আসুন খুঁজি ; দলনেতা নয়, দেশনেতা
লিখেছেন লিখেছেন মন সমন ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৮:০৬ সকাল
আসুন খুঁজি ; দলনেতা নয়, দেশনেতা
... .. .... ... ... ... মুহাম্মদ ইউসুফ
দলের নেতা
দলের সুশীল
এসব কী-যে জিনিস
আমজনতা ! ও জনতা !!
চিনিস এদের চিনিস ?
আইনজীবিরা দলের !
ব্যবসায়ীরা দলের !!
সাংবাদিকও তা-ই !!
আমরা কোথায় যাই ?
সবাই তারা দল ধরেন !
নিজের স্বার্থেই দল করেন !!
আমজনতার দলও নাই !
তাদের গণভোটও নাই !!
দেশের নেতা
রাষ্ট্রনেতা
রাষ্ট্রনায়ক
কোথায় পাবো এই দেশে ?
সহজ সুখে সরল মনে
ভাসবো হেসে অবশেসে !!
০৩-০২-২০১৫
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসুন খুঁজি ; দলনেতা নয়, দেশনেতা
... ... ... মুহাম্মদ ইউসুফ
দলের নেতা
দলের সুশীল
এসব কী-যে জিনিস
আমজনতা ! ও জনতা !!
চিনিস এদের চিনিস ?
আইনজীবিরা দলের !
ব্যবসায়ীরা দলের !!
সাংবাদিকও তা-ই !!
আমরা কোথায় যাই ?
সবাই তারা দল ধরেন !
নিজের স্বার্থেই দল করেন !!
আমজনতার দলও নাই !
তাদের গণভোটও নাই !!
দেশের নেতা
রাষ্ট্রনেতা
রাষ্ট্রনায়ক
কোথায় পাবো এই দেশে ?
সহজ সুখে সরল মনে
ভাসবো হেসে অবশেসে !!
০৩-০২-২০১৫
ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য করতে লগইন করুন