►আগামী ২০ থেকে ৩০ বছর পর এমন কথা উদ্ভব হলে আশ্চর্যের কিছুই হবে না►
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৯:৩৩ সকাল
আমরা যেমন ছোট বেলায় বর্গী নাম শুনে ভঁয় পেতাম এবং জানতে চাইতাম বর্গী কি। ঠিক তেমনি হতে পারে আওয়ামী লীগের বেলায়। দেখুন ছেলে ও বাবার কথোপকথন।
ছেলেঃ আব্বু আওয়ামীলীগ কি ?
আব্বুঃ তুমি এই শব্দ কোথায় পেলে ? এই শব্দ মুখে নিতে নেই ।
ছেলেঃ কেন আব্বু ?
আব্বুঃ এইটা পাপ , এইটা একটা গজবের নাম ।
ছেলেঃ এটা আমাদের ইতিহাস বইতে পেয়েছি
আব্বুঃ ও তাহলে শুন , অনেক দিন আগের
কথা আমাদের জনপদে হিংস্র মানবরূপি এক সম্প্রদায় ছিল
তারা ইসলাম মানবতা কোনটাই সহ্য করতে পারতোনা ।
তারা অকারণে যত্রতত্র হামলা করত, ধ্বংস করত জনপদ
ছেলেঃ আব্বু ওরা আর কি কি করত ?
আব্বুঃ ওরা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস
তুলে দিয়েছে ,আলেম ওলামাদের হত্যা নির্যাতন করতো , দুর্গা দেবির
প্রশংসা করতো , ইসলামী তাহজিব তামাদ্দুনের সরাসরি বিরোধিতা করত
দেশ বিক্রির আয়োজনে মত্ত ছিল , দেশের সম্পদ লুটে পুটে খেত ।
ছেলেঃ তারাতো বেশ সাংঘাতিক ছিল ।
আব্বুঃ বেশ সাংঘাতিক এবং হিংস্র ছিল ।
ছেলেঃআচ্ছা আব্বু ওরা কি মানব ?
আব্বুঃ আরে না ওরা মানব হবে কেন ? ওরা ছিল হিংস্র দানব ।
ছেলেঃ আব্বু তারা এখন কোথায় ?
আব্বুঃ আল্লাহ তাদের অপকর্মের দরুন এই
জনপদ থেকে তাদের হালাক করে দিয়েছেন ।
ছেলেঃ আলহামদুলিল্লাহ
আব্বুঃ আলহামদুলিল্লাহ ।
সংগৃহীত
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ব্যাপারটা সহজভাবে নিয়ছেন অন্যা কেহ হলে হয়ত গালি দিত
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামী লীগ ।
আর আওয়ামী লীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
মন্তব্য করতে লগইন করুন