“থেমিস দেবী”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৯ এপ্রিল, ২০১৭, ০২:৩৭:৪৩ দুপুর

“থেমিস দেবী,” দেবতা জিউসের দ্বিতীয় পত্নী। প্রাচীন গ্রীক পৌরাণিক ইতিহাসে আছে, দেবী থেমিস ছিল, ঐশ্বরিক আদেশ, সততা, ও প্রাকৃতিক আইন এর মূর্ত প্রতীক। ঐশ্বরিক আইন ও প্রচলিত আইনের সমন্বয়ক এবং সৎ উপদেশ এর লেডি বলা হতো দেবী থেমিসকে। দেবতা জিউসের পরামর্শকও ছিল এই দেবী।(সূত্রঃ উইকিপিডিয়া)

উপরের কথাগুলো প্রাচীন গ্রীকদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু আমাদের নিজস্ব ধর্মীয় ইতিহাস, সভ্যতা ও সাংস্কৃতি বাদ দিয়ে প্রাচীন গ্রীকদের ধর্মীয় মূল্যবোধকে এত গুরুত্ব সহকারে সুপ্রীম কোর্টের মত যায়গায় কেন স্থান দেব? তাও আবার শাড়ী পরিয়ে! গ্রীক দেবী কি শাড়ী পরিধান করত?

নিজেদের ধর্মীয় আচার, বিধি-বিধান পালন করতে গেলে এখানে মৌলবাদী বলা হয়! আর অন্য ধর্মের বিশ্বাসকে প্রগতীবাদী চেতনা মনে করা হয়! চেতনাধারীদের এ কেমন উদ্ভট চিন্তাধারা?

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382737
১৯ এপ্রিল ২০১৭ বিকাল ০৫:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File