এমন নেতা সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি?
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৯ জানুয়ারি, ২০১৫, ১২:০৭:২২ দুপুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বার্ন ইউনিটের আর্তনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন?’
আমি এই খবরতা এইজন্য কোট করলাম উনাকে কিছু কথা শনানর জন্য।
১। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব কি তাহলে দেশের মানুষের অত্যাচারের জন্য গজবে মরেননি?
২। প্রধান প্রসিকিউতর গোলাম আরিপ টিপুর সন্তানকি মিথ্যা তথ্য উপাথ্য দিয়ে তথাকথিত মানবাধিকার লংঘনের মিথ্যা বিচারের জন্য গজবে মরে নাই?
৩। জাহাঙ্গীর কবির নানকের ছেলেও তো মরেছিল সে কোন গজবে মরেছে?
এমন অনেক কিছুই হাজির করা সম্ভব। কিন্তু আফসোস লাগে এইসব জাহেলরা তাঁদের অবস্থান বুঝতে পারে না।
আমি বিনিত ভাবে এদেরকে বলতে চাই এই ধরনের বাক্য বলা থেক বিরত হউন নইলে আপনিও এই গজবের সন্মুখিন হতে পারেন।
Click this link
বিষয়: বিবিধ
১৭১২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
লীগদের থেকে এর চেয়ে ভাল প্রত্যাশা করাও বোকামী!
অশেষ ধন্যবাদ।
৩। জাহাঙ্গীর কবির নানকের ছেলেও তো মরেছিল সে কোন গজবে মরেছে?
তার ফর্মুলা অনুসারেঃ ওটা ছিল ৬৩ জন সেনা কর্মকর্তা হত্যার জন্য আল্লাহর গজব।
ধনবাদ না বলা কথা স্মরণ করিয়ে দেবার জন্য
এরা যা করে, বলে তাই এদের কাছে শোভিত মনে হয়।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন