►আগামী ২০ থেকে ৩০ বছর পর এমন কথা উদ্ভব হলে আশ্চর্যের কিছুই হবে না►

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৯:৩৩ সকাল

আমরা যেমন ছোট বেলায় বর্গী নাম শুনে ভঁয় পেতাম এবং জানতে চাইতাম বর্গী কি। ঠিক তেমনি হতে পারে আওয়ামী লীগের বেলায়। দেখুন ছেলে ও বাবার কথোপকথন।

ছেলেঃ আব্বু আওয়ামীলীগ কি ?

আব্বুঃ তুমি এই শব্দ কোথায় পেলে ? এই শব্দ মুখে নিতে নেই ।

ছেলেঃ কেন আব্বু ?

আব্বুঃ এইটা পাপ , এইটা একটা গজবের নাম ।

ছেলেঃ এটা আমাদের ইতিহাস বইতে পেয়েছি

আব্বুঃ ও তাহলে শুন , অনেক দিন আগের

কথা আমাদের জনপদে হিংস্র মানবরূপি এক সম্প্রদায় ছিল

তারা ইসলাম মানবতা কোনটাই সহ্য করতে পারতোনা ।

তারা অকারণে যত্রতত্র হামলা করত, ধ্বংস করত জনপদ

ছেলেঃ আব্বু ওরা আর কি কি করত ?

আব্বুঃ ওরা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস

তুলে দিয়েছে ,আলেম ওলামাদের হত্যা নির্যাতন করতো , দুর্গা দেবির

প্রশংসা করতো , ইসলামী তাহজিব তামাদ্দুনের সরাসরি বিরোধিতা করত

দেশ বিক্রির আয়োজনে মত্ত ছিল , দেশের সম্পদ লুটে পুটে খেত ।

ছেলেঃ তারাতো বেশ সাংঘাতিক ছিল ।

আব্বুঃ বেশ সাংঘাতিক এবং হিংস্র ছিল ।

ছেলেঃআচ্ছা আব্বু ওরা কি মানব ?

আব্বুঃ আরে না ওরা মানব হবে কেন ? ওরা ছিল হিংস্র দানব ।

ছেলেঃ আব্বু তারা এখন কোথায় ?

আব্বুঃ আল্লাহ তাদের অপকর্মের দরুন এই

জনপদ থেকে তাদের হালাক করে দিয়েছেন ।

ছেলেঃ আলহামদুলিল্লাহ

আব্বুঃ আলহামদুলিল্লাহ ।

সংগৃহীত

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302745
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৮
244865
আমি মুসাফির লিখেছেন : ধন্যবাদ।
302748
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন : বইসা বইসা আকাশ কুসুম চিন্তা করা ছাড়া আর কিই বা করতে পারবেন আপনারা !
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৬
244882
আমি মুসাফির লিখেছেন : হা ভাই আপনারাও তো অনেক কথা বাজারে ছাড়ছেন। আপনাদের দেখে এমন মনে হওয়া কি সবাভাবিক নয়?
ধন্যবাদ আপনাকে ব্যাপারটা সহজভাবে নিয়ছেন অন্যা কেহ হলে হয়ত গালি দিত
302751
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৯
সজল আহমেদ লিখেছেন :
ছেলেঃআচ্ছা আব্বু ওরা কি মানব ?
আব্বুঃ আরে না ওরা মানব হবে কেন ?
ওরা ছিল হিংস্র দানব।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
244883
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
302776
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : হইলে তো ভালোই!! Thinking Thinking
302839
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৬
সবুজেরসিড়ি লিখেছেন : সেই শুভ দিনটি কবে আসবে তার অপেক্ষায় রইলাম যতো দ্রুত আসে সেটাই ভাল . ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File