মুসলমানরা বিপদে পড়লে কেবলামুখি হয় (আল্লাহ কে ডাকে) আর আওয়ামীলীগ বিপদে পড়লে তাদের কেবলা অর্থাৎ ভারতমুখী হয়।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২০ জানুয়ারি, ২০১৫, ১০:৩২:৩৫ সকাল
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত হিন্দু প্রধান বিচারপতি, ও সংসদ ভবনের মধ্যে সরসতি পূজা আয়োজনের সুসংবাদ শুনিয়ে দাদাবাবুদের আনুকূল্য নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে তোফায়েল গং রা এখন ইন্ডিয়ায়।
এই খবরটি কততুকু সত্য তা পাঠকরা জানেন। যদি সত্য হয় তাহলে এ দেশের আপামর জনগণ এই হিন্দুস্থানি নির্ভর সরকারকে সব দিক থেকে প্রতিরোধ গড়ে তুলে বিদায় করা উচিত।
যাদের নীতি হল বাংলাদেশের সব কিছু দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এই প্রয়াস। দেশের এবং দেশের জনগনের জন্য তাঁদের কোন দায় দায়িত্ব আছে বলে মনে করে না । ৯০% মুসলমানের দেশে সংসদ ভবনে কি করে পুজার আয়োজন করতে পারে? এরপর খৃষ্টানরা বলবে সেখানে একটা চার্চ দরকার বৌদ্ধরা বলবে তাঁদের প্যাগোডা দরকার তাঁর মানে ধর্মনিরপেক্ষতার আড়ালে এমন কাণ্ড করতে তারা উদগ্রীব।
এরা ক্ষমতায় থাকা মানেই দেশের মুসলমানদের চরম বিপদ কারণ জংগির বলি হবে সব মুসলমানরা । যদিও তারা এক শ্রেণীকে জঙ্গি বানানোর শত চেষ্টা করেও পারিনি কিন্তু ভবিষ্যতে পারবে না বলে ধারণা করা ঠিক না। এরা নিজেদের স্বার্থে সবি পারে।
ভারতের মদদপুস্ট এই গোষ্ঠীর ব্ব্যাপারে আমাদের সসস্ত্র বাহিনিকে আগ্রনি ভুমিকা পালন করতে হবে।
দেশ্তা সবার সবাই মিলে থাকব কোন ভেদাভেদ যেন আমাদেরকে হিন্দুদের অধিনস্থ করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।
আর এই হিন্দু নির্ভর গোষ্ঠীকে তাঁদের কর্মকাণ্ড থেকে ফেরানোর আপ্রান চেষ্টা করে তাদেরকে সঠিক ছবক দিতে হবে।
আল্লাহ সবার মংগল করুন।
বিষয়: বিবিধ
১৬৮৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
এখানে নামাজ পড়লে কি সওয়াব বেশী হয় ?
সংসদে পূঁজার অনুষ্ঠান হবে শুনে বেশ কিছু মুসলমানের হাহাকার শুনতে পাচ্ছি ব্লগে। এরা তো জানাজার নামাজ শহীদ মিনারে না পড়া হলে সেটাতেও হাহাকার করবে ।
অশেষ ধন্যবাদ
আপনার মন্তব্যটি যথার্থ হয়েছে।
অনেক ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন