এই আমাদের সবুজ পাহাড়! আমরাই রক্ষা করব!

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৬:৪৯ দুপুর

১-



পাহাড়ের গায়ে এই বিশেষ চাষাবাদকে স্থানীয়রা বলে 'জুম চাষ'। এক্ষেত্রে একই সাথে একাধিক আইটেমের ফসল ফলানো হয়।

২-



পাহাড়ী নির্মল আবহাওয়ার মাঝে বেড়ে ওঠা, স্বাস্থ্যবান একটি পেঁপে গাছে ফুল এসেছে।

৩-



পাহাড়ী আঁকাবাঁকা পথ। নতুনদের জন্য বিপদজনক, বিশেষ করে বৃষ্টির দিনে এমন কর্দমাক্ত পাহাড়ে!

বিষয়: সাহিত্য

৯৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304893
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৪
আবু জান্নাত লিখেছেন : ইস! মাত্র ভালোলাগা শুরু করেছিল, দেখতে না দেখতে শেষ। উহ! এভাবে লিখতে থাকুন ভাই, একদিন বড় লিখক হবেন। অনেক ধন্যবাদ।
304896
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
দ্য স্লেভ লিখেছেন : বান্দরবানে গিয়ে পাহাড়ী কলা খেয়েছিলাম খুব মজা এবং সস্তা। আনারসও ছিল দারুন
304899
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বনজঙ্গল কেটে আগুনদিয়ে পুড়িয়ে দেওয়া টা পরিবেশের জন্য মারক্তক হুমকি
304923
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পাহাড়ে থাকতে মন চায়।
304983
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
জুম চাষ নিয়ন্ত্রন করা প্রয়োজন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File