ পড়েছে।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০২
215150
কাহাফ লিখেছেন :

'শহীদ' শব্দটা বাদ পরেছে।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১০
215153
ইমরান ভাই লিখেছেন : ধন্যনেন হারিবাবু, ঠিক করে দিছি।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৯
215156
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ধন্যবাদ ইমুকেন Love Struck
271088
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৯
কাহাফ লিখেছেন :

একান্ত প্রয়োজনীয় দ্বীনি আলোচনার জন্যে জাযাকাল্লাহু খাইরান।গাফলতির কারণে অপরিহার্য্য এব সব বিষয়েও অধিকাংশ মুসলিমের ধারণা নেই।
...কাফেরের জানাজা আদায়ে হারাম হওয়া নিঃসন্দেহে, কিন্তু ওদের গোসল-দাফন হারাম কি-না এ ব্যাপারে একটু বলবেন.....।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৭
215151
ইমরান ভাই লিখেছেন : সহীহ আল বুখারীর মাগাজী বা যুদ্ধ অধ্যায় দেখুন ওখানে কাফের দের হত্যার পরে কি করা হয়েছিলো সেটাই করা আমাদের জন্য যথেষ্ট। অর্থাং মাটির নিচে পুতে দেয়াই উত্তম।
271089
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৫
ইমরান ভাই লিখেছেন : Crying Crying Crying Crying
'কত দূর ঐ মদিনার পথ?
ওহুদের মাঠ আর কত দূর?
তায়েফের গ্রাম আর কত দূর?
কত দূর রাসুলের রওজা বল?
কোথা সেই বেলালের আজানের সূর?
Crying Crying Crying Crying
হেরার গুহা বল কত দূরে?
আমিনার বাড়িটাও কোন সুদূরে?
কোথা সেই উমরের খুরমা বাগান?
আবু বকরের সেই সীমাহীন দান?
সব যেন মন জুড়ে বাজায় নূপুর।
Crying Crying Crying Crying
পরশপাথর ছিল প্রিয় নবী,
কুরআনের অমলিন প্রতিচ্ছবি,
মুমিনের জীবনের বাঁকে বাঁকে,
বদরের ঐ স্মৃতি আজও ডাকে,
তার প্রেমে এ জীবন হয় যে মধুর.............।'
Crying Crying Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৪
215155
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এই মুহুর্তে এই গান শুনতেছি, তুমার কমেন্ট দেখে। Music Music
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৭
215175
ইমরান ভাই লিখেছেন : ফাতিমা আপু এসে দেখলে তোমাকে তুলাধুনা করপে.... Tongue
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৯
215245
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কিন্তু কেন? Crying Crying আমি কী করলাম? Crying Crying আপু প্লীজ..... অমন করবেন্নাহ্..... আমিতো আপ্নার ছোটভাই..... Crying Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
215252
ইমরান ভাই লিখেছেন : সময় হলেই বুঝবা কতো ধানে কতো চাল, বিলাই হারি Tongue Tongue
271106
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৫
পবিত্র লিখেছেন : এ মূহুর্তটি প্রতিটি মানুষকে প্রতিক্ষণ ডেকে যাচ্ছে, আর মানুষ তার রঙ্গীন স্বপ্নে বিভোর। Crying Crying
আমরা কিভাবে যে ভুলে থাকি এ কঠিন বাস্তবকে! Crying


০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
215265
ইমরান ভাই লিখেছেন : এ মূহুর্তটি প্রতিটি মানুষকে প্রতিক্ষণ ডেকে যাচ্ছে, আর মানুষ তার রঙ্গীন স্বপ্নে বিভোর। Crying
আমরা কিভাবে যে ভুলে থাকি এ কঠিন বাস্তবকে! Crying আমরা কিভাবে যে ভুলে থাকি এ কঠিন বাস্তবকে! Crying
একদম সত্য কথা।
271143
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৬
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
215267
ইমরান ভাই লিখেছেন :
271175
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
215293
ইমরান ভাই লিখেছেন :
276989
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৭
এস এম আবু নাছের লিখেছেন : ভোয় আর শংকায় বুকটা দুরু দুরু করে কেঁপে উঠলো। কী করছি এই দুনিয়ায় আমরা????
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
221714
ইমরান ভাই লিখেছেন : Worried Worried Crying Crying ঠিক বলেছেন। আমিও যখন মৃত্যু নিয়ে ভাবি তখন ঠান্ডা হয়ে যাই ভাই। Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File