ইসলামের আলোয় আলোকিত হতে যাচ্ছে এক মুশরিক রাষ্ট্র।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০২ মার্চ, ২০১৪, ১১:৩৫:০৪ সকাল
বর্তমানে যদি প্রশ্ন করা হয় কোন জিনিসের উপর সবচেয়ে বেশী ঘৃণা ও মারমুখী আচরণের মাধ্যমে তা উতখাতের চেষ্টা চলছে তার সহজ জবাব আসবে ইসলাম ।
যদি প্রশ্ন করা হয় কাদেরকে নিপিড়ীত ও নির্যাতিত হতে হচ্ছে তাহলে জবাব হবে মুসলমানদের । এমন করে যদি প্রশ্ন করতেই থাকেন তখন দেখবেন ১-৫ নং পর্যন্ত ইসলাম মুসলমান নবী রাসুল সাহাবা কেরাম ইসলামী ব্যক্তিত্ব ও অনুসারীদের কথাই আসবে।
যদিও এটা আগেও ছিল তবে মাত্রাটা যেন ভিন্ন ধরনের কারণ আগে কাফের মুশরিকরা এই কাজ আঞ্জাম দিত এখন আমাদের মুসলমান নামধারীরাই তাদের সহযোগী হয়ে কাজটি করে যাচ্ছে।
এত বিরোধীতা এত অপবাদ এত অপপ্রচার এত প্রপাগান্ডা তবুও যেন ইসলামের প্রতি মানুষের সমর্থন দিন দিন বেড়েই চলেছে । যে সমস্ত কাফের মুশরিকরা এর বিরোধীতা করে যাচ্ছে দেখা যাচ্ছে তাদের সেখানেই ইসলামের পরিধি যেন বেড়েই চলেছে।
আয়ার ল্যান্ড ইসলামের আলোয় আলোকিত হতে যাচ্ছে। বর্তমানে আয়ারল্যান্ডে সবচেয়ে দ্রুত বিকাশমান ধর্ম হচ্ছে ইসলাম। সূত্র মতে, ২০৪৩ সালের মধ্যে প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হবেন মুসলমানরা। ২০১১ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল ৪৯,০০০। কিন্তু ২০২০ সালের তা বেড়ে দ্বিগুণেরও বেশি অর্থাৎ অন্তত ১ লাখে উন্নীত হবে। আয়ারল্যান্ডে বছরে অন্তত ৫০০ লোক ইসলাম গ্রহণ করছেন।
সমস্ত বিশ্ব একদিন যে ইসলামের পতাকাতলে সমবেত হবে তার সুচনা দেখেই বুঝা যাচ্ছে ।
Click this link
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তেব্যর জন্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
আয়তন ঃ 70,273 sq km
জনসংখ্যা ঃ
4,775,982 (July 2013 est.
ধর্মঃ Roman Catholic 84.7%,
Church of Ireland 2.7%,
other Christian 2.7%,
Muslim 1.1%,
other 1.7%,
unspecified 1.5%, none 5.7%
(2011 est.)
আপনাকে অশেষ ধন্যবাদ ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন