# লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জানুয়ারি, ২০১৫, ১২:৩০:২২ দুপুর
টলছে গদি নড়বড়ে খুব যায়না বলা কখন
ধাক্কাটা তাই জোরসে লাগাও সময় কিন্তু এখন
ও দাদা ভাই
দেবে নাকি ঠাঁই
গরম তেলে ফুটছে কড়াই আর খাবনা মাখন।
পেতেছে নতুন ফাঁদ ডিগ বাজ এরশাদ
অনশনে বসে আছেন খাবেন না ভাত
ললনার ছলনা
টলানো যাবেনা
গণেষ পাল্টি খায় ফিরে এলে রাত।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবছে সবাই মুক্তি কোথায় কবে হবে শেষ
হায় ক্ষমতা
নাই মমতা
অনুভূতি নাইকো যাদের তারাই আছে বেশ!
মন্তব্য করতে লগইন করুন