"ভুক্তভোগী জনগণের দাবী"

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৪৫:২৩ দুপুর

দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরোনের লক্ষ্যে ভুক্তভোগী জনগণের দাবী,

“নামাইতে না পারলে থামেন,,,,,,আর থামাইতে না পারলে নামেন।”

নয়তো পরিস্থিতি এমন হতে পারে, দুদলকেই থামতে হবে অথবা দুদলকেই নামতে হবে।

সাধারণ জনগণ রাজনীতিবিদদের উপর আর আস্থা রাখতে পারছে না।

রাজনীতিবিদগণকে মানুষের মনের ভাষা বুঝতে হবে, নচেৎ সামনে সমূহ বিপদ।

বিষয়: রাজনীতি

১২১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304912
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
304921
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সহসাই এ মেঘ কাটবে বলে মনে হয় না
304929
১৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৬
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : মনে হয় আমাদের কপালে আরও দুঃখ আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File