জাপানী আদলে বাংলা হাইকু (৭২১-৭৪০)
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৯ জানুয়ারি, ২০১৫, ১২:০১:০৭ দুপুর
721. শিক্ষা গ্রহণ
ব্রত হওয়া উচিত
যা আমৃত্যু।
722. মহা মানব
যিনি সর্বস্ব ত্যাগী
মনুষ্য সেবা।
723. অকৃতজ্ঞতা
সুখে বঞ্চিত জন
কৃতজ্ঞে সুখ।
724. অক্ষমতায়
দৌড়ঝাঁপ বেশী থাকে
বুদ্ধির ধীর।
725. নকল করা
আসলকে ঢেকে দেয়
অপক্ক দৃশ্য।
726. পাপ খন্ডায়
অনুতাপে… অহং
পূণ্য কর্তন।
727. অনুমানের
ভিত্তি নির্ভর তথ্য
জ্ঞান-বিজ্ঞান।
728. আলো না চিনলে
আঁধার চেনা জানা
সঠিক হবে না।
729. বুদ্ধিমানরাই
অলস ঘন্টা খেটে
তৈরি সভ্যতা।
730. বিচার কার্য
নীতির বাইরে গেলে
দেশ পতন।
731. অবাধ্য নারী
মাছ কুটতে তরকারি
অতিষ্ট জান।
732. অভাব চিন্তা
যতক্ষণ মাথায়
অস্থির কাল।
733. দক্ষতা বাড়ে
দুঃখ কষ্টের তীব্র
বেদনা থেকে।
734. অভ্যাসকে জয়
কষ্টে মানুষ পায়
পূর্ণ বিজয়।
735. শুধু তরকারি
তেলে জলে মিশ্রণ
সু আস্বাদন।
736. যম জামাই
ভাগ্নে… এই তিনের
নয় আপন।
737. সুন্দরী নারী
অলংকারে আবৃত
রুপ যৌবন।
738. অল্পতে তুষ্ট
বিশ্বাসে স্বস্তি ফেরে
ধ্বংস রহিত।
739. রহস্য যেথা
ঐশ্বী নামযপঃ নেয়া
লোক স্বভাব।
740. দুঃখের ভাষা
হৃদয়ের বেদনা
দু’মিলে অশ্রু।
বিষয়: সাহিত্য
৯৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন