"প্রসুতি মাতার প্রসব বেদনা"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১৪:৫৭ দুপুর
প্রসুতি মাতার জন্য প্রসব বেদনা আল্লাহর রহমত স্বরূপ,
এই বেদনা, কষ্ট, যন্ত্রনার মধ্য দিয়েই আল্লাহপাক-
সেই মায়ের কোল জুড়ে দান করেন একটি ফুট-ফুটে শিশু!
যাকে বুকে ধরে মা তাঁর সকল কষ্ট ভুলে আনন্দে ভেসে যান।
অামাদের দেশমাতৃকার অবস্থাও বতর্মানে প্রসুতি মাতার মতই, কিন্তু দেশ মাতা কি এত সব কষ্ট, যন্ত্রনার মধ্য দিয়ে এমন একটা কিছু পাবে, যাতে তাঁর সকল কষ্ট ভুলে আনন্দে ভেসে যতেে পারেন?
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের সাথে মায়ের তুলনা আসলে হয় না ।
দেশ যখন যে দখল করে তার হয়ে যায় । মাকে কি সেরকম করা যায় ?
দেশের সাথে মায়ের তুলনা আসলে হয় না । সহমত,
মন্তব্য করতে লগইন করুন