“একটু জল দিন দিদি”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১০ এপ্রিল, ২০১৭, ১০:২৩:৫৩ সকাল



দিদি বলেন, শুখা মওসুমে জল পাবো কোথায়?

এ সময় কি জল থাকে তিস্তায়?

তোমাদেরে জল দিয়ে বাপু আমরা মরিব তেষ্টায়!

সে কি করে হয় আমিতো ভেবে পাই না কোন চেষ্টায়।

পানের জল রবে’না, চাষের জলে পড়বে টান,

রাজ্যের চাষীদের উর্বরা জমি সব হবে খান-খান!

আমার চাষীদেরে অনাহারে মেরে,

কি করে দেব জল তোমাদের তরে?

তারচে বরং বিকল্প কিছু ভাবুন,

সমস্বরে বলে সবাই, দিদি আপনিই কিছু বলুন।

দিদি বলেন, তোমাদের জল পাওয়া নিয়ে কথা,

তোর্সা রয়েছে, রয়েছে আরও নদ-নদী হেথা।

বাংলাদেশে জল দিতে দিদির নাহি আপত্তি,

শুধু কেবল তিস্তায় যতো বিপত্তি!

মোদি দিলেন ভরসা, দিদিও শোনালেন আশার বাণী,

অচিরেই হবে তিস্তা চুক্তি বাংলাদেশ পাবে পানি।

আশায় আশায় রহি, জাগি দিবা নিশী,

তিস্তায় জল নাই তাই নয়ন জলে ভাসি!

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382596
১০ এপ্রিল ২০১৭ রাত ০৯:০৭
হতভাগা লিখেছেন : ভারতের সামান্য একটা প্রদেশের নেতার যে গার্ডথস্‌ সেটা বাংলাদেশের নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File